সমাবেশস্থলে প্রবেশ করছেন ছাত্রলীগ, বৃষ্টির হানা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের ছাত্র সমাবেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ডাকা বৃহৎ এই ছাত্রসমাবেশ বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে বৃষ্টির মধ্যেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা যায় নেতাকর্মীদের। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এমন চিত্র দেখা গেছে।

এদিকে সমাবেশে আসা নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থলেই জুমার নামাজ আদায় করেছেন। দুপুর দেড়টায় এই নামাজ আদায় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ইমামতি করেন তিতুমীর কলেজ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ওবায়দুল্লাহ।

এদিকে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। সমাবেশে বিপুল লোকসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। ছাত্রসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকাসহ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশসহ নিরাপত্তার দায়িত্বে কাজ করছে র‌্যাব। যানবাহন চলাচলে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

সরেজমিনে দেখা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‌্যাব ও পুলিশের টহল টিম মোতায়েন করা হয়েছে।

সারাদিন. ১ সেপ্টেম্বর

Nagad