সাত কলেজের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

শিক্ষার্থী আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২ সালের অনার্স (স্নাতক) ৩য় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।

sevenঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতদ্বারা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৩ আগস্টের ১৫২৯/শা-২(ক)/প. নং মেমোর ক্রমধারায় প্রকাশিত অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ৩য় বর্ষ ২০২২ সনের পরীক্ষার সময়সূচি স্থগিত করা হল। উক্ত পরীক্ষার সময়সূচি এবং ফরমপূরণের পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।

সারাদিন. ২৮ আগস্ট