জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩

ছবি- সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুই সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ দল। এদিন বোলারদের ছেলেখেলা করে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৩৩৪ রান করেছে টাইগাররা।

রোববার (০৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ইনিংসের ৪০.৪ ওভারে নাইবের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ঘরে যান অলরাউন্ডার মিরাজ। ৬৫ বলে হাফসেঞ্চুরি করা মিরাজের পরের পঞ্চাশ তুলতে লেগেছে ৫০ বল। এটি তার ক্যারিয়েরর দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি।

এর পর পরই সেঞ্চুরি পূরণ করেছেন শান্ত। ১০১ বলে শতরান পূরণ করেন তিন অংকের ম্যাজিক ফিগার। এটি শান্তর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি।

এদিন এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ৩৩৪ রান তুলেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ান শান্ত করলেন ১০৫ বলে ১০৪ রানের ইনিংস। আরেক সেঞ্চুরিয়ান মিরাজ ১১২ রানে অপরাজিত থেকে চোট পেয়ে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩৪/৫।
(সাকিব ৩২*, আফিফ ৪*; শামীম ১১, মুশফিক ২৫, শান্ত ১০৪, মিরাজ ১১২* রি/হা, তাওহীদ হৃদয় ০, মোহাম্মদ নাঈম ২৮)।

Nagad

সারাদিন/০৩ সেপ্টেম্বর/এমবি