গাজা সীমান্তে ইসরায়েলের ট্যাংক বহর, ‘হিজবুল্লাহর সাথে যুদ্ধ নয়’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

ফিলিস্তিনের গাজা উপত্যকার সীমান্তে শত শত ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শিগগিরই এ হামলা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট কোনো সময় জানায়নি ইসরায়েলের সেনাবাহিনী।

এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধের আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেছেন, উত্তরাঞ্চলীয় ফ্রন্টে যুদ্ধে জড়োনোর কোনও আগ্রহ নেই ইসরায়েলের। হিজবুল্লাহ যদি সংযত থাকে, তাহলে সীমান্তের পরিস্থিতি আগের মতোই রাখবে ইসরায়েল।

রোববার (১৫ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই মন্তব্য করেছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত সপ্তাহে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তজুড়ে হিজবুল্লাহ বিক্ষিপ্তভাবে গোলাবর্ষণ করে আসছে। এর ফলে গাজার পাশাপাশি লেবাননের সাথে ইসরায়েলের নতুন সংঘাত তৈরি হওয়ার উদ্বেগ দেখা দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় হামলার পরবর্তী ধাপ শুরু হতে যাচ্ছে।

এর আগে, ১৩ অক্টোবর সকালে ২৪ ঘণ্টার মধ্যে গাজা শহর থেকে সব বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তবে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে যেতে অস্বীকৃতি জানান।এ বিষয়ে হামাস জানায়, তারা শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবে। হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক ব্যুরোর প্রধান বাসেম নাইম বলেন, আমাদের কাছে দুটি বিকল্প আছে। হয় এই দখলদারিত্বকে পরাস্ত করব, নতুবা বাড়িতেই প্রাণ দেব। আমরা গাজা ছেড়ে কোথাও যাচ্ছি না।

এদিকে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী যোগ দিলে তা বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইরান। আজ রোববার (১৫ অক্টোবর) সকালের দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এই হামলায় এক ইসরায়েলি নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। তবে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

Nagad

রয়টার্স বলছে, রোববার বিকেলের দিকেও উত্তর ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠেছে। হিজবুল্লাহর ছোড়া গোলা থেকে বাঁচতে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সাথে লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলি ভূখণ্ডের ৪ কিলোমিটার এলাকায় ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। এই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, উত্তরাঞ্চলে নতুন যুদ্ধে আমাদের কোনও আগ্রহ নেই। আমরা এই পরিস্থিতির বিস্তার চাই না। সূত্র: আলজাজিরা, বিবিসি।