আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
১৫ দুর্বল ব্যাংকের আরও অবনতি
কোনো ব্যাংকের আর্থিক পরিস্থিতির অবনতি হলে বা অবনতির আশঙ্কা থাকলে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোতে পর্যবেক্ষকের পরিবর্তে সমন্বয়ক নিয়োগ দেওয়া শুরু হয় গত বছরের জুলাইয়ে, বর্তমান গভর্নরের যোগদানের পর থেকে।
পর্যবেক্ষক ও সমন্বয়ক হিসেবে নিয়োগ পাওয়া কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এসব ব্যাংকের পরিচালনা পর্ষদের বিভিন্ন সভায় যোগদানের পাশাপাশি সার্বক্ষণিক তদারকি করে আসছেন। এরপরও গত এক বছরে বিশেষ তদারকিতে থাকা বেশির ভাগ ব্যাংকের আর্থিক পরিস্থিতির অবনতি ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের একাধিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে।দেশের এক–চতুর্থাংশ বা ১৫টি ব্যাংক এখন এমন বিশেষ তদারকির আওতায় রয়েছে। এই তদারকির কাজে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের বাড়তি ভাতাও দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, তদারকির আওতায় থাকা একাধিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের চাহিদামতো তারল্য জমা রাখছে না, বন্ধ হয়নি এদের ঋণের অনিয়মও। সূত্র: প্রথম আলো


তিন পণ্যে নির্ধারিত দর অকার্যকর
বাজারে তিন সপ্তাহেও তিন নিত্যপণ্য দেশি পেঁয়াজ, আলু ও ডিমের সরকার নির্ধারিত দর কার্যকর হয়নি। বরং পেঁয়াজ ও ডিমের দাম বেড়েছে। মূল্য নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর পরও ওই তিন পণ্য নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। আলুর দাম না বাড়লেও সেই বাড়তি দামে স্থির হয়ে আছে।গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে।রাজধানীর বাজারে বেশির ভাগ সবজির দাম বেড়েছে। পেঁয়াজ, ডিম, মুরগি ও সবজির নতুন করে দাম বাড়ায় আরো বেকায়দায় ভোক্তারা। সূত্র: কালের কণ্ঠ
ফের হরতাল অবরোধে বিএনপি
তফসিলের আগে দিতে পারে ঢাকায় কঠোর টানা কর্মসূচি
এক দফা দাবি আদায়ে রাজধানীকে কেন্দ্র করে চূড়ান্ত পরিকল্পনা নিচ্ছে বিএনপি। দেশব্যাপী সমাবেশ ও রোডমার্চ কর্মসূচি শেষে রাজধানী ঢাকা মহানগরীকে এবার আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় দলটি। এ জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ঘেরাও, গণ অবস্থান, হরতাল, অবরোধ এমনকি ‘অসহযোগ’-এর মতো কঠিন কর্মসূচি ঘোষণার কথাও চিন্তাভাবনায় রয়েছে। ঢাকা মহানগরী (উত্তর ও দক্ষিণ) বিএনপিসহ আশপাশ জেলাগুলোর সর্বস্তরের নেতা-কর্মীকে সর্বাত্মক প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আগে কঠোর কোনো কর্মসূচিতে যাবে না বিএনপি ও মিত্ররা। দলের একাধিক সূত্রে জানা গেছে, ঢাকার কর্মসূচি সফল করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলা বিএনপির সব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজও প্রায় শেষ। ১৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় জনসভা থেকে ‘এক দফা দাবি’ মেনে নিতে সরকারকে আলটিমেটাম বেঁধে দেওয়ার কথা রয়েছে। নির্ধারিত ওই সময়ের মধ্যে দাবি না মানলে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শেষ ধাপের কঠোর কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। সূত্র: বিডি প্রতিদিন।
নিরাপত্তা বাড়ানোর দাবি ইসি কর্মকর্তাদের
মাঠ অফিসে হামলার শঙ্কা
নির্বাচন অংশগ্রহণমূলক না হলে ২০১৪ সালের পুনরাবৃত্তি হতে পারে * সুষ্ঠু নির্বাচন সরকারের সহায়তার ওপর নির্ভর করবে-সিইসি * নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক না হলে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কার্যালয়ে হামলা হতে পারে এমন আশঙ্কা করেছেন এ প্রতিষ্ঠানের কয়েক কর্মকর্তা।২০১৪ সালের জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে তারা বলেন, ওই সময়ে ১৪০টি কার্যালয়ে হামলা হয়। বগুড়ায় নির্বাচন কার্যালয়ে পেট্রোলবোমা মারা হয়। এবারও ওই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করে তারা মাঠ কার্যালয়গুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। নির্বাচন কর্মকর্তা ও তাদের কার্যালয়ের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনেরও কথা বলেন।যদিও আনসার মোতায়েনের প্রস্তাব নাকচ করে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারকে চিঠি দিতে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি।নির্বাচন কমিশন সচিবালয়ও সরকারের সশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে বলে কর্মকর্তাদের জানিয়েছে। এদিনের সভায় রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি। প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র: যুগান্তর
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক ভঙ্গুরতা বেড়েছে
দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি আরো খারাপ হয়েছে। চলতি বছরের জুন শেষে এ ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ২৫ শতাংশই খেলাপির খাতায় উঠেছে। গত ডিসেম্বর শেষেও এ ব্যাংকগুলোর খেলাপির হার ২০ শতাশের নিচে ছিল। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর মূলধন কাঠামো আরো ভঙ্গুর হয়েছে। বেড়েছে ব্যাংকগুলোর সঞ্চিতি (প্রভিশন) ঘাটতির পরিমাণও। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সম্পদের বিপরীতে আয় (আরওএ) এবং ইকুইটির বিপরীতে আয়ও (আরওই) নেতিবাচক (ঋণাত্মক) ধারায় চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে সরকার মালিকানাধীন ব্যাংকগুলোর দীনতার এ চিত্র উঠে এসেছে।
সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)—এ ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে এ ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭৪ হাজার ৪৫৪ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। এর মধ্যে এক জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪২ কোটি টাকা। ব্যাংকটির বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ৬৪ শতাংশই এখন খেলাপি। অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণও ১৬ হাজার ৪৯৫ কোটি টাকা ছাড়িয়েছে। এ ব্যাংকটির খেলাপি ঋণের হার ২৩ দশমিক ৫১ শতাংশ। সোনালী ব্যাংকের ১২ হাজার ৩৮২ কোটি টাকার ঋণ খেলাপি হয়ে গেছে। সরকারি খাতের সর্ববৃহৎ এ ব্যাংকটিতে খেলাপি ঋণের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ। সূত্র: বণিক বার্তা।
শিগগিরই কমছে না মূল্যস্ফীতি
কেন্দ্রীয় ব্যাংক দ্রব্যমূল্য কমাতে টাকার জোগান কমাতে চায়। এ জন্য ঘন ঘন ঋণের সুদের হার বৃদ্ধির নীতি গ্রহণ করেছে। তবে বাংলাদেশ ব্যাংকের গতানুগতিক ধারণার সঙ্গে একমত হতে পারছেন না অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও ব্যাংকাররা। তাঁদের যুক্তি হলো, বর্তমান সুদের পদ্ধতিতে ছয় মাসের ট্রেজারি বন্ড বিলের গড় হিসাবে স্মার্ট সুদহার নির্ধারণ করা হয়। এ জন্য সুদের হার বাড়লেও শিগগির মূল্যস্ফীতি কমবে না; কারণ, এর প্রভাব পড়তে কমপক্ষে ছয় মাস সময় লাগবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংকগুলোর জন্য অর্থ ধার নেওয়ার নীতি সুদহার ৭ দশমিক ২৫ শতাংশ করেছে। সম্প্রতি নীতি সুদহার ৭৫ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে, যা এক দশকে সর্বোচ্চ। ঋণ নেওয়ার খরচ বাড়িয়ে বাজারে অর্থ সরবরাহ কমানোর মাধ্যমে মূল্যস্ফীতি হ্রাস করার লক্ষ্যেই সুদহার বাড়ানো হয়েছে। সব মিলে তিন মাসের মধ্যে দ্বিতীয়বার আর গত বছরের মে মাসের পর থেকে ষষ্ঠবারের মতো বাড়ানো হলো নীতি সুদহার। সূত্র: আজকের পত্রিকা।
‘নির্বাচনে মাঠ অফিসে হামলার শঙ্কা, নিরাপত্তা বাড়ানোর দাবি ইসির’
নির্বাচনে হামলার ঝুঁকি নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, ‘মাঠ অফিসে হামলার শঙ্কা, নিরাপত্তা বাড়ানোর দাবি ইসি কর্মকর্তাদের’। প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচন কমিশনের (ইসি) কয়েকজন কর্মকর্তা আশঙ্কা করছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক না হলে ইসির মাঠ কার্যালয়ে হামলা হতে পারে। ওই কর্মকর্তারা ২০১৪ সালের জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে বলেছেন, ওই সময়ে ১৪০টি কার্যালয়ে হামলা হয়। বগুড়ায় নির্বাচন কার্যালয়ে পেট্রোল বোমা মারা হয়। এবারও ওই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করে তারা মাঠ কার্যালয়গুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।নির্বাচন কর্মকর্তা ও তাদের কার্যালয়ের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনেরও কথা বলা হচ্ছে। যদিও আনসার মোতায়েনের প্রস্তাব নাকচ করে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারকে চিঠি দিতে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি। সূত্র: বিবিসি বাংলা।
বন্যায় নদীর দুই পাড়ে ডাকাত আতঙ্ক
রাতে নৌ-পুলিশকে সজাগ থাকার নির্দেশ
রাত্রিকালীন জলযানের টহল বৃদ্ধি
রাজধানীর উপকণ্ঠসহ সারা দেশের নদীপাড়ের বাসিন্দারা ডাকাত আতঙ্কে রাত কাটাচ্ছেন। সম্প্রতি বন্যার কারণে ছোট নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে দুই পাড় প্লাবিত করেছে। এর সঙ্গে প্রধান নদীগুলোর দুই পাড়ের কোনো কোনো স্থানের গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। নদীতে নৌকা বা ট্রলারযোগে সংঘবদ্ধ ডাকাত দল রাতে জেলে সেজে ঘোরাঘুরি করছে। সুযোগ বুঝে নদীপথ দিয়ে গ্রামে ঢুকে ডাকাতি করে তারা পালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে চিন্তিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এ কারণে পুলিশের নৌ-পুলিশের সদর দপ্তর থেকে নৌ-পুলিশের ১১টি অঞ্চলের সব কর্মকর্তাকে সজাগ থাকার তাগিদ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ব্যাপারে নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজি শফিকুল ইসলাম বলেন, বর্ষাকাল বা বন্যাকালীন সময়ে নৌ-পুলিশের অতিরিক্ত টহল থাকে। নদীর দুই পাড়ে যেসব গ্রাম নদীর পানিতে প্লাবিত হয়ে যায়, ঐসব এলাকায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় নৌ-পুলিশের অতিরিক্ত টহল থাকে। এর পাশাপাশি বড় নদী ও ছোট নদীর মোহনায় আমাদের টহল জলযান মোতায়েন করা থাকে। সংশ্লিষ্ট জেলা পুলিশের থানায় যদি কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলেই নৌ-পুলিশ জেলা পুলিশকে সহায়তা করতে এগিয়ে যায়। সূত্র: ইত্তেফাক
খাগড়াছড়িতে জুমে ফলন কম, ‘খোরাকি’র দুঃশ্চিন্তায় চাষিরা
এমনিতেই পাহাড়ে সনাতন পদ্ধতিতে জুম চাষের ওপর নির্ভরশীল পরিবারের সংখ্যা কমছে; তার মধ্যে এ বছর ফসল বিপর্যয়ের কারণে বিপাকে পড়েছেন খাগড়াছড়ির বিভিন্ন নৃ-গোষ্ঠীর জুম চাষিরা। তারা সারাবছরের ‘খোরাকি’ নিয়ে দুঃশ্চিন্তার মধ্যে আছেন। জলবায়ুর পরিবর্তন, মাটির উর্বরতা হ্রাস, একই জমিতে পুনঃপুন চাষ এবং ফসলের উন্নত জাত ব্যবহার না করাকে এই বিপর্যয়ের জন্য দায়ী করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জুমিয়ারা। সবশেষ আদমশুমারি অনুযায়ী, ২০০ বছরের পুরনো জুম চাষ পদ্ধতির ওপর খাগড়াছড়ি জেলার নৃগোষ্ঠীর প্রায় পাঁচ হাজার পরিবার নির্ভরশীল। জুমের ফসল দিয়েই তারা দৈনিন্দিন জীবন-যাপনের ব্যয় বহন করে থাকেন। যদিও এ জেলায় চাকমা, মারমা, ত্রিপুরাসহ প্রায় ৩ লাখ ২০ হাজার নৃগোষ্ঠীর মানুষের জনগোষ্ঠীর বসবাস রয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রায় ১ হাজার ৫৯ হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। এটি গত মৌসুমের তুলনায় প্রায় ৭০০ হেক্টর কম এবং তার আগের বছরের অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের তুলনায় প্রায় ৯০০ হেক্টর কম। সূত্র: বিডি নিউজ
ভোটের পরিবেশ তৈরিতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ সিইসির
ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- এমন পরিস্থিতি তৈরিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সুদৃঢ় সমন্বয়ে নির্বাচন কমিশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সিইসি বলেন, আমাদেরকে সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে। সরকারের পুলিশ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের সমন্বয় কীভাবে সুদৃঢ় করা যায়। তা নিয়ে আপনাদের কাজ করতে হবে। সূত্র: সমকাল