দক্ষিণ আফ্রিকার বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৭৩

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর জোহানেসবার্গের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা সেবা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। জরুরি ব্যবস্থাপনা সেবা সংস্থা আরও জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে আরও অন্তত ৪৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে ওই ভবনে আগুন লাগে। জোহানেসবার্গ সিটি করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে বলেছে, শহরের ডেলভারস অ্যান্ড আলবার্ট স্ট্রিটের সিবিডি কর্নার নামে একটি ভবনে আগুন লাগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, ভবনটির নিচতলা কমলা রঙের শিখায় ভরে গেছে। পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন। ভবনটির চারপাশে বিপুলসংখ্যক মানুষ ছোটাছুটি করছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই ভবনের আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে ঝলসে যাওয়া সেই ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যাচ্ছিল।

টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভবনের আশপাশে ফায়ার সার্ভিসের অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এছাড়া সেখানে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। আর ভবনটি পুলিশ ঘিরে রেখেছিল।

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস লাইভ জানিয়েছে, জোহানেসবার্গে গত কয়েক মাসে ‘কোনো পুরোনো ভবনে’ অগ্নিকাণ্ডের চতুর্থ ঘটনা এটি।

Nagad