আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

ফার্মেসি শিক্ষায় করুণ দশা, নেই পর্যাপ্ত সুবিধা
ন্যূনতম মানদণ্ড নেই ১২টি বিশ্ববিদ্যালয়ের। শর্ত পূরণ না করলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে বন্ধ হতে পারে শিক্ষার্থী ভর্তি। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল ২০১৭ সালে। এখন চার ব্যাচে প্রায় আড়াই শ শিক্ষার্থী পড়াশোনা করছেন। কিন্তু বিভাগটিতে চারজন শিক্ষক থাকলেও দুজনই শিক্ষাছুটিতে। ফলে টেনেটুনে চলছে বিশেষায়িত এ শিক্ষার কার্যক্রম। অথচ এ বিভাগে দরকার কমপক্ষে ১০ জন শিক্ষক। আবার ল্যাবরেটরি সুবিধাও অপর্যাপ্ত। আটটি ল্যাব থাকা দরকার হলেও আছে তিনটি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি অর্ঘ্য প্রসূন সরকার প্রথম আলোকে বলেন, এখন তিনজন অতিথি শিক্ষক রাখা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য বিষয়ের শিক্ষক দিয়েও কিছু বিষয় পড়ানো হয়। এটি অস্থায়ী ব্যবস্থা। ল্যাবরেটরির জন্য ইনস্ট্রাকটর ও টেকনিশিয়ানও নেই। তবে এসব সমস্যা সমাধানের জন্য উপাচার্য একটি কমিটি গঠন করে দিয়েছেন। ইতিমধ্যে সেই কমিটি একটি সভাও করেছে। সূত্র: প্রথম আলো

এবার শুল্কায়ন মূল্যের প্রভাব পেঁয়াজের বাজারে

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের পর এবার শুল্কায়ন মূল্য বাড়িয়েছে ভারত। এর প্রভাব পড়েছে দেশের পেঁয়াজের বাজারে। বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রচুর পেঁয়াজ আমদানির পরও দাম কমছে না। গত সাত দিনে ভারত থেকে হিলি স্থলবন্দরে ৬২২টি ট্রাকে ১১ হাজার ৮৯৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে ওই বন্দর সূত্রে জানা গেছে।এর পরও বাজারে দাম কমেনি।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে বাড়তি শুল্ক আরোপের পর থেকে সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী এর সুযোগ নিচ্ছেন। এখন শুল্কায়ন মূল্য বাড়ানোর ফলে পেঁয়াজের বাজারে অস্থিরতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ

বিচারের আগেই কারাগারে খাদিজার এক বছর

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা দুই মামলায় বিচার শুরুর আগেই এক বছর ধরে কারাগারে বন্দি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। অথচ যে আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই আইনটিই বিভিন্ন মহলের সমালোচনার মুখে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিচার শেষ হওয়ার আগে খাদিজার এক বছরের কারাবাস নিয়ে প্রশ্ন উঠেছে।
২০২০ সালে খাদিজার বিরুদ্ধে মামলা করা হয়। দুই বছর পর গত বছরের ২৭ আগস্ট পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিন থেকে সাত বছরের সাজা হতে পারে। বিশিষ্টজন বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের দুর্বলতা এটিই। বিচার শেষ হওয়ার আগে চাইলেই অজামিনযোগ্য ধারায় যে কাউকে দীর্ঘদিন কারাগারে রাখা যায়। এটি আইনের শাসনের পরিপন্থি।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক সমকালকে বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু একই অপরাধের জন্য নতুন আইন করা হচ্ছে, যেটি সাইবার নিরাপত্তা আইন নামে পরিচিত হবে। এ ক্ষেত্রে খাদিজাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় যারা কারাগারে আছেন, তাদের ব্যাপারে আদালতের মাধ্যমে কী করা যায়, তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। আমরা এটি করব। নতুন আইনের মাধ্যমেও এটি হতে পারে।’ সূত্র: সমকাল

বিদেশমুখী রোগীর ভিড়

Nagad

চিকিৎসার জন্য ফের বিদেশমুখী ভিড় বেড়েছে। ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিভিন্ন দূতাবাসে মেডিকেল ভিসার জন্য যাওয়া মানুষের ভিড় বাড়ছে। দেশের সরকারি হাসপাতালে রয়েছে অব্যবস্থাপনা, সংকট ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা। বেসরকারিতে রয়েছে আস্থার সংকট, প্রতারণার ফাঁদ। উচ্চবিত্তের বিদেশ যাওয়ার প্রবণতাকে এসব কারণ আরও উসকে দিচ্ছে। ভালো সেবার আশায় মধ্যবিত্ত, এমনকি নিম্নমধ্যবিত্ত মানুষও ছুটছে বিদেশে। জুনে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানা যায়, একক দেশ হিসেবে ভারতেই ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেন বাংলাদেশিরা। বস্তুত দেশের বাইরে ক্রেডিট কার্ডে মোট খরচের চার ভাগের এক ভাগ হয় ভারতে। চলতি বছর ফেব্রুয়ারিতে ভারত ভ্রমণে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭৩ কোটি টাকা খরচ করেছিলেন। মার্চে অর্থ ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ১০৩ কোটি টাকা। এর বড় একটি অংশ খরচ হয়েছে চিকিৎসা খাতে। মে মাসে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, গত বছর বাংলাদেশিদের জন্য ১৫ লাখের বেশি ভারতীয় ভিসা দেওয়া হয়েছিল, যা ভিসা দেওয়ার ক্ষেত্রে সারা বিশ্বে রেকর্ড। ভিসা কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর কাজ চলছে জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, দ্রুত ও সহজে ভারতীয় ভিসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশিরা মূলত চিকিৎসা ও ভ্রমণের জন্য ভারতে বেশি যান। সূত্র: বিডি প্রতিদিন।

করদাতাদের ব্যাংক হিসাবের তথ্যে সরাসরি প্রবেশাধিকার চায় এনবিআর
রাজস্ব বোর্ড মনে করছে, এর মাধ্যমে কর ফাঁকি রোধ করা সম্ভব হবে…

কর ফাঁকি রোধ করার লক্ষ্যে একটি সংহতিমূলক উদ্যোগের আওতায়– বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করদাতাদের ব্যাংক হিসাবের তথ্যে সরাসরি প্রবেশাধিকার চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে রাজস্ব বোর্ড করদাতা ও ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের তথ্য খুব সহজেই জানতে পারবে, যা তাদের অর্থের গতিপথ নজরদারিতে সহায়তা করবে। এনবিআরের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ভ্যাট অনলাইন প্রজেক্ট অফিস এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে এবং বাংলাদেশ ব্যাংকও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।এবিষয়ে অবহিত সূত্র জানিয়েছে, এটি বাস্তবায়ন হলে ব্যাংকের কাছে চিঠি দিয়ে ব্যবসায়ীর ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য চাইতে হবে না, তখন বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে রাজস্ব বোর্ড সরাসরি তথ্যে প্রবেশাধিকার পাবে। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

সরকার পতন আন্দোলন: জোট বাঁধছে ছাত্রসংগঠন

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী দলগুলো। এবার এই আন্দোলনে যুক্ত হচ্ছে ছাত্রসংগঠনগুলোও। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের আদলে ছাত্র আন্দোলন শুরু করে তা গণ-আন্দোলনে পরিণত করার লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনগুলো। ছাত্রনেতারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের একক আধিপত্য কমিয়ে ক্যাম্পাসের গণতান্ত্রিক চরিত্র পুনরুদ্ধার এবং জাতীয় স্বার্থে ভূমিকা রাখতে বদ্ধপরিকর তারা।সম্প্রতি সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে বড় আন্দোলনের প্রস্তুতির বার্তা পাওয়া গেছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) এ নিয়ে একটি প্রতিবেদনও তৈরি করেছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১৩ দফা দাবি ঘোষণা করেছে ৭টি বামপন্থী ছাত্রসংগঠনের জোট ‘গণতান্ত্রিক ছাত্র জোট’। গত বছরের নভেম্বর থেকে জোটটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই জোটে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (জাতীয় মুক্তি কাউন্সিল), বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। গত শুক্রবার ১৩ দফা দাবিতে শাহবাগে ছাত্র-জনতার সমাবেশ করেছে জোটটি। সূত্র; আজকের পত্রিকা।

নির্বাচনী সাজ ছাত্ররাজনীতিতে

দ্বাদশ সংসদ নির্বাচনের উত্তাপ ছাত্রসংগঠনগুলোর মধ্যে দেখা যাচ্ছে। মূল দলগুলোও নিজেদের ছাত্রসংগঠনগুলোকে মাঠে নামতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। যদিও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ছাত্রসংগঠনগুলো স্বতন্ত্র সংগঠন হিসেবে থাকবে। কোনো দলের সহযোগী হওয়া যাবে না। কাগজে-কলমে এটা থাকলেও লেজুড়বৃত্তির সেই পুরনো চর্চার কারণে ছাত্ররাজনীতি এখনো জাতীয় রাজনীতির প্রাণ।জাতীয় নির্বাচন সামনে রেখে এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। অন্যদিকে রাজনীতির মাঠ নিয়ন্ত্রণে রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগও নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচিতে দুটি দলের সমর্থক ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। এ দুটি দলকে ঘিরে জাতীয় রাজনীতির যে উত্তাপ তাতে যোগ হয়েছে তাদের ছাত্রসংগঠনগুলো; বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রলীগ ও বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল যথাক্রমে নির্বাচন ও আন্দোলনমুখী বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া সরকারের পক্ষে-বিপক্ষে ক্যাম্পেইন, জোট গঠনসহ নানাভাবে আলোচনায় থাকছে ছাত্রসংগঠনগুলো। আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে প্রায়ই বৈঠক করছেন। ছাত্রলীগকে মাঠ ধরে রাখতে ও নির্বাচনের প্রচার-প্রচারণায় যেমন নেমে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে, তেমনি ছাত্রদলকেও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মাঠে থেকে সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলতে নির্দেশনা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন, রাজনৈতিক সব কর্মকা-েই নিজ নিজ দলের ছাত্রসংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করে। স্বাভাবিকভাবেই নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক অঙ্গনের উত্তাপ ছাত্রসংগঠনগুলোতেও ছড়িয়ে পড়ে। সূত্র: দেশ রুপান্তর

২০ সেনা নিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালীন ২০ সেনা নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মহড়া ‘প্রিডেটর রান’ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি মেলভিল দ্বীপের কাছে বিধ্বস্ত হয়।রোববার বেলা ১১টার দিকে দেশটির ডারউইনের উপকূলে এ ঘটনা ঘটে।এক প্রতিবেদনে স্কাই নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে।সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে। কারণ কিছু সেনা নিখোঁজ রয়েছে। তবে এটি এখনো নিশ্চিত করা হয়নি। হেলিকপ্টারটিতে কোনো অস্ট্রেলিয়ান ছিল না বলে ধারণা করা হচ্ছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সূত্র: যুগান্তর

 

এইচএসসি: চট্টগ্রামের ২৯ কেন্দ্রের পরীক্ষা বৃষ্টিতে এক ঘণ্টা পেছাল
“তবে ১১টার পরও কোনো কেন্দ্রে যদি ৬০ শতাংশের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত থাকে, সে বিষয়টি পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে।” রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২৯টি কেন্দ্রের পরীক্ষা এক ঘণ্টা পেছানো হয়েছে।পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, বোর্ডের অন্যান্য কেন্দ্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও মহানগরের ২৭টি এবং হাটহাজীর দুই কেন্দ্রে পরীক্ষা বেলা ১১টায় শুরু করার সিদ্ধান্ত হয়েছে।“তবে ১১টার পরও কোনো কেন্দ্রে যদি ৬০ শতাংশের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত থাকে, সে বিষয়টি পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে।” সূত্র: বিডি নিউজ

চাকরির আবেদনে ফি বাড়ানো ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এবার শিক্ষিত বেকারদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে আবেদন ফি বাড়াতে এ চাপ তৈরি হয়।চাকরির আবেদনের ফির সঙ্গে বাড়তি ভ্যাট আরোপ ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলছেন ভুক্তভোগীরা। অবিলম্বে ভ্যাট প্রত্যাহার ও শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করে বেকারদের কর্মসংস্থান তৈরির দাবি করেছেন চাকরিপ্রার্থীরা। সরকারি চাকরিতে পরীক্ষার ফির সার্ভিস চার্জের (টেলিটকের কমিশন) ওপর ভ্যাট যোগ করে পরীক্ষার ফি নির্ধারণ করে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে। ফলে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির আবেদন ফি বাড়বে।পরিপত্রে বলা হয়েছে, টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি নেওয়া হবে। পরীক্ষার ফি বাবদ সংগ্রহ করা অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটককে দিতে হবে এবং কমিশন হিসেবে পাওয়া অর্থের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আদায় করা হবে। সূত্র: বাংলানিউজ