আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
ঢাকায় আইএমএফ মিশন
২৪ হাজার কোটি টাকা বাড়তি আয়কর আদায় করা হবে
এনবিআরের পক্ষ থেকে আইএমএফের দলটিকে জানানো হয়, চলতি অর্থবছরে কীভাবে বাড়তি আয়কর আদায় হবে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরে আয়কর বাবদ আগের বছরের তুলনায় ২৪ হাজার কোটি টাকা বাড়তি আদায় করা হবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) জানানো হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে আয়কর থেকে আদায় হয়েছিল ১ লাখ ১২ হাজার ৯২০ কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরে আয়কর বাবদ মোট আদায় হবে ১ লাখ ৩৬ হাজার ৯২০ কোটি টাকা। যদিও চলতি অর্থবছরের বাজেটে আয়, মুনাফা ও মূলধনের ওপর কর থেকে ১ লাখ ৫৩ হাজার ২৬০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ঢাকা সফররত আইএমএফের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দর নেতৃত্বাধীন একটি দল গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠক করে। ওই বৈঠক সূত্রে জানা গেছে, আয়কর বাবদ সম্ভাব্য আদায়ের এই তথ্য আইএমএফ দলকে জানানো হয়েছে।গত বুধবার থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আরও সরকারি সংস্থার সঙ্গে বৈঠক করবে আইএমএফের দল। গত জানুয়ারিতে বাংলাদেশের জন্য সাত কিস্তিতে ৪৭০ কোটি মার্কিন ডলারের যে ঋণ আইএমএফ অনুমোদন করেছে, তা থেকে দ্বিতীয় কিস্তি ছাড় হওয়ার কথা আগামী মাসে। সূত্র: প্রথম আলো


স্মার্ট দেশ গড়ার পদক্ষেপ রূপপুর
গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পারমাণবিক স্থাপনার স্বীকৃতির সনদ হস্তান্তর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়া থেকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি উপস্থিতিতে অনুষ্ঠানে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) হস্তান্তর করে প্রকল্পটির রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটম। স্মার্ট দেশ গড়ার পদক্ষেপ রূপপুরগতকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজ বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের দিন। আওয়ামী লীগ সরকারের নিরলস প্রচেষ্টায় পারমাণবিক জ্বালানি গ্রহণের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ সফল পরিণতি লাভ করছে। সূত্র: কালের কণ্ঠ
পরমাণু যুগের আনুষ্ঠানিক যাত্রা
বাংলাদেশ রাশিয়ার পরীক্ষিত বন্ধু : পুতিন ♦ শান্তি রক্ষায় পরমাণু শক্তি ব্যবহার হবে : শেখ হাসিনা
বাংলাদেশে পরমাণু যুগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ এখন নিউক্লিয়ার ক্লাবের গর্বিত এক সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এ ঘোষণা দেন। বিদ্যুৎ কেন্দ্রটির পারমাণবিক জ্বালানির প্রথম ব্যাচের হস্তান্তর উপলক্ষে প্রকল্প এলাকায় এ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর বক্তব্যে বলেন, রাশিয়া শুধু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে না। প্রকল্পের পুরো সময় বাংলাদেশকে সব ধরনের কারিগরি সহযোগিতা করে যাবে। এ প্রকল্প বাংলাদেশের বর্ধনশীল অর্থনীতির চাহিদা মেটাতে ভূমিকা রাখবে। ভারতও এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে। বাংলাদেশ রাশিয়ার পরীক্ষিত বন্ধু। গত বছর বঙ্গবন্ধুর মস্কো সফরের সুবর্ণজয়ন্তী পালিত হয়। রূপপুর প্রকল্পে সরাসরি ২০ হাজার বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া অন্য অনেক কোম্পানি এ প্রকল্পে কাজ করছে। তা-ও কর্মসংস্থানে ভূমিকা রাখছে। এ বিদ্যুৎ কেন্দ্র দেশের বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ করবে। ২০২৬ সালে পুরো বিদ্যুৎ কেন্দ্র চালু হবে। এ কেন্দ্র জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে। ফলে দেশের পরিবেশ সুরক্ষিত থাকবে। পুতিন আরও বলেন, রাশিয়া বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহ করে যাবে। অবশ্যই এতে কার্বন নিঃসরণ কম হবে। তিনি বলেন, এ প্রকল্পে যৌথভাবে ৩০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এতে আমাদের ভারতীয় বন্ধুরা সহযোগিতা করেছে। তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এখানে অত্যাধুনিক নিরাপদ প্রযুক্তি ব্যবহার, আইএইএ গাইডলাইন অনুসরণ করা হয়েছে। আমরা বাংলাদেশকে সমর্থন করব, পাশে থাকব এবং কারিগরি সহযোগিতা দেব। সূত্র: বিডি প্রতিদিন।
তিস্তার স্রোতে অবরুদ্ধ সিকিম
মৃত বেড়ে ১৪, নিখোঁজ ১০২ আটকা ৩০০০ পর্যটক এক সেনাসদস্য উদ্ধার
হঠাৎ বন্যায় ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছে ভারতের পার্বত্যরাজ্য সিকিম। তিস্তার তীব্র স্রোতে জায়গায় ধসে পড়েছে যান চলাচলের জাতীয় সড়কগুলো। বৃহস্পতিবার সিকিমের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, বন্যায় ১৪টি সেতু ভেঙে পড়েছে। সীমান্ত সড়ক সংস্থার অধীনে নয়টি এবং রাজ্য সরকারের অধীনে পাঁচটি। যোগাযোগব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। রাজ্যের বিভিন্ন অংশে তিন হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন। এক কথায় তিস্তার সর্বগ্রাসী স্রোতে অবরুদ্ধ হয়ে পড়েছে গোটা সিকিম। এ বিপর্যয়কে ‘ দুর্যোগ’ হিসাবে ঘোষণা করেছে সিকিম সরকার। এনডিটিভি, দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে। ভারতের গণমাধ্যমে এদিন বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজ ২৩ ভারতীয় সেনাদের একজনকে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানায়, সিংটাম শহরের কাছে বারডাং থেকে নিখোঁজ হওয়া সেনাদের মধ্যে উদ্ধার করা সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে অন্যদের কোনো হদিস এখনো মেলেনি। হিমালয়ার ছোট এই রাজ্যে বুধবারের এ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। নিখোঁজ মানুষের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। নিখোঁজ শতাধিক মানুষের মধ্যে ২২ জন ভারতীয় সেনা।বৃহস্পতিবার সকালেও ভয়াবহ পরিস্থিতি সিকিমে। ২৯ মাইল এলাকার কাছে বড়সড় ধস নামে। ধসের ফলে ১০ নম্বর জাতীয় সড়ক এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সূত্র: যুগান্তর
শহীদুল্লার কাছে অর্ধকোটি চাঁদা চেয়েছিল সন্ত্রাসীরা
পুলিশ হেফাজতে মারা যাওয়া সাবেক দুদক কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লার কাছে দেড় মাস আগে ৫০ লাখ টাকা চাঁদা চেয়েছিল সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলা করেছিলেন তিনি। এর ১১ দিন পর তাঁর বিরুদ্ধে আদালতে মামলাটি করা হয়, যেটিকে মিথ্যা বলছে তাঁর পরিবার। মামলার সমন নোটিশ গোপন করে বের করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। সেই পরোয়ানাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের এক ঘণ্টার মধ্যে প্রাণ হারান শহীদুল্লা। নিহতের পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রভাবশালী আসাদুজ্জামান আসাদ ও মো. জসীম উদ্দিন মিলে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলাটি দায়ের করেন। অনুসন্ধানে জানা গেছে, দুদকের সাবেক উপপরিচালক শহীদুল্লার স্ত্রী ফৌজিয়া আনোয়ারের বাবা আনোয়ার মতিনের কাছ থেকে ১১ শতক জায়গা পান তারা। সেখানে সাতটি ঘর তুলে ভাড়া দেন শহীদুল্লা ও তাঁর স্ত্রী। জায়গাটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছেন একই এলাকার প্রভাবশালী আসাদুজ্জামান আসাদ। তাঁর সহযোগী হিসেবে ছিলেন এস এম জসিম, লিটন, শাহীন ও শাহজাহান। তারা পেরে না উঠে স্থানীয় আওয়ামী লীগ নেতা দাবিদার জসীম উদ্দিনকে জায়গাটির পাওয়ার অব অ্যাটর্নি নিয়োগ করেন। সূত্র: সমকাল
করমুক্ত সুবিধা পাবে সর্বজনীন পেনশন স্কিম, শিগগির এসআরও জারি
সর্বজনীন পেনশন স্কিমে আয়করের বিভ্রান্তি দূর করতে শিগগির কর অব্যাহতির এসআরও জারির পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এখন সেই এসআরও জারির প্রস্তুতি নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শিগগির এসআরও জারি হবে বলে এনবিআরের আয়কর বিভাগ সূত্রে জানা গেছে। আয়কর আইন এবং সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের দু-একটি ধারার কারণে সর্বজনীন পেনশন স্কিমে আয়কর নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে মানুষের মধ্যে। আয়কর আইন-২০২৩-এর ষষ্ঠ তফসিলে (কর অব্যাহতি, রেয়াত ও ক্রেডিট) এই আইনের ষষ্ঠ তফসিলে (অংশ-৩) বলা হয়েছে, জীবনবিমার প্রিমিয়াম, প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, স্বীকৃত ভবিষ্য তহবিলের চাঁদা, সরকারি সিকিউরিটিজ বা মিউচুয়াল ফান্ডে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ, বছরে ১ লাখ ২০ হাজার টাকা (মাসিক ১০ হাজার) ডিপিএসে বিনিয়োগ ও শেয়ারবাজারে বিনিয়োগ করলে সেই অর্থের ওপর কর রেয়াত বা করছাড় পাওয়া যাবে। সূত্র: আজকের পত্রিকা।
শান্তিরক্ষায় ব্যবহার হবে পারমাণবিক শক্তি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। রূপপুর পারমাণবিক কেন্দ্র স্মার্ট বাংলাদেশ গড়ার পথে আরেকটি পদক্ষেপ। আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছি। পারমাণবিক শক্তি আমরা শান্তিরক্ষায় ব্যবহার করব। গতকাল বৃহস্পতিবার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশ থেকে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এই ইউরেনিয়াম হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নির্মূল এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ পদক্ষেপ বাস্তবায়নের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। বাংলাদেশে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ আইন প্রণয়ন হয়েছে। স্বাধীন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রয়েছে। এই কর্তৃপক্ষ আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির (আইএইএ) সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করছে। সূত্র: কালবেলা
মাছ-মাংস-সবজি, স্বস্তি নেই কোনোটাতেই
সপ্তাহ না ঘুরতে আবারও দাম বেড়েছে মুরগির। সেই সঙ্গে বেড়েছে পেঁয়াজের দাম। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা দুষেছেন টানা বৃষ্টিকে। বলছেন, বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম। বাজারে অন্যান্য পণ্যের দামে বড় কোনো পরিবর্তন লক্ষ করা না গেলেও চাল, ডাল, ডিম, আলু ও সয়াবিনের মতো নিত্যপণ্যের দাম মোটামুটি স্থির হয়ে আছে উচ্চমূল্যেই। আজ শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ১৮০-১৯০ টাকা। সোনালি মুরগির দাম ছিল প্রতি কেজি ৩১০-৩২০ টাকা। আজ বাজারে এই মুরগি বিক্রি হয়েছে ৩২০-৩৩০ টাকায়। মুরগি বিক্রেতা রফিক বলেন, ‘বৃষ্টিবাদল হলে কাঁচামালের দাম একটু বাড়ে। মুরগি আসছে কম, তাতে দাম একটু বেড়েছে। দুই-এক দিন গেলে বোঝা যাবে দাম আরও বাড়বে কি না।’ সূত্র: ইত্তেফাক।
ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি, সরকারকে আল্টিমেটাম দেয়া হতে পারে
ঢাকায় সমাবেশের ডাক বিএনপির – মানবজমিনের শিরোনাম। পত্রিকাটি বলছে সরকার পতনের একদফা দাবিতে ঢাকায় জনসমাবেশসহ ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে ৬ দিনের কর্মসূচি শুরু হবে ৭ই অক্টোবর থেকে। সেদিন ঢাকায় শিক্ষক সমাবেশ করবে বিএনপি। ৯ই অক্টোবর হবে ঢাকাসহ সারা দেশে জেলা এবং মহানগরে সমাবেশ ও মিছিল।১২ই অক্টোবর সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে ছাত্র কনভেনশন। ১৪ই অক্টোবর ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে অনশন। ১৬ই অক্টোবর সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ই অক্টোবর সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে ঢাকায় জনসমাবেশ। সূত্র: বিবিসি বাংলা ।
কানাডাতেই সমাহিত হবেন কবি আসাদ চৌধুরী
কবির জামাতা নাদিম ইকবাল জানিয়েছেন, পরিবারের সদস্যরা চেয়েছেন কানাডাতেই যেন দাফন করা হয়।কানাডায় প্রয়াত কবি আসাদ চৌধুরী সেখানেই সমাহিত হচ্ছেন।শুক্রবার টরন্টোর নাগেট মসজিদে আসাদ চৌধুরীর জানাজা হবে। পরে কবির মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মসজিদের ভেতরে আধা ঘণ্টা রাখা হবে।তারপর পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হবে। কবির জামাতা নাদিম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার পরিবারের সদস্যরা কেউ দেশে থাকেন না। এজন্য পরিবারের সবাই চেয়েছেন কানাডাতেই যেন দাফন করা হয়।”
প্রায় তিন সপ্তাহ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার কানাডার অশোয়া শহরের লেক রিজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগে করেন খ্যাতিমান কবি আসাদ চৌধুরী। সূত্র: বিডি নিউজ