ঢাকা-১৯ আসন: আ.লীগের মনোনয়ন চান সাইফুল ইসলাম

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনে নিজ দল থেকে মনোনয়ন প্রত্যাশী বলে জানান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়মূলক কর্মকাণ্ডও তুলে ধরেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তবে দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাহলে দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার পক্ষে কাজ করবেন বলেও তিনি জানান। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।

পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সভাপতিত্বে এ সময় সাভার-আশুলিয়ার শতাধিক বীর মুক্তিযোদ্ধারা উপস্থিতি ছিলেন। এছাড়াও আশুলিয়ার বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক সহ স্থানীয় আওয়ামী ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ থেকে ঢাকা-১৯ আসনের একজন মনোনয়ন প্রত্যাশী। সাভার পৌরসভাসহ সাভারের তিনটি ইউনিয়ন এবং আশুলিয়া থানা এলাকার পাচঁটি ইউনিয়ন মিলে ঢাকা-১৯ এর সংসদীয় এলাকা। এই আসনে সাভার পৌরসভা ও তিনটি ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার। অন্যদিকে আশুলিয়ার পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার। তার মধ্যে ধামসোনা ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৯৬ হাজারের কিছু বেশি।

আমাদের এই অঞ্চলটি শিল্প অঞ্চল। প্রতি নির্বাচনে বিএনপি এই অঞ্চল থেকেই প্রার্থী দেয়। আমি মনে করি আওয়ামী লীগের প্রার্থী যদি আশুলিয়া থানা থেকে দেওয়া হয় তবে আগামী নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যদি দল আমাকে মনোনয়ন দেয় তবে বিএনপির যে কোনো প্রার্থীর সাথে নির্বাচন করে আমি জয়ী হতে পারবো বলে আশা করি। আমার উপর আমাদের নেতৃবৃন্দদের আস্থা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, সাভার আশুলিয়ার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি নির্বাচিত হওয়ার দুই বছরেই আমূল পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত গণতান্ত্রিক রাজনৈতিক একটি সংগঠন। গণতন্ত্রে প্রতিযোগিতা থাকবে এটিই স্বাভাবিক। প্রতিযোগিতা জেনো প্রতিহিংসায় পরিণত না হয় সেটিই হচ্ছে বিবেচ্য বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন আমি বিশ্বাস করি আমার দলের নেতা কর্মীরা আমার জন্য কাজ করবেন। যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাকে দেওয়া হবে তার জন্য কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রীর যে কোনা সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত আছি।

Nagad

মুহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়া থানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেশের সব চেয়ে জনবহুল ইউনিয়ন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি দেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

করোনাকালীন সময়ে নিজের ইউনিয়নসহ অন্য ইউনিয়নবাসীদের জন্য বিভিন্ন চেয়ারম্যানকে নিজের ব্যক্তিগত তহবিল থেকে চাল দিয়ে ব্যাপক সুনাম কুড়িয়ে ছিলেন।

সারাদিন. ১৭ সেপ্টেম্বর