‘জওয়ান’: প্রথম দিনেই প্রায় ৩ লাখ অগ্রিম টিকিট বিক্রি

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং শুক্রবার (০১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি অগ্রিম টিকিট বুকিংয়ে ভারতজুড়েই দাপট দেখাচ্ছে। নিমিষেই শেষ প্রথম দিনের টিকিট।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বেলা ৩টার মধ্যেই জওয়ানের ১ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ‘জওয়ান’-এর অগ্রিম বুকিং শুরু হয়।

বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, শুক্রবার (০১ সেপ্টেম্বর) সারাদিনে ২ লাখ ৭১ হাজার ১৭৬টি ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দিতে বিক্রি হয়েছে ২ লাখ ৬০ হাজার টিকিট, তামিলে ৩ হাজার ৭৫৪, আর তেলেগুতে ১০০৮টি টিকিট।

প্রাথমিক প্রতিবেদনে তারা জানিয়েছেন, প্রায় ৯ কোটি রুপির টিকিট বিক্রি করে ফেলেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’।

এদিকে, ইতিমধ্যেই বলিউড ভাইজান সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ‘জওয়ান’। চলতি বছরের শুরুতে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ৩.৩৯ কোটি রুপি মূল্যের টিকিট বিক্রি করেছিল সিনেমাটি।

এছাড়া ‘জওয়ান’-এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে ২ লাখ টিকিট বিক্রি হয়, কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ২’ এবং পরিচালক মণি রত্নমের সিনেমা ‘পন্নিয়িন সেলভান ২’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডও ভেঙেছে শাহরুখ খানের ‘জওয়ান’।

Nagad

শাহরুখ খানের ‘পাঠান’ চলতি বছরের শুরুতে মুক্তি পেয়ে ১০০০ কোটি রুপির চেয়ে বেশি আয় করেছিল। সিনেমাটি ৩২ কোটি রুপির অগ্রিম বুকিং করেছিল, যা যেকোনো হিন্দি সিনেমার জন্য সর্বোচ্চ।

এস এস রাজামৌলির তেলুগু সিনেমা ‘আরআরআর’ গত বছর অগ্রিম বুকিংয়ে ৫৮ কোটি রুপির ব্যবসা করেছিল। ‘জওয়ান’-এর এখনও অগ্রিম বুকিংয়ের জন্য আরও পাঁচ দিন সময় বাকি আছে।

সারাদিন/০২ সেপ্টেম্বর/এমবি