আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
দুই দিনে ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
ফিলিস্তিনের পশ্চিম তীরে এক অভিযানে গতকাল বুধবার ১৯ বছরের এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আল-আখস নামে ওই তরুণকে জেরিকো শহরের কাছে আকাবাত জাবের শরণার্থীশিবিরে এক অভিযানের সময় ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেন। এ নিয়ে গত দুই দিনে পশ্চিম তীর ও গাজায় ৫ ফিলিস্তিনিকে হত্যা করলেন ইসরায়েলি সেনারা। এর আগে গত মঙ্গলবার পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে দখলকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থীশিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে হত্যা করে। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক ঘটনায় অন্য একজন ফিলিস্তিনিকে হত্যা করেন ইসরায়েলি সেনারা। সূত্র; প্রথম আলো


জাতিসংঘ অধিবেশনে সশরীরে জেলেনস্কি
রাশিয়ার বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য চাই
রাশিয়ার অব্যাহত ‘আগ্রাসন’ মোকাবেলায় ঐক্য প্রদর্শনের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে তিনি এ আহবান জানান। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ অভিযান’ নামের আগ্রাসন শুরুর পর থেকে গত মঙ্গলবারই প্রথমবারের মতো সশরীরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন জেলেনস্কি। এ সময় রুশ আক্রমণকে তিনি বিশ্বব্যবস্থার জন্য পারমাণবিক অস্ত্রের মতো হুমকি বলে উল্লেখ করেন। সূত্র: কালের কণ্ঠ
জাতিসংঘ অধিবেশনে সশরীরে জেলেনস্কি
রাশিয়ার বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য চাই
রাশিয়ার অব্যাহত ‘আগ্রাসন’ মোকাবেলায় ঐক্য প্রদর্শনের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে তিনি এ আহবান জানান। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ অভিযান’ নামের আগ্রাসন শুরুর পর থেকে গত মঙ্গলবারই প্রথমবারের মতো সশরীরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন জেলেনস্কি। এ সময় রুশ আক্রমণকে তিনি বিশ্বব্যবস্থার জন্য পারমাণবিক অস্ত্রের মতো হুমকি বলে উল্লেখ করেন।জেলেনস্কি বলেন, ‘অশুভ রাশিয়াকে’ বিশ্বাস করা যায় না। সূত্র: কালের কণ্ঠ
জাতিসংঘ অধিবেশন
জলবায়ু সম্মেলনে থাকছে না যুক্তরাষ্ট্র ও চীন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু হয়েছে। ঘুরেফিরে এবারের অধিবেশনে প্রাধান্য পাচ্ছে জলবায়ু বিষয়টি। তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এবারের অধিবেশনে অন্তত ১৪০ জনের বেশি নেতা ও রাষ্ট্রীয় প্রতিনিধি অংশ নেবেন। দুই সপ্তাহের এ অধিবেশনে একাধিক বৈঠকে এসব বিষয় নিয়ে বিতর্ক শুরু হবে। জাতিসংঘের বার্ষিক আয়োজনের মধ্যে এ বিতর্কের প্রতি নজর থাকে বিশ্ববাসীর। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, এটি হলো এমন একটি মুহূর্ত যখন প্রতি বছর বিশ্বের সব প্রান্তের নেতারা শুধু যে বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করেন তা নয়, সাধারণ কল্যাণের জন্য কাজ করেন। এই মুহূর্তে বিশ্বের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।অধিবেশনের শুরুতে বিশ্বের অতিদরিদ্রদের প্রতি সহায়তার হাত বাড়াতে বৈশ্বিক ব্যবস্থা সংস্কারের আহ্বান জানিয়েছে উন্নয়নশীল দেশগুলো। দারিদ্র্যমুক্তির অঙ্গীকার নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যা এখনো অধরাই রয়ে গেছে। এসব সমস্যার মূলে জলবায়ু সমস্যা। অথচ বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃস্বরণকারী দুই রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও চীন জাতিসংঘের শীর্ষ জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছে না। সূত্র: বিডি প্রতিদিন।
সম্পর্কে ফাটল, ইউক্রেনকে আর অস্ত্র দেবে না পোল্যান্ড
জেলেনস্কির জাতিসংঘের ভাষণের পর থেকেই ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের দূরত্ব তৈরি হতে শুরু করেছে। নাম না করে ওই বক্তৃতায় পোল্যান্ডকে আক্রমণ করেছিলেন জেলেনস্কি। এরপর থেকে খাদ্যশস্য আমদানির বিষয়ে পোল্যান্ড একটি নির্দিষ্ট অবস্থান নিয়েছে। পোল্যান্ড জানিয়েছে, এবার নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার দিকে নজর দেওয়া হবে। পোল্যান্ড জানিয়েছে, তারা আর ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি করবে না। কারণ এর ফলে নিজের দেশের কৃষকদের বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। ফলে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জেলেনস্কির দেশ থেকে পোল্যান্ড যে বিপুল পরিমাণ খাদ্যশস্য আমদানি করছিল, তা আর করা হবে না। সূত্র; সমকাল
কেন পৃথক রাষ্ট্র চায় শিখরা?
ভারতের অন্যতম একটি জনগোষ্ঠী শিখ। দেশটির ১৪০ কোটি জনসংখ্যার প্রায় ২ শতাংশই এ সম্প্রদায়। বিশাল এ গোষ্ঠী বরাবরই চেয়েছিল নিজেদের স্বাধীন একটি রাষ্ট্র। পৃথক রাষ্ট্রের দাবিতে ১৯৮০ সালে শুরু হয় শিখদের ‘খালিস্তান আন্দোলন’। ‘খালিস্তান’ শব্দটির অর্থ ‘বিশুদ্ধ ভূমি’। অর্থাৎ শিখরা একটির শুদ্ধ, স্বাধীন এবং ধর্মতান্ত্রিক রাষ্ট্রের যাত্রা করতে চেয়েছিল। আশির দশকে দেশটির পাঞ্জাব রাজ্যে এই আন্দোলন চরমে পৌঁছায়। সে সময় রাজ্যটিতে আন্দোলনের জেরে ব্যাপক সংঘাত ও হতাহতের ঘটনা ঘটে। চরমবস্থায় সংঘাত থামাতে সে সময় সেনাবাহিনী নামায় ইন্দিরা গান্ধী সরকার। বিশেষ অভিযানের দমন-পীড়নে আন্দোলনের গতি থমকে দেওয়া হয়। পরে একটি সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে) ভারতের একটি নতুন মানচিত্র প্রকাশ করেছিল। আইনজীবী গুরপাতওয়ান্ত সিং পান্নুনের এ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। সেই মানচিত্রে বেশ কয়েকটি জেলাকে খালিস্তানের অংশ হিসাবে দেখানো হয়। এ অঞ্চলগুলোর মধ্যে ছিল পাঞ্জাবসহ হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, লুধিয়ানা, হারিদওয়ার এবং উত্তর প্রদেশের বেশ কয়েকটি জেলা। তবে ২০১৯ সালে ভারতে এটিকে বেআইনি সংঘ হিসাবে নিষিদ্ধ করা হয়েছিল। একটি পৃথক খালিস্তান গঠনের জন্য ২০১৯ সালে পাঞ্জাবের স্বাধীনতা গণভোটের প্রচার শুরুর করার পরে এই নিষেধাজ্ঞা আসে। বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ইকোনোমিস্ট, রয়টার্স।বরাবরই খালিস্তান আন্দোলনের বিরোধিতা করে আসছে ভারত। খালিস্তান নিয়ে দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনা আধুনিক ভারতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত দুটি ঘটনার জন্ম দিয়েছে। সূত্র: যুগান্তর
‘আমার বাবা মারা গেছেন!’ ট্রাম্পপুত্রের এক্স অ্যাকাউন্ট থেকে হ্যাকারদের ক্রমাগত পোস্ট
ট্রাম্পপুত্রের এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তার বাবা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছিল। যদিও পরবর্তীতে জানা যায়, হ্যাকাররা অ্যাকাউন্টটি হ্যাক করে এ কাজ করেছিল। খবর বিবিসির। গতকাল (বুধবার) প্রায় ১০ মিলিয়ন ফলোয়ার থাকা অ্যাকাউন্টিতে এই ঘটনা ঘটে। যদিও পোস্ট দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে সেগুলো মুছে ফেলা হয়। ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে হ্যাকিংয়ের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।পোস্টে ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্ট থেকে বলা হয়, “আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা ডোনান্ড ট্রাম্প মারা গেছেন। আমি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবো।” সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
‘জলবায়ু সংকট ঘনীভূত করার মাধ্যমে নরকের দুয়ার খুলে দিয়েছে মানবজাতি’
জলবায়ু সংকট ঘনীভূত করার মাধ্যমে মানবজাতি নরকের দুয়ার খুলে দিয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু লক্ষ্যমাত্রা সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু লক্ষ্যমাত্রা সম্মেলনের উদ্বোধন করেন আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি বিশ্বের ধনী দেশগুলো ও জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানগুলো যেভাবে জলবায়ু সংকটকে তুচ্ছতাচ্ছিল্য করছে তার কড়া সমালোচনা করেন। এ ছাড়া সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতারাও ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের নিন্দা করেন। তবে এই সম্মেলনে বিশ্বের প্রধান প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। সূত্র: আজকের পত্রিকা।
সতর্ক করল মোদি সরকার
কানাডায় সহিংসতার শিকার হতে পারেন ভারতীয়রা
কূটনৈতিক উত্তেজনার মধ্যে এবার কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক এবং শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বুধবার এক্স হ্যান্ডলে বলেন, ‘কানাডার মাটিতে ভারতীয় নাগরিকরা ভারতবিরোধী তৎপরতা এবং রাজনৈতিক প্ররোচনামূলক ঘৃণার জেরে সহিংসতার শিকার হতে পারেন।’ সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, ভারতের বিরুদ্ধে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিতর্কিত মন্তব্যের জেরে ইতোমধ্যেই দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে খুনের জন্য ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর দিকে ট্রুডো অভিযোগের আঙুল তোলায় উত্তেজনা ছড়িয়েছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়। কানাডার হাউস অব কমন্সের সভায় ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা নিজ্জরের হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। ভারত এ অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে নাকচ করে দিয়েছে। ট্রুডোর ওই বিবৃতির পর কানাডার ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়। ওই পদক্ষেপের প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার মোদি সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়। সূত্র: দৈনিক বাংলা।
রুশবিরোধী বিশ্ব ঐক্যের ডাক
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করায় সে-বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে সশরীরে যোগ দিতে পারেননি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই যুদ্ধ এখন প্রায় দুই বছরে গড়াচ্ছে। জেলেনস্কি বাহিনী তাদের তথাকথিত পাল্টা আক্রমণে শীতের আগে বড় সফলতা চাইছে। অন্যদিকে রাশিয়ার মাটিতেও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইউক্রেনীয়রা। জবাবে রাশিয়াও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যুদ্ধের এমন পরিস্থিতিতে এবার সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে উপস্থিত হয়ে জেলেনস্কি আবারও বিশ্বকে পাশে চাইলেন। কারণ যুদ্ধ শুরুর পর ইউক্রেনের মিত্ররা তথা পশ্চিমারাই কেবল অস্ত্রে-অর্থে দেশটির পাশে রয়েছে। যুদ্ধের বিরুদ্ধে জাতিসংঘে আনা একাধিক নিন্দা প্রস্তাবে সায় দেয়নি বিশ্বরাজনীতির অনেক প্রভাবশালী দেশ। এ অবস্থায় এবারের অধিবেশনে জেলেনস্কির আবদারে জোর বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকে পাশে চাইলেন। গত মঙ্গলবার সাধারণ পরিষদের এবারের অধিবেশনে স্বভাবসুলভ আবেগঘন বক্তৃতায় জেলেনস্কি বিশ্বনেতাদের তাদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্বকে চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দেওয়া’ থেকে পরমাণু অস্ত্রে সজ্জিত মস্কোকে অবশ্যই রুখে দিতে হবে। ইউক্রেন এটাই নিশ্চিত করার জন্য সবকিছু করছে যে, রাশিয়ার আগ্রাসনের পর বিশ্বের কেউ অন্য কোনো দেশকে যেন আক্রমণ করার সাহস না পায়। সূত্র: দেশ রুপান্তর
মার্কিন বাজারে জিএসপি বাতিলের এক দশক পরেও তা ফিরছে না কেন?
যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপির উপর নিষেধাজ্ঞা আরোপের পর এক দশক পেরিয়ে গেলেও এখনো এই সুবিধা ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশে শ্রম পরিবেশ উন্নত করার যে শর্তের কথা বলে জিএসপি তুলে নেয়া হয়েছিল তার বেশিরভাগ এরই মধ্যে পূরণ করা হলেও শ্রম অধিকারের কিছু বিষয় নিয়ে এখনো আপত্তির জায়গা রয়েছে। যার কারণে হয়তো এই সুবিধা পেতে বিলম্ব হচ্ছে বাংলাদেশের জন্য।তবে যে পরিস্থিতিতে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা বাতিল করা হয়েছিল, সেটি দেশের উপর এক ধরণের চাপ প্রয়োগের প্রচেষ্টা ছিল বলেও মনে করেন তারা।কর্ম পরিবেশ উন্নত করার শর্ত দিয়ে ২০১৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করা হয়। সূত্র: বিবিসি বাংলা।