মেয়র হতে ফয়জুল করীমের মামলা খারিজ, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

ফাইল ছবি

বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল। সোমবার (৫ মে) দুপুরে বরিশাল ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান এই আদেশ দেন।

আবেদনকারীর আইনজীবী আবদুল্লাহ নাসের জানান, আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে মামলা করলে তা গ্রহণযোগ্য হতো। কিন্তু ফয়জুল করীমের মামলা দায়ের করতে সময় লেগেছে ৪৪৫ দিন, ফলে তা তামাদি আইনে বাতিল হয়েছে।

তিনি আরও জানান, তারা এই আদেশে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মুফতি ফয়জুল করীম পেয়েছিলেন ৩৩ হাজার ৮২৮ ভোট। নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ, যিনি পান ৮৭ হাজার ৮০৮ ভোট।