ভারতে নির্মাণাধীন রেলসেতু ধসে নিহত ২২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

ভারতের মিজোরাম রাজ্যে নির্মাণাধীন একটি রেলসেতু ধসে অন্তত ২২ জন শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) রাজ্যটির রাজধানী আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

ভারতীয় পুলিশ জানিয়েছে, মিজোরামের আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে বুধবার সকাল ১০ টার দিকে ঘটনাটি ঘটেছিল। তখন ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন বলে এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এক টুইটে বলেন, “আজ (বুধবার) আইজলের কাছে সাইরাং এই নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে পড়েছে। অন্তত ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। এই শোচনীয় ঘটনায় গভীরভাবে মর্মাহতবোধ করছি।

তিনি আরও বলেন, “নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। উদ্ধার অভিযানে এগিয়ে আসা বিপুল সংখ্যক মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

সারাদিন/২৩ আগস্ট/এমবি 

Nagad