আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

ফ্লোরিডায় শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে ৩ কৃষ্ণাঙ্গ নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলেতে গতকাল শনিবার তিন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছেন শ্বেতাঙ্গ এক বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। শেরিফ টিকে ওয়াটারস বলেছেন, বন্দুকধারীর বয়স ২০ বছরের মতো। তিনি আত্মঘাতী বন্ধনী (ভেস্ট) পরেছিলেন। তাঁর হাতে এআর-রাইফেল ও হ্যান্ডগান ছিল। ডলার জেনারেল নামে একটি দোকানে ঢুকে তিনি গুলি চালাতে শুরু করেন। ওই শেরিফ আরও বলেন, বন্দুকধারীর লক্ষ্য ছিলেন কৃষ্ণাঙ্গরা। এটা খুব স্পষ্ট, তাঁদেরই তিনি গুলি করে হত্যা করতে চেয়েছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। সূত্র: প্রথম আলো

পিটিআইয়ের ভেতরে আলোচনা
সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব ঘোচানোয় আগ্রহ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষ নেতৃত্ব ‘এস্টাবলিশমেন্ট’ হিসেবে পরিচিত সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব কমাতে আগ্রহী। দলটির কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল শনিবার পাকিস্তানি গণমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়। দলের একজন মুখপাত্রের মন্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে।বর্তমানে পিটিআইয়ের সর্বোচ্চ নেতা চেয়ারম্যান ইমরান খান থেকে শুরু করে শীর্ষ ও মাঝারি পর্যায়ের অনেক নেতাই কারান্তরিন। প্রভাবশালী সেনাবাহিনীর সুনজর হারিয়ে ফেলা ছাড়াও তাদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়াকে এর মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে।সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব ঘোচানোয় আগ্রহ পিটিআইয়ের শীর্ষ স্তরের নেতারা কারান্তরিন হওয়ার পরিপ্রেক্ষিতে দলের হাল ধরার কথা ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির। কিন্তু তিনিও অতিসম্প্রতি কারাগারে গেছেন। এ অবস্থায় দলের দ্বিতীয় সারির নেতারা বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করছেন। সূত্র; কালের কণ্ঠ

শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে ফ্লোরিডায় ৩ কৃষ্ণাঙ্গ নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন তিন কৃষ্ণাঙ্গ। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদেরকে হত্যার পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেন।শনিবার ফ্লোরিডা রাজ্যের জ্যাকসনভিলেতে এ ঘটনা ঘটে। খবর- এএফপি-বন্দুকধারীর বয়স ২০ বছরের মতো। আত্মঘাতী বন্ধনী পরে এআর-রাইফেল ও হ্যান্ডগান নিয়ে ডলার জেনারেল নামে একটি দোকানে ঢুকে তিনি গুলি চালাতে শুরু করেন। সূত্র: সমকাল

Nagad

ভারতের তামিলনাড়ুতে ট্রেনে ভয়াবহ আগুন, নিহত ১০
একটি ‘অবৈধ গ্যাস সিলিন্ডার’ থেকে আগুনের সূত্রপাত

ভারতের তামিল নাড়ুতে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লেগে অন্তত ১০ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। গতকাল সকালে রাজ্যটির মাদুরাই রেলস্টেশনে বড় ধরনের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; জানিয়েছে দেশটির গণমাধ্যম। ভারতের দক্ষিণাঞ্চলীয় রেলওয়ে জানিয়েছে, কামরাটিতে থাকা একটি ‘অবৈধ গ্যাস সিলিন্ডার’ থেকে আগুনের সূত্রপাত হয়েছে, উত্তর প্রদেশের লখনৌ থেকে একদল লোক কামরাটি রিজার্ভ করে এসেছিল। ঘটনা তদন্তে স্টেশনে আসা মাদুরাইয়ের জেলা কালেক্টর এম এস সঙ্গীতা জানিয়েছেন, কামরাটিতে লাগা আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে, আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১০ জন মারা গেছেন বলে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে। এনডিটিভি জানিয়েছে, রেলকর্মীদের পাশাপাশি পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে তারাই কামরাটি থেকে মৃতদের পুড়ে যাওয়া দেহগুলো বের করে নিয়ে আসেন। সূত্র: বিডি প্রতিদিন্

২০ সেনা নিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালীন ২০ সেনা নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মহড়া ‘প্রিডেটর রান’ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি মেলভিল দ্বীপের কাছে বিধ্বস্ত হয়।
রোববার বেলা ১১টার দিকে দেশটির ডারউইনের উপকূলে এ ঘটনা ঘটে।এক প্রতিবেদনে স্কাই নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে। সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে। কারণ কিছু সেনা নিখোঁজ রয়েছে। তবে এটি এখনো নিশ্চিত করা হয়নি। আরও পড়ুন: ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৩ কৃষ্ণাঙ্গ-হেলিকপ্টারটিতে কোনো অস্ট্রেলিয়ান ছিল না বলে ধারণা করা হচ্ছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এমন তথ্য নিশ্চিত করেছে। এডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা। ঘটনাটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে ঘটেছে। সূত্র; যুগান্তর

এবার সেদ্ধ চাল রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

সেদ্ধ চাল রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। এ শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশটির এ উদ্যোগের ফলে বিশ্বে চালের সরবরাহ কমতে পারে, একইসঙ্গে বিশ্ববাজারে বাড়তে পারে চালের দাম। ইতিমধ্যে চালের দাম ১২ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। গত মাসেই ক্রেতাদের অবাক করে দিয়ে ব্যাপক-ব্যবহৃত অবাসমতী চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই নিষেধাজ্ঞার ফলে কিছু ক্রেতা সেদ্ধ চাল কেনা বাড়ায়। এর জেরে এ চালের দাম রেকর্ড উচ্চতায় উঠে যায় বলে জানান মুম্বাইয়ের এক ডিলার। সুত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত এমনানগাগওয়া, ফলাফল প্রত্যাখ্যান বিরোধীদের

দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমারসন এমনানগাগওয়া। দেশটির রাষ্ট্রক্ষমতায় এটিই হবে তাঁর শেষ মেয়াদ। তবে বিরোধীরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। পর্যবেক্ষকেরাও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জিম্বাবুয়েতে ২০১৭ সালে এক সেনা অভ্যুত্থানের পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পর ক্ষমতায় আসেন এমনানগাগওয়া। দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট থাকার পরও বিশ্লেষকেরা ইঙ্গিত দিয়েছিলেন, এবারও ক্ষমতাসীন দল জানু-পিএফ ক্ষমতায় আসবে এবং এমনানগাগওয়া দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। উল্লেখ্য, দলটি ১৯৮০ সালে শ্বেতাঙ্গ শাসনের অবসান হওয়ার পর থেকেই রাষ্ট্রক্ষমতায়। সূত্র; আজকের পত্রিকা ।

ফুকুশিমার পানিতে ভয়-অভয়

দক্ষিণ কোরিয়া, চীন, ম্যাকাও, হংকং এবং বেশ কয়েকটি পরিবেশবাদী সংস্থার আপত্তি-উদ্বেগ উপেক্ষা করে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পানি প্রশান্ত মহাসাগরে ফেলছে জাপান। দেশটি তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণে এনে এই পানি সাগরে ফেলার দাবি করলেও মহাসাগরের পানিতে ফুকুশিমার পানি দীর্ঘ মেয়াদি প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা জাগছে। সুনামিতে ধ্বংস হওয়া পারমাণবিক চুল্লির পানি সাগরে ঢালা কতটা নিরাপদ বা আদৌ নিরাপদ কি না তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।তাতে বলা হয়, ১২ বছর আগে ধ্বংস হওয়া ফুকুশিমার পানি সাগরে ফেলা হচ্ছে। জাপানের এই বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে খোদ জাপানেই প্রতিবাদ চলছে। দক্ষিণ কোরিয়াও এর প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে চীন জাপানের সামুদ্রিক খাবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে জাতিসংঘের পরমাণু নিয়ন্ত্রক সংস্থা (আইএইএ) দাবি করছে, এই পানিতে তেজস্ক্রিয় দূষণের মাত্রা এত কম যে তা মানুষ এবং পরিবেশের ওপর খুব সামান্যই প্রভাব ফেলবে। মূলত আইএইএর অনুমোদনেই ফুকুশিমার পানি সাগরে ফেলা শুরু করেছে জাপান। এখানে উল্লেখ করা দরকার যে, জাপান এই বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করার মাত্র এক সপ্তাহ আগে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যুক্তরাষ্ট্র সফর করেন। সেসময় ক্যাম্প ডেভিডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তরঙ্গ বৈঠক হয় কিশিদার। তিনি দেশে ফেরার পর ফুকুশিমার পানি সাগরে ফেলা শুরু করে জাপান। যার প্রভাব সবচেয়ে বেশি লাগতে শুরু করেছে চীনে। ইতিমধ্যে তেজস্ক্রিয়তার আতঙ্কে চীনের লবণ বাজারে টান লেগেছে। রাতারাতি ফুরিয়ে গেছে সুপারশপের লবণ। এরপর বাজারে তেজস্ক্রিয় লবণ আসবে এই ভয়ে আগে ভাগে বিপুল পরিমাণ লবণ কেনার হিড়িক। ইতিমধ্যে জাপানের সিফুড আমদানিও নিষিদ্ধ করেছে চীন। সূত্র: দেশ রুপান্তর

রোমানিয়ায় গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, আহত ৪৬

গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে শনিবার সন্ধ্যায় কেঁপে ওঠে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একাংশ। বিস্ফোরণে একজন নিহত এবং ২৬ ফায়ারফাইটারসহ ৪৬ জন আহত হয়েছেন।
বিবিসি জানায়, প্রথম বিস্ফোরণের পর ফায়ারফাইটাররা আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।প্রথম বিস্ফোরণের চেয়ে দ্বিতীয় বিস্ফোরণটি ছিল অধিক শক্তিশালী। দ্বিতীয় বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠে কালো ধোঁয়ার কুণ্ডলী বিশাল এক মাশরুমের আকার ধারণ করে আকাশে উঠে যায়।আহতদের মধ্যে অন্তত আটজন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানান স্থানীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে অন্তত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। সূত্র: বিডি নিউজ

ইউক্রেনের আকাশে দুই বিমানের সংঘর্ষ, ৩ পাইলট নিহত

ইউক্রেনের আকাশে দুটি এল-৩৯ যুদ্ধ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় দেশটির তিনজন সামরিক পাইলট নিহত হয়েছেন।স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলের এ দুর্ঘটনা ঘটেশনিবার ইউক্রেনের বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের -বিমানবাহিনী তাদের টেলিগ্রাম অ্যাপে উড়ন্ত অবস্থায় দুই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে।এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এটি আমাদের সবার জন্য একটি বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতির বিষয়। ’ তিন পাইলটের মৃত্যুর ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, নিহতদের একজন ছিলেন দুর্দান্ত প্রতিভার অধিকারী, যিনি এফ-১৬ যুদ্ধবিমান ওড়ানোতে বেশ আগ্রহী ছিলেন।প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, তিনজনের মধ্যে একজন অ্যান্ড্রি পিলশচিকভ যিনি একজন ইউক্রেনীয় অফিসার। যিনি দেশকে ব্যাপকভাবে সাহায্য করেছেন।এ বিষয়ে দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত পিলশ্চিকভকে বলেছেন, নিহতদের একজন ইংরেজিতে সাবলীল ছিলেন এবং গত ডিসেম্বরে ‘মেগা ট্যালেন্ট’ ও সংস্কারের নেতা হিসাবে ২৯ বছরের ওই পাইলটের সাক্ষাৎকার নিয়েছিল রয়টার্স। সূত্র: বাংলানিউজ