মিডল্যান্ড ব্যাংকের নামও পরিবর্তন হচ্ছে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে দুই সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ব্যাংকটির নাম পরিবর্তন। আরেকটি হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত পরিবর্তন।

সোমবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যাংকের নাম পরিবর্তন করবে। মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে রাখা হবে ‘মিডল্যান্ড ব্যাংক পিএলসি’।

এছাড়াও আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থের মধ্যে ৪৬ লাখ ৭৩ হাজার ৯৭৬ টাকা সরকারি সিকিউরিটিজের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসপেক্টাস অনুসারে এই টাকা আইপিও অনুমোদন বাবদ খরচ করার কথা ছিল। পর্ষদের এই সিদ্ধান্ত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) উত্থাপন করা হবে।