আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

বনমন্ত্রীর এলাকায় সংরক্ষিত বন কেটে হবে সাফারি পার্ক, ‘আত্মঘাতী’ প্রকল্প বলছেন পরিবেশবিদেরা
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় লাঠিটিলা সংরক্ষিত বনে ওই সাফারি পার্ক নির্মাণ করতে চায় বন অধিদপ্তর।

সংরক্ষিত বনে স্থাপনা নির্মাণ তো দূরে থাক, প্রবেশ করতেও বন বিভাগের অনুমতি লাগে। কিন্তু মৌলভীবাজারের জুড়ীর সংরক্ষিত বন লাঠিটিলায় এক হাজার কোটি টাকার বেশি ব্যয়ে সাফারি পার্ক নির্মাণ করতে চায় বন বিভাগ। পরিবেশ সংরক্ষণ আইন ভেঙে পাহাড় ও গাছ কেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের নিজের নির্বাচনী এলাকায় (মৌলভীবাজার-১: বড়লেখা-জুড়ী) ৫ হাজার ৬৩১ একর জায়গাজুড়ে এই সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। হেলিপ্যাড নির্মাণের কথাও বলা হয়েছে প্রকল্প প্রস্তাবে। এরই মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের খরচ বাবদ ৩৮২ কোটি টাকা চেয়েছে বন বিভাগ। অবশ্য আইন না মানা, বাড়তি ব্যয়সহ নানা অসংগতির বিষয় উল্লেখ করে গত ৩ সেপ্টেম্বর প্রকল্পটি অনুমোদন না করে ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন। কমিশনের আপত্তির জবাব দিয়ে ১ অক্টোবর পুনরায় প্রকল্প প্রস্তাবটি বন বিভাগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় তা চূড়ান্ত করে পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠাবে। গতকাল মঙ্গলবার পর্যন্ত পাঠানো হয়নি। সূত্র: প্রথম আলো

প্রতি তিন দিনে এক মৃত্যু

রাজধানী ঢাকার সবচেয়ে বড় উড়াল সড়ক মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গত ১০ বছরে দুর্ঘটনায় এক হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ৪৯৯ জন মারা গেছে। এটি মোট মৃত্যুর ৪৪ শতাংশ।গতকাল মঙ্গলবার সেভ দ্য রোড নামের একটি সংগঠনের প্রকাশিত প্রতিবেদনে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ১০ বছরের এই দুর্ঘটনার চিত্র ফুটে ওঠে। সাড়ে ১১ কিলোমিটারের এই উড়াল সড়কে প্রতি তিন দিনে একজন করে মানুষ মারা যাচ্ছে। গত এক দশকে সব ধরনের যানবাহন মিলিয়ে আট হাজার ৩৩টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ছয় হাজার ৩১২ জন আহত হয়েছে।দুর্ঘটনার এমন পরিসংখ্যান বলে দিচ্ছে সড়কটি কতটা ঝুঁকিপূর্ণ।বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইওভারে সক্ষমতার চেয়ে গাড়ির চাপ বেশি। সড়কের যানজট থেকে মুক্ত হয়ে চালকরা বেসামাল গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। সূত্র: কালের কণ্ঠ

যাত্রী তোলা নিয়ে রেষারেষি, প্রাণ গেল ৫ গার্মেন্ট কর্মীর

ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায় দুই বাসের সংঘর্ষে পাঁচ গার্মেন্টকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। বুধবার সকাল ৮টায় পোশাক কারখানার শ্রমিকদের বহন করা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তারা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক। সূত্র: সমকাল

Nagad

দেশে আসেনি ১৫ কোটি ডিমের একটিও
ডিমের মূল্য বেঁধে দেওয়ার পাশাপাশি তিন দফায় মোট ১৫ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। ডিমের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এই দুই পদক্ষেপ তিন সপ্তাহ আগে নেওয়া হলেও অদ্যাবধি তা বাস্তবায়ন হয়নি। এদিকে দুদিনের ব্যবধানে প্রতি ডজন ডিমে ১৫ টাকা বাড়িয়ে ফের ১৬৫ টাকায় বিক্রি করছে। বিদ্যমান পরিস্থিতিতে অসাধু বিক্রেতারা অতিরিক্ত মুনাফা করে ভোক্তার পকেট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু সরকারের তদারকি সংস্থা একরকম নির্বিকার।কয়েক মাস ধরে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ডিমের মূল্য নিয়ে কারসাজি করছে। সম্প্রতি সেই চক্র অতি মুনাফা করতে প্রতি পিস ডিমের দাম সর্বোচ্চ ১৫-১৬ টাকায় নিয়ে ঠেকায়। ফলে মূল্য নিয়ন্ত্রণে ১৪ সেপ্টেম্বর প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বাজারে সরকার নির্ধারিত দাম মানা হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে বাণিজ্য মন্ত্রণালয় গত ১৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো চারটি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়। দ্বিতীয় দফায় ২১ সেপ্টেম্বর ৬টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। সূত্র: যুগান্তর

তিন দিন তিন বিভাগে থাকবে বৃষ্টি, শনিবার বিদায় নেবে ‘বর্ষাকাল’
নভেম্বরের মাঝামাঝি জেঁকে বসবে শীত

জলবায়ু পরিবর্তনের কারণে দেশে ঋতু পরিবর্তনের চালচিত্র বদলে গেছে। অতীতে আষাঢ়-শ্রাবন ছিল ভরা বর্ষার মৌসুম। কবিতা-সাহিত্যের ছত্রে ছত্রে আর মুখর বর্ণনা উৎকীর্ণ আছে। সেই দিন গেছে বদলে। এখন শরতকালেও থাকছে দেশজুড়ে তুমুল বৃষ্টির ঘনঘটা। শিউলিঝরা আশ্বিনের শেষভাগে এ বছর এত বৃষ্টি অভাবনীয়। বর্ষাবাহী যে মৌসুমী বায়ু তার আগমন-বিদায়ও খামখেয়ালীপনার আবর্তে পড়েছে। এ বছর শরতে এসে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।আবহাওয়া অধিদফতরের হিসাবে, অক্টোবরের এই শুরুতে, মৌসুমি বায়ুর বিদায়লগ্নে রাজধানীসহ দেশের প্রায় সব এলাকায় প্রবল বৃষ্টি হতে দেখা গেছে। টানা বর্ষণে রাজশাহী নগরীর পরিণত হয়েছিল ছোটখাটো নদীতে। ময়মনসিংহ-কিশোরগঞ্জে অর্ধশতাব্দীর মধ্যে বৃষ্টির সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। এই অক্টোবরেই ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলীতে ৪৭৬ মিলিমিটার এবং ময়মনসিংহে ৩৮১ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে। তবে মৌসুমী বায়ু সরতে শুরু করেছে। সূত্র: ইত্তেফাক

রাজধানীর শীর্ষ সন্ত্রাসীরা অদৃশ্য থেকে অপরাধে সক্রিয়

রাজধানীর তেজগাঁওয়ে সম্প্রতি এক শীর্ষ সন্ত্রাসীর প্রতিপক্ষ সন্ত্রাসী তারেক সাঈদ মামুনকে হত্যার উদ্দেশ্যে ছোড়া গুলিতে নিহত হয়েছেন আইনজীবী ভুবন চন্দ্র শীল। কর্মস্থল থেকে ভাড়ার মোটরসাইকেলে মেসে ফেরার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। পুলিশ বলছে, কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের নির্দেশে ওই হামলা হয়। এর আগে শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বিদেশে পলাতক দুই শীর্ষ সন্ত্রাসী জিসান আহম্মেদ মন্টি ও জাফর আহমেদ মানিক ওরফে ফ্রিডম মানিক। শীর্ষ সন্ত্রাসীরা দৃশ্যপটে না থাকলেও একের পর এক ঘটনা ঘটাচ্ছেন। গত তিন বছরে তাঁদের নির্দেশে বা পরিকল্পনায় পাঁচটি হত্যাকাণ্ড ঘটেছে। চলছে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। কারও কারও অপরাধ সাম্রাজ্য দেখভাল করছে স্বজনেরা, কারও বিশ্বস্ত অনুসারীরা। আবার কারও কারও নাম ভাঙিয়েও চলছে চাঁদাবাজি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সূত্রে এসব জানা গেছে। সূত্র: আজকের পত্রিকা।

আংশিক ডিজিটাইজেশনেও ঝুঁকি

তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ^জুড়েই সাইবার নিরাপত্তা বা তথ্যের সুরক্ষা একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে বড় বিপদে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে গত কয়েক বছরে একাধিক সাইবার হামলা ও তথ্য চুরির পাশাপাশি কয়েক দফায় বিপুল পরিমাণ অর্থ লোপাট ঘটনার পর সেই উদ্বেগ আরও বেড়েছে।বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সাইবার নিরাপত্তায় নানা গলদ থাকার কথা জানা গেছে। এর মধ্যে অন্যতম আংশিক ডিজিটাইজেশন, নকল বা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার। তারা বলছেন, ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিষয়টি এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে দেশের প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হলেও সুরক্ষার দিকে মনোযোগ এখনো কম। সুরক্ষাব্যবস্থার ঘাটতির পাশাপাশি রয়েছে সচেতনতার অভাব। কখনো কখনো উদাসীনতাও দেখা যায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে। সরকারের উদ্যোগও যথেষ্ট নয়। বাইরে থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটসহ অনলাইন ডেটাবেজে অনধিকার প্রবেশকে সাইবার হামলা বলা হয়। এটি এক ধরনের সাইবার অপরাধ। এতে ব্যক্তিগত তথ্য চুরি, প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি, তথ্য বিকৃতি কিংবা স্পর্শকাতর তথ্য হাতছাড়া হয়ে যেতে পারে।কিছুদিন আগে সরকারি ওয়েবসাইট থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের জন্মনিবন্ধনসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের তদন্ত প্রতিবেদনে ওই ঘটনার পেছনে প্রযুক্তিগত দুর্বলতার বিষয়টি উঠে আসে। আইসিটি বিভাগের অধীন সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সংস্থা ‘বিজিডি ই-গভ সার্ট’ বিভিন্ন সময়ে সরকারি ও গুরুত্বপূর্ণ অন্যান্য প্রতিষ্ঠানে একাধিকবার সতর্কতা জারি করেছে। সূত্র: দেশ রুপান্তর

‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’

আদিলুর-এলানের জামিন শুনানি প্রসঙ্গে নয়া দিগন্তের প্রধান শিরোনাম, “দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন”। প্রতিবেদনে বলা হচ্ছে, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে জামিন আবেদনের শুনানিকালে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেছেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। আদালতকে উদ্ধৃত করে নয়াদিগন্ত পত্রিকা বলছে, মঙ্গলবার বিচারপতি মো: এমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শুনানির শুরুতে আদিলুর-এলানের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতের সামনে দাঁড়ান। এসময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: রেজাউল করিম দাঁড়িয়ে বলেন, আমাদেরও বক্তব্য আছে।তখন আদালত বলেন, ‘আসামিদের আইনজীবীদের আগে বলতে দিন। আপনি এখন লাফ দিয়ে উঠছেন কেন? দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ সূত্র: বিবিসি বাংলা।

ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমার ভরসা দেশের মানুষ
পদ্মা সেতুতে রেল সংযোগ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অনেক চক্রান্ত হচ্ছে। কিন্তু আমার একমাত্র ভরসা বাংলাদেশের মানুষ। দেশের মানুষ পাশে থাকলে অসাধ্য সাধন করা যায়, সেটাই আমরা করেছি। আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি। আজ সেখানে রেল সেতু চালু করে দিলাম। গতকাল মঙ্গলবার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশনে অনুষ্ঠান শেষে ফরিদপুরের ভাঙ্গায় বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, মুন্সীগঞ্জসহ দূরদূরান্ত থেকে আসে মানুষ। ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই ছিল না। জনসভায় নামে মানুষের ঢল। প্রত্যন্ত অঞ্চল থেকে ট্রলার, নৌকা, বাস, ট্রাক, পিকআপ ভ্যান ও হেঁটে মানুষ সমাবেশে যোগ দেন। মানুষ মাথায় নৌকা নিয়ে বুকে ফেস্টুন জড়িয়ে, ঢাকঢোল, রংবেরঙের গেঞ্জি-টুপি পরে সমাবেশে যোগ দেন। স্থান সংকুলান না হওয়ায় সমাবেশস্থলের বাইরে অবস্থান নেন অসংখ্য মানুষ। সূত্র: কালবেলা।

মধ্যরাতে উত্তরায় বহুতল ভবনে আগুন, ভোরে নিয়ন্ত্রণ

রাজধানীর উত্তরা সাত নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে মধ্যরাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের চেষ্টায় ভোরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুইজন কর্মী। মঙ্গলবার রাত দেড়টা দিকে ‘সাঈদ গ্র্যান্ড সেন্টারে’ আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল হক দোলন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাঈদ গ্র্যান্ড সেন্টারের সপ্তম, অষ্টম ও নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র: বিডি নিউজ