২৪ ঘণ্টায় বরিশালে আরও ৪৬৮ ডেঙ্গুরোগী হাসপাতালে

বরিশাল সংবাদদাতাবরিশাল সংবাদদাতা
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে আরও ৪৬৮ জনের শনাক্ত করা হয়েছে। এখন তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা সুরা রানি (৫০) এবং মেহেন্দিগঞ্জ উপজেলার আব্দুল সত্তার (৮০)। তারা দুইজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮ জন মারা গেলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৪৬৮ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৭৭ জন, পটুয়াখালীতে ১০৮ জন, পিরোজপুরে ৬৮ জন, ভোলায় ৪৭ জন, বরগুনায় ৬২ জন এবং ঝালকাঠিতে ছয়জন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল গণমাধ্যমকে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৭ হাজার ৭৬৬ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৬ হাজার ৫৪৪ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৫৮ জন। মৃতদের মধ্যে বরিশালে ৩৭, ভোলায় সাত, বরগুনায় পাঁচ, পিরোজপুরে পাঁচ এবং পটুয়াখালীতে চারজন রয়েছেন।

সারাদিন/১২ সেপ্টেম্বর/এমবি 

Nagad