ফেসবুক মেসেঞ্জার লাইট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি অত্যন্ত জনপ্রিয়। এর মাধ্যমে ইউজাররা রিয়েলটাইমে চ্যাটিং, কলিংয়ের সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু ছোটো সাইজে লঞ্চ হওয়া ফেসবুক মেসেঞ্জার লাইট অ্যাপটি-খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে। আর পাওয়া যাবে না এই পরিষেবা। এই অ্যাপটি যারা ব্যবহার করতো; তাদের ডাটার খরচ কম হতো।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার তরফে জানানো হয়েছে যে, এবার মেসেঞ্জার লাইট ( Messenger Lite) সংস্করণ বা অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে । আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে এটি আর অ্যান্ড্রয়েড (Android) ডিভাইসে চলবেনা।

টেকক্রাঞ্চ-এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই গুগল প্লে-স্টোর থেকে এই ফেসবুক মেসেঞ্জার লাইট অ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে। তাই এটিকে আর নতুন করে ডাউনলোড করা যাবেনা। কিন্তু যাদের স্মার্টফোনে ইতিমধ্যেই অ্যাপটি ইনস্টল আছে, তাদের জন্য অ্যাপের সাপোর্ট আগামী মাসের ১৮ তারিখ (১৮ই সেপ্টেম্বর, ২০২৩) থেকে বন্ধ হয়ে যাবে।

ফেসবুকের মেসেঞ্জারের মোবাইল অ্যাপ্লিকেশনের সাইজ বেশি হওয়ায়, কম স্টোরেজ বিশিষ্ট ফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সংস্থা ২০১৬ সালে লাইট অ্যাপটি চালু করেছিল। আর লঞ্চের পর থেকে, অপেক্ষাকৃত ছোটো সাইজের এই অ্যাপটি ফেসবুক ইউজারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, কারণ এতে ডিভাইসের পারফরম্যান্স এবং স্টোরেজে খুব বেশি প্রভাব পড়তো না।

সারাদিন. ২৭ আগস্ট

Nagad