আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

৪৭ বছর আগের ভয়ংকর এক খুনের গল্প
খয়েরি শাড়ি আর নকশা করা স্যান্ডেলসহ বিশ্ববিদ্যালয় ছাত্রী নীহারের লাশ পুঁতে ফেলে খুনিরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে মিনা মঞ্জিল নামের বাড়িটির উঠানে সেদিন শত শত মানুষের ভিড় জমেছিল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ওই বাড়ির আঙিনায় সিমেন্ট দিয়ে ঢালাই করা জায়গাটি খুঁড়ে সেদিন এক নারীর গলিত লাশ উদ্ধার করেছিলেন। খয়েরি শাড়ি, কারুকাজ করা স্যান্ডেল দেখে শনাক্ত হয় সেটি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নীহার বানুর লাশ। সহপাঠী আহমেদ হোসেন বাবুর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে নির্মমভাবে খুন করে পুঁতে ফেলা হয়েছিল। ভয়ংকর ঘটনাটি বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরেই ঘটে। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে এটিকে প্রথম আলোচিত অরাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা বলে বিবেচনা করা হয়ে থাকে। মিনা মঞ্জিলে ১৯৭৬ সালের ২৭ জানুয়ারি খুন হন নীহার বানু। আর সেই বছর ১২ জুন তাঁর লাশ উদ্ধার করা হয়।নীহারের লাশ উদ্ধারের সময় তাঁর পায়ে থাকা স্যান্ডেলে লাল-সবুজের কারুকাজ তখনো বোঝা-সূত্র: প্রথম আলো

রেমিট্যান্সে বড় ধাক্কা ৪১ মাসে সর্বনিম্ন

চলমান ডলার সংকটকালে প্রবাস আয়ে বড় ধাক্কা লেগেছে। সদ্যোবিদায়ি সেপ্টেম্বর মাসে প্রবাস আয় এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (এক টাকা সমান ১০৯.৫০ টাকা ধরে) এর পরিমাণ ১৪ হাজার ৭১২ কোটি টাকা। এটি গত প্রায় সাড়ে তিন বছর বা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স। এই অঙ্ক আগের বছরের সেপ্টেম্বরের তুলনায়-সূত্র: কালের কণ্ঠ

আইন মন্ত্রণালয়ের না
বিদেশে যেতে হলে খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ সিদ্ধান্ত : আইনজীবী

খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে তাঁর ভাই যে আবেদন করেছিলেন তাতে ‘না’ সূচক মতামত দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে আইনি মতামত দিয়ে ফাইলটি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। পরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, আইনগতভাবে এ অনুমতি দেওয়ার সুযোগ সরকারের হাতে নেই। বিদেশে যেতে হলে জেলে গিয়ে আবেদন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইন মন্ত্রণালয়ের মতামতসহ ফাইলটি সেবা ও সুরক্ষা বিভাগে ফেরত এসেছে। আজ এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদন আইনগতভাবে বিবেচনা না করে রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর অন্যতম আইনজীবী কায়সার কামাল। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার ফলাফল এ সিদ্ধান্ত। আইনমন্ত্রী গতকাল বক্তব্য দেওয়ার পর সুপ্রিম কোর্টে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় কায়সার কামাল এ অভিযোগ করেন। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

প্রধানমন্ত্রী ফিরলে সচিবসহ গুরুত্বপূর্ণ পদে রদবদল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর প্রশাসনে সচিবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হবে। মন্ত্রিপরিষদ সচিব ও স্বাস্থ্যসচিবের অবসরজনিত কারণে এ রদবদলের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তবে চুক্তিভিত্তিক নিয়োগ না হলে নতুন নিয়োগকে কেন্দ্র করে বেশ কয়েকটি পদে নড়াচড়া হবে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে এপিডির (অতিরিক্ত সচিব) মতো গুরুত্বপূর্ণ পদে কিছুটা বিলম্বে হলেও নতুন মুখ দেখা যাবে। সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে সরকারি সফরে এখন লন্ডনে অবস্থান করছেন। তিনি দেশে ফিরবেন ৪ অক্টোবর। এরপর এসব রদবদলের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রমতে, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ১৩ অক্টোবর। তার জন্মদিন ১৪ অক্টোবর। শুভদিনে তিনি অবসরোত্তর ছুটিতে যাবেন। এ হিসাবে শেষ কর্মদিবস হবে ছুটিতে যাওয়ার আগের দিন। তবে এখন পর্যন্ত একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। তবে কোনো কারণে যদি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া না হয়, সেক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী হবেন পরবর্তী নতুন মন্ত্রিপরিষদ সচিব। সূত্র: যুগান্তর

সহিংসতা ঠেকাতে প্রস্তুত পুলিশের সব ইউনিট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অর্থাৎ চলতি মাসেই রাজনৈতিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় বিএনপিসহ বিরোধী দলগুলো। অন্যদিকে রাজপথে বিরোধীদের এক-চুলও ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অটল ক্ষমতাসীন দল ও সরকার। এ অবস্থায় চলতি অক্টোবর মাসে সহিংসতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় তারা প্রয়োজনীয় উপকরণসহ প্রস্তুতিও সেরে রেখেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কোনো ধরনের নাশকতা সৃষ্টির আগেই মানুষের জানমাল রক্ষায় পুলিশের এই আগাম সতর্কতা ও প্রস্তুতি। পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হতে পারে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। এ-সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদন নিয়ে গত মাসে পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার বৈঠকও করেছেন। রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে গত ২১ সেপ্টেম্বরে এক চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: আজকের পত্রিকা ।

অকাজের ৩৭০০ কোটির সেতু

সেতু হয়। কিন্তু সড়ক হয় না। সেতু করার জন্য নানান প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু সেসব সেতু করেই দায়সারা বাস্তবায়নকারী মন্ত্রণালয়। ভোগান্তি সাধারণ মানুষের। আবার যতগুলো সেতু করার কথা ততগুলো না করেও প্রকল্পের কাজ শতভাগ শেষ করার প্রতিবেদনও দেওয়া হয়েছে। এমন ঘটনা ঘটেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সারা দেশের গ্রামের রাস্তাগুলোতে সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পে। প্রকল্পের এসব অনিয়ম উঠে এসেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে। মিরসরাইয়ের সৈদালী বেড়িবাঁধে ছড়ার ওপর সেতু নির্মাণের (মায়ানী ইউপি) জন্য ১৫ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা ব্যয়ে মেসার্স পাবিয়া ট্রেডার্সকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। কাজও শেষ। ২০ ফুট দৈর্ঘ্যরে সেতুতে ওঠার সংযোগ সড়কের মাটি নেই। একই অবস্থা সীতাকুণ্ড উপজেলার মধ্যম বগাচতর নুরুল ইসলাম সড়কে কেয়া ছড়ার ওপর সেতুর। এ সেতুটি নির্মাণের লক্ষ্যে একই অর্থ ব্যয়ে মেসার্স হারুন এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। ৩২ ফুটের সেতুতেও ওঠার সংযোগ সড়কের মাটি নেই। আইএমইডি বলছে, পরিদর্শন কর্মকর্তা নিয়মিত সেতুটি পরিদর্শন করেন না।গ্রামের রাস্তায় কমবেশি ১৫ মিটারের সেতু তৈরির লক্ষ্যে দেশের ৪৮৯টি উপজেলায় ‘গ্রামীণ রাস্তায় কমবেশি ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প শুরু হয়েছিল ২০১৬ সালে। ৩ হাজার ৬৮৪ কোটি টাকার প্রকল্পটি শেষ হয়েছে ২০১৯ সালে। সম্প্রতি এ প্রকল্পটির মূল্যায়ন প্রতিবেদন দিয়েছে আইএমইডি। সূত্র: দেশ রুপান্তর

জাতীয় নির্বাচন ঘিরে যেসব কারণে উষ্ণ হয়ে উঠছে অক্টোবর মাস

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে অক্টোবর মাস বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের কাছে। একদিকে বিরোধী দলগুলো যেমন নির্বাচনী তফসিল ঘোষণার আগেই আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করতে চাইছে, অন্যদিকে, সরকার বা ক্ষমতাসীন আওয়ামী লীগ অনড় অবস্থানে থেকেই নির্বাচন সম্পন্ন করতে চাইছে।বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর অবস্থানে আপাত কোন আপোষ বা পরিবর্তনের ইঙ্গিত তারা দেখছেন না। ফলে শেষ পর্যন্ত ঠিক কী হতে যাচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।সামনের বছরের জানুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই হিসাবে তফসিল ঘোষণা করা হতে পারে নভেম্বর মাসে। সূত্র: বিবিসি বাংলা।

টানা তৃতীয় দিন ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ঢাকা যেন দূষিত বাতাসের শহরে পরিণত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল ৯টা ৫৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই শহরের স্কোর হয়েছে ১৫৬। এ সময়ে বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে আছে ঢাকা।পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ভারতের দিল্লি যথাক্রমে ১৭০, ১৬১ এবং ১৫৮ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিন স্থানে রয়েছে।আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি সংস্থা। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। সূত্র: ইত্তেফাক

সেপ্টেম্বরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৪৩১ কোটি ডলার বা ৪ দশমিক ৩১ বিলিয়ন ডলার। তবে এই আয় সেপ্টেম্বরের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। রোববার (১ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্য রপ্তানির এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। সেখান থেকে এসব জানা গেছে।ইপিবির তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বরে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। মাসটিতে লক্ষ্যমাত্রা ছিল ৪৩৬ কোটি ডলার। আয় হয়েছে লক্ষ্যমাত্রা থেকে ৭ দশমিক ৫ শতাংশ কম ৪৩১ কোটি ডলার। সূত্র: কালবেলা

বরিশাল মহাসড়ক
৯৮ শতাংশ সড়কই হাইওয়ে পুলিশের তত্ত্বাবধায়নের বাইরে

বরিশাল জোনের আওতায় রয়েছে ১ হাজার ৬০৩ দশমিক ৯৪ কিলোমিটার সড়ক। যার মধ্যে রয়েছে তিনটি জাতীয় মহাসড়ক, ৭টি আঞ্চলিক মহাসড়ক ও ৬১টি জেলা মহাসড়ক। এই বিশাল দৈর্ঘ্যের সড়কের মধ্যে মাত্র ৩২ কিলোমিটারের একটু বেশি মহাসড়ক দেখভাল করছে হাইওয়ে পুলিশ। সেই ৩২ কিলোমিটারেও নেই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় গাড়ি, সরঞ্জাম ও রেকার।এমনকি দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছার জন্য পুলিশের নিজেদের যাতায়াতের গাড়িটিরও বেহাল দশা। ফলে দক্ষিণাঞ্চলের প্রায় ৯৮ শতাংশ সড়ক নেই হাইওয়ে পুলিশের তত্ত্বাবধায়নে। আর এসব সংকটের কথা স্বীকার করছে হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্স।
জানা গেছে, বরিশাল বিভাগ বরিশাল ও পটুয়াখালী দুটি সড়ক সার্কেলে বিভক্ত। এর মধ্যে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা জেলার সড়ক মিলিয়ে বরিশাল সড়ক সার্কেল এবং পটুয়াখালী ও বরগুনা জেলার সড়ক মিলিয়ে পটুয়াখালী সড়ক সার্কেল গঠিত। দুই সার্কেলের মোট দৈর্ঘ্য ১ হাজার ৬০৩ দশমিক ৯৪ কিলোমিটারের মধ্যে বরগুনা ও পিরোজপুর ব্যতীত ৪ জেলায় মোট জাতীয় মহাসড়ক রয়েছে ১২৭ দশমিক ৯৮ কিলোমিটার। এছাড়া ৬ জেলায় আঞ্চলিক মহাসড়ক রয়েছে ২৯০ দশমিক ৯ কিলোমিটার এবং জেলা মহাসড়ক রয়েছে ১ হাজার ১৮৫ দশমিক ৯১ কিলোমিটার। সূত্র: ঢাকা পোস্ট