আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩

নির্বাচনের পর নতুন জটিলতায় মালদ্বীপ
মালদ্বীপে ভারতপন্থী হিসেবে পরিচিত ইব্রাহিম মোহাম্মদ সলিহকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচত হয়েছেন চীনপন্থী মোহামেদ মুইজ্জু। প্রভাবশালী দেশগুলোর ভূরাজনৈতিক কৌশলের জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেশটি। কে জিতলেন, কে হারলেন—তার চেয়ে বড় কথা ভারত ও চীন দেশটি নিয়ে কী ভাবছে। ফলে নতুন এক ‘মহাসমরে’ পড়ে যাচ্ছে দ্বীপদেশটি। বাংলাদেশে কীভাবে ভোট হবে, পাকিস্তান ও শ্রীলঙ্কায় আদৌ ঠিক সময়ে ভোট হবে কি না—এসব নিয়ে আন্তর্জাতিক সমাজে জল্পনার শেষ নেই। দক্ষিণ এশিয়া অঞ্চলের ভোট নিয়ে বহির্বিশ্বে বেশি কথার এ এক নতুন সাম্প্রতিক বৈশিষ্ট্য। মালদ্বীপের ভোট নিয়েও তুমুল আগ্রহ ছিল ওয়াশিংটন, বেইজিং, নয়াদিল্লি ছাড়িয়ে মস্কো পর্যন্ত। পাঠক এর মধ্যে সেই ভোটের ফল জেনে গেছেন। কিন্তু আলাপ তাতে থামেনি। অনেকের প্রশ্ন, এই ভোট কি তবে মালদ্বীপকে ভূরাজনীতির এক বৃত্ত থেকে আরেক বৃত্তে টেনে নিল?যে ‘মহাসমর’ কেবল শুরু এ বছরের ২৮ জুলাই প্রথম আলো মালদ্বীপের নির্বাচনকে ‘মহাসমর’ বলে উল্লেখ করেছিল। এখন বলতে হচ্ছে ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া নির্বাচনের ভেতর দিয়ে ওই সমর থামছে না, আরেক দফা শুরু হলো কেবল। অনেকে জানেন, সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু বা পরাজিত প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সলিহ মালদ্বীপের প্রধান রাজনীতিবিদ নন। নানান রাজনৈতিক দুর্ঘটনার ভেতর দিয়ে এই দুজন সামনে চলে এসেছেন। যেকোনো রক্তাক্ত যুদ্ধই নতুন তারকা তৈরি করে। মালদ্বীপে এই দুজনের মধ্যে ভোটের মীমাংসায় অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো শান্ত অধ্যায়ের সূচনা হচ্ছে না। সূত্র: প্রথম আলো

বিবিসির বিশ্লেষণ
তাইওয়ানকে যেভাবে চাপে রেখেছে চীন

তাইওয়ান গত মাসে রেকর্ডসংখ্যক চীনা বিমান তার আকাশসীমা অতিক্রমের অভিযোগ তুলেছিল। জবাবে বেইজিং বলেছিল, তাইওয়ান ও চীনকে পৃথককারী কোনো রেখার অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে হুমকি-ধমকির মধ্য দিয়ে তাইওয়ানকে চাপে রাখার কৌশল নিয়েছে চীন। প্রসঙ্গত, তাইওয়ান দ্বীপকে নিজের বিদ্রোহী অঞ্চল বলেই বিবেচনা করে বেইজিং। সেপ্টেম্বর মাসে তাইওয়ানের আশপাশে ১০৩টির মতো যুদ্ধবিমান উড়িয়েছিল চীন। এর মধ্যে ৪০টি মূল চীনা ভূখণ্ড ও তাইওয়ান দ্বীপকে বিভক্তকারী আকাশ প্রতিরক্ষা নিরূপক অঞ্চল (এডিআইজেড) অতিক্রম করেছিল। মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি গত বছর তাইওয়ান সফরে গেলে জবাবে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজসহ ব্যাপক পরিসরে মহড়া চালায় চীন। বরাবরের মতো চীন তখন কড়া হুঁশিয়ারি দিতে থাকে। সূত্র: কালের কণ্ঠ

সিকিমে বিপর্যয়, পানির তোড়ে ভেসে আসছে লাশ

ভারতের সিকিম রাজ্য তিস্তার পানির তোড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচ- পাহাড়ি ঢলে একই অবস্থা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ও। পানিতে ভেসে গেছে ঘরবাড়ি। আতঙ্কে দিন কাটছে মানুষের। এর মধ্যেই জলপাইগুড়িতে পানির স্রোতের সঙ্গে একাধিক লাশ ভেসে আসতে দেখা গেছে। সিকিমের আকস্মিক বন্যায় অন্তত ১৪ জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। এর মধ্যে ২২ সেনাসদস্যসহ নিখোঁজ রয়েছেন অন্তত ১০২ ব্যক্তি। এ বিপর্যয়কে একটি দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে সিকিম সরকার। বুধবার ভোর থেকেই টানা বৃষ্টিতে সিকিমের লোনাক হ্রদের বাঁধ ফেটে যায়। পাশাপাশি অতিবৃষ্টিতে তিস্তা নদীর পানির স্তর বেড়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, তিস্তার পানির স্রোতে ভেসে আসছে লাশ, জামাকাপড়, বাসনপত্র, গবাদি পশু, রান্নার গ্যাসের সিলিন্ডারসহ বিভিন্ন জিনিসপত্র। এসব দেখে সাধারণ মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়ছে। জলপাইগুড়ির তিস্তা রেল সেতুর কাছেও পানি বেড়ে গেছে। সমতলে তিস্তার দুই পার থেকে অন্তত ৫ হাজার বাসিন্দাকে উদ্ধার করেছে প্রশাসন। জলপাইগুড়ি এবং কোচবিহার মিলিয়ে খোলা হয়েছে ২৮টি ত্রাণশিবির। সূত্র: বিডি প্রতিদিন।

ব্যবহারকারী প্রতিষ্ঠানের গাফিলতি
এনআইডি ভান্ডারের তথ্য আবার ফাঁস
তদন্তে দুই সদস্যের কমিটি গঠন * ভূমি মন্ত্রণালয়ের এনআইডি যাচাই বন্ধ

Nagad

জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারে থাকা নাগরিকদের ব্যক্তিগত তথ্য আবারও ফাঁস হয়েছে। এবারও তথ্য ফাঁস হয়েছে নির্বাচন কমিশনের তথ্যভান্ডার ব্যবহারকারী এক বা একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে। এ ঘটনায় সন্দেহজনক মনে হওয়ায় ভূমি মন্ত্রণালয়কে এনআইডির তথ্য যাচাইয়ের সুযোগ বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকে টেলিগ্রামের যেই চ্যানেল থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য পাওয়া যেত সেখান থেকে তথ্য মিলছে না। গতকাল একাধিকবার চেষ্টা করেও সেখান থেকে তথ্য পাওয়া যায়নি। এদিকে এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।সম্প্রতি টেলিগ্রামের এনআইডি ইনফরমেশন শীর্ষক চ্যানেলের মাধ্যমে তথ্য ফাঁসের বিষয়টি ব্যবহারকারীদের নজরে আসে। বিষয়টি বিজিডি ই-গভ সার্ট থেকে ইসিকে জানানো হয়। এরপর ইসি বুধবার রাত একটা থেকে সন্দেহভাজন প্রতিষ্ঠানগুলোকে তথ্য দেওয়া বন্ধ করে। বন্ধ করার আগ পর্যন্ত টেলিগ্রামের চ্যানেলটিতে এনআইডি নম্বর (দশ সংখ্যার এনআইডি নম্বর) ও জন্মতারিখ দিলেই সংশ্লিষ্ট ব্যক্তির নাম, পিতা, মাতা, স্বামী/স্ত্রীর নাম, জন্মতারিখ, ধর্ম, লিঙ্গ, মুঠোফোন নম্বর (দেওয়া থাকলে), বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এবং ছবি পাওয়া যাচ্ছিল। সূত্র: যুগান্তর

সিকিমে বন্যায় নিহত ৩৮, লাশ ভেসে এল বাংলাদেশে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য রয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৭৮ জন। বন্যায় নিহতদের লাশ ভেসে আসছে বাংলাদেশেও। এছাড়া ভেসে আসা মরদেহ পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও শিলিগুড়িতে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তিস্তার ভাটি এলাকা জলপাইগুড়ির গাজলডোবা, ময়নাগুড়ি ও কোতোয়ালিতে বেশিরভাগ মরদেহ পাওয়া গেছে। এছাড়া কোচবিহারের কুচলিবাড়ি ও হলদিবাড়ি, মিলনপল্লী ও শিলিগুড়িতে তিস্তা ব্যারেজ এলাকায়ও মরদেহ পাওয়া গেছে। কয়েকটি লাশ ভেসে এসেছে বাংলাদেশের গাইবান্ধাতেও। সূত্র: সমকাল

নভেম্বরে সি-বাইডেন বৈঠক আয়োজনে হোয়াইট হাউসের তোড়জোড়

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনে চেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউস। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোয় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ‘বৈঠকের বিষয়টি অনেকটাই নিশ্চিত। আমরা বর্তমানে বৈঠকের পরিকল্পনা নির্ধারণের বিষয়টি শুরু করে দিয়েছি।’ অপর এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাইডেন এই বৈঠকের বিষয়ে আশাবাদী। তবে কোনো কিছুই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্র সফর করবেন। তাঁর সফরের সময় দুই দেশের প্রেসিডেন্টের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। তার পরই কেবল বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বৈঠকটি নিশ্চিত হলে ২০২২ সালের নভেম্বরের ঠিক এক বছর পর মুখোমুখি বৈঠকে বসবেন এই দুই নেতা। সূত্র: আজকের পত্রিকা।

প্রিগোজিনের মৃত্যু নিয়ে নতুন তথ্য পুতিনের

রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের মৃত্যু নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, প্লেনের ভেতরে গ্রেনেড বিস্ফোরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। খবর আলজাজিরা।পুতিন বলেন, প্রিগোজিনের সঙ্গে বিমান দুর্ঘটনায় নিহতদের শরীরে বিস্ফোরকের আলামত পাওয়া গেছে। রাশিয়ার তদন্তকারী দল এ আলামত পেয়েছে। ফলে বিমানটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নয়, বরং এটি ভেতরে বিস্ফোরণের কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। সূত্র: কালবেলা

‘বুরভেস্টনিক’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি পুতিনের

পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের ‘চূড়ান্ত সফল পরীক্ষা’ চালানোর দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘বুরভেস্টনিক’ নামের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আগে অনেকবার ব্যর্থ হওয়ার খবর এসেছিল। তবে শেষমেশ এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করলেন পুতিন। খবর বিবিসির। যদিও ‘বুরভেস্টনিক’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়ে নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টকে প্রত্যাখ্যান করেছিলেন তার মুখপাত্র। তবে তিনি প্রত্যাখ্যান করার কিছুক্ষণের মধ্যেই ওই দাবি করলেন পুতিন। সূত্র: ইত্তেফাক

অত্যাধুনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করলেন পুতিন

পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের ‘চূড়ান্ত সফল পরীক্ষা’ চালানোর দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘বুরভেস্টনিক’ নামের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আগে অনেকবার ব্যর্থ হওয়ার খবর এসেছিলো। যদিও ‘বুরভেস্টনিক’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়ে নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টকে প্রত্যাখ্যান করেছিলেন তার মুখপাত্র। তবে তিনি প্রত্যাখ্যান করার কিছুক্ষণের মধ্যেই ওই দাবি করলেন মি. পুতিন।২০১৮ সালে প্রথম এই পরীক্ষামূলক অস্ত্রের কথা ঘোষণা করা হয়েছিলো, যেটি তার সীমাহীন পাল্লা বা মাত্রার জন্য বিশেষভাবে প্রশংসিত। অর্থাৎ এর মাত্রা নির্দিষ্ট করা নয়।তবে সরকারিভাবে এর সক্ষমতা সম্পর্কে কমই জানা যায়। তবে এর আগে এর পরীক্ষাগুলো ব্যর্থ হয়েছে বলে খবর বেরিয়েছিলো। সূত্র: বিবিসি বাংলা।

সিকিমে ছয় সেনাসহ নিহত ১৯, আটকা পড়েছেন ৩০০০ পর্যটক
সিকিমের ধ্বংসলীলার প্রাথমিক কারণ হিসেবে অতিরিক্ত বৃষ্টি এবং লোনক হ্রদের পানি পাড় ভেঙে নেমে আসাকে চিহ্নিত করা হয়েছে।সিকিমের আকস্মিক বন্যায় ছয় ভারতীয় সেনাসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এখনো ১৬ সেনাসহ ১০৩ জন নিখোঁজ রয়েছেন।পশ্চিমবঙ্গে তিস্তা নদীর নিম্নপ্রবাহে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পানির তোড়ে ভেসে আসা ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতভর ভারি বৃষ্টির পর বুধবার ভোরে পর্বত থেকে নেমে আসা পানির প্রবল চাপে সিকিমের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প সিকিম উর্জার চুংথাং বাঁধের কিছু অংশ ভেঙে যায়। তাতে তিস্তা নদীর নিম্ন প্রবাহের অনেক এলাকা হড়কা বানে ভেসে যায়।ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সিকিমের ধ্বংসলীলার প্রাথমিক কারণ অতিরিক্ত বৃষ্টি এবং ১৭০৬০ ফুট উচ্চতায় অবস্থিত লোনক হ্রদের পানি পাড় ভেঙে নেমে আসা। সূত্র: বিডি নিউজ