আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
গাজা দখল করা হবে ইসরায়েলের জন্য ‘বড় ভুল’: বাইডেন
ফিলিস্তিনের গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ শিরোনামের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ সতর্কতার কথা বলেন। সাক্ষাৎকারটি গতকাল রোববার প্রচারিত হয়।সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গাজা দখলে ইসরায়েলি কোনো পদক্ষেপ তিনি সমর্থন করবেন কি না।হামাস যেভাবে গোপনে সেনাবাহিনীর আদলে যোদ্ধা দল গড়ে তোলে-জবাবে বাইডেন বলেন, গাজা দখল করাটা হবে ইসরায়েলের জন্য একটি বড় ভুল।গাজায় পুরোদস্তুর স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা সমুদ্রপথে হামলার প্রস্তুতিও নিচ্ছে। এ ছাড়া আকাশপথে যুদ্ধবিমান থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করলেন। তবে বাইডেন বলেন, তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী যে ইসরায়েল যুদ্ধের নিয়ম মেনে কাজ করতে যাচ্ছে। সূত্র: প্রথম আলো


হামাস ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না: আব্বাস
গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাসের কর্মকাণ্ড ও নীতি ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি এমন সময় এই মন্তব্য করলেন, যখন ইসরাইলি বাহিনী গাজায় নির্বিচার মানুষ হত্যা করছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপে এমন মন্তব্য করেছেন মাহমুদ আব্বাস। সাম্প্রতিক সময়ে হামাস ও ইসরাইলের সংঘাত নিয়ে কথা বলতে গিয়েই তিনি এমন মন্তব্য করেন। গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তার পর থেকেই গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে।ওয়াফার প্রতিবেদন বলছে, মাহমুদ আব্বাস উভয়পক্ষের বেসামরিক নাগরিক, বন্দি এবং আটকদের মুক্তির আহ্বান জানিয়েছেন। সঙ্গত, ২০০৫ সাল থেকেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আব্বাস। তিনি রাজনৈতিক দল ফাতাহ’র নেতৃত্ব দিচ্ছেন। মূলত হামাস ও ফাতাহ পার্টির মধ্যে তিক্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সূত্র: যুগান্তর
সংলাপের সুপারিশ মার্কিনিদের
♦ যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের পাঁচ সুপারিশ ♦ আগামী নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের ‘লিটমাস পরীক্ষা’
বাংলাদেশে প্রায় এক সপ্তাহ কাটিয়ে যুক্তরাষ্ট্র ফিরে মার্কিন প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল সংলাপ আয়োজনের সুপারিশ করেছে। বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অর্থবহ সংলাপসহ পাঁচ দফা সুপারিশ করেছে মার্কিন ওই প্রতিনিধি দল। গতকাল ওয়াশিংটন থেকে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ একটি সন্ধিক্ষণে রয়েছে এবং আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক রাজনৈতিক প্রক্রিয়ার জন্য একটি লিটমাস টেস্ট’। সংলাপ ছাড়া মার্কিন প্রতিনিধি দলের অন্য চার সুপারিশ হলো- রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা, বাক-স্বাধীনতার সুরক্ষা ও ভিন্নমতকে সম্মান করা হয় এমন পরিবেশ তৈরি করা, স্বাধীনভাবে নির্বাচন পরিচালনাসহ এমন পরিবেশ তৈরি করা, যাতে সব দল একটি অর্থবহ নির্বাচনি প্রতিযোগিতায় শামিল হতে পারে এবং নাগরিকদের মধ্যে সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতিকে উৎসাহিত করা। বলা হয়েছে, এসব সুপারিশ একটি রোডম্যাপ তৈরি করবে, যা গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য একটি বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্জনে সহায়তা করতে পারে।জানা যায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি মূল্যায়ন করতে ৭ অক্টোবর ঢাকায় এসেছিল মার্কিন প্রতিনিধি দলটি। ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সমন্বয়ে গঠিত মার্কিন প্রতিনিধি দলটি ঢাকায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য, নির্বাচন কমিশন, আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, কূটনীতিকসহ সমাজের বিভিন্ন অংশের সঙ্গে বৈঠক করেন। সূত্র: বিডি প্রতিদিন ।
ডলারের দর দ্রুত বাজারভিত্তিক চায় আইএমএফ
ডলারের দর দ্রুত বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় দর নির্ধারণ না করে বাজার চাহিদার ভিত্তিতে ডলার বেচাকেনার প্রয়োজন অনুভব করছে সংস্থাটি। এটা করলে বৈদেশিক মুদ্রার বিদ্যমান চাপ কমবে। গতকাল রোববার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে বৈঠকে এ অভিমত জানিয়েছে সংস্থাটি। ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আরএফ হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনসহ বেশ কয়েকজন এমডি উপস্থিত ছিলেন। আইএমএফ প্রতিনিধি দল ডলার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াও দেশের সুদহার ব্যবস্থা, তারল্য ব্যবস্থাপনা এবং খেলাপি ঋণ বিষয়ে আলোচনা করেছে। আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ দিতে বিভিন্ন শর্ত পরিপালনের বিষয়টি যাচাইয়ের জন্য সংস্থার একটি প্রতিনিধি দল বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছে। জানা গেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রির বিষয়টি জানতে চায় আইএমএফ। জবাবে এবিবি নেতারা জানান, রিজার্ভ কমলেও বিদ্যুৎ-জ্বালানি খাতের আমদানির জন্য নিরুপায় হয়ে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচনের পর কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজার ব্যবস্থাপনায় আরও সংস্কার আনবে বলে তারা শুনেছেন। তখন হয়তো রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হবে না। আবার ডলারের দরও পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে। আইএমএফের প্রতিনিধি দল বলেছে, ডলারের দর দ্রুত বাজারভিত্তিক হলে রেমিট্যান্স বাড়বে। আবার রপ্তানি আয়ও দ্রুত ফেরত আসবে। সূত্র: সমকাল
একুয়েডরের নতুন প্রেসিডেন্ট ৩৫ বছর বয়সী ড্যানিয়েল নোবোয়া
একুয়েডরের প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন ৩৫ বছর বয়সী ড্যানিয়েল নোবোয়া। লাতিন আমেরিকার দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতা ও নিরাপত্তাহীনতার মধ্যে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার নির্বাচন। এতে জয়ী হলেন মধ্য-ডানপন্থী এ তরুণ নেতা। খবর সিএনএন।ড্যানিয়েল একুয়েডরের প্রতিষ্ঠিত কলা ব্যবসায়ী ইভারো নোবোয়ার সন্তান। এক সময় পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও ২০২১ সালে আইনপ্রণেতা নির্বাচিত হওয়ার পর পুরো সময় রাজনীতির জন্য বরাদ্দ করেন তিনি। গতকাল রোববার (১৫ অক্টোবর) দ্বিতীয় দফার ভোটে প্রায় এক কোটি ভোটার অংশ নেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন (সিএনই)।নির্বাচনে ড্যানিয়েল ৫২ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেন। তার পক্ষের রায় দিয়েছে ৪৮ লাখ ২৯ হাজার ১৩০ ভোটার।অন্যদিকে প্রতিদ্বন্দী বামপন্থী নেতা লুইস গনজালেস পেয়েছেন ৪৭ দশমিক ৭ শতাংশ ভোট, ভোটার সংখ্যা ছিল ৪৪ লাখ ৪ হাজার ১৪। সূত্র: বণিক বার্তা ।
গাজার হাসপাতালগুলোতে শুধুই হাহাকার আর আর্তনাদ
গাজায় দখলদার ইসরায়েল বাহিনীর একের পর এক হামলায় ইতোমধ্যে নিহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৮ হাজারের বেশি লোক, যার মধ্যে অধিকাংশই শিশু ও নারী। এমন ভয়াবহ মানবিক সংকটে গাজাবাসী কোথায় যাবে তারও দিশা মিলছে না। ইসরায়েলের অব্যাহত হামলায় এমন অবস্থায় গাজার হাসপাতালগুলোতে বেড়েই চলেছে হাহাকার এবং ব্যথার আর্তনাদ। হাসপাতালের মেঝেতে পড়ে থাকা হাজার হাজার আহত ফিলিস্তিনিকে নিয়ে চিকিৎসকরা দিশাহারা।অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলার নবম দিন চলছে আজ। চোখেমুখে উদ্বেগ নিয়ে হাসপাতালের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন ওয়ালা আলাবাসি। তিনি সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে জানান, তারা ২১ বছর বয়সী ভাই সালেমের অবস্থা এখন কী তা জানেন না। ভাইয়ের খবর নিতে অপেক্ষা করছেন। সূত্র: ইত্তেফাক
যা খুশি তা-ই করছে ইসরায়েলি বাহিনী
জেরুজালেমের ওল্ড সিটির প্রবেশদ্বারে ইসরায়েলি বাহিনীর হাতে হয়রানির শিকার হওয়াটা মোটামুটি ‘অভ্যাসে পরিণত’ হয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে। বছরের পর বছর এ দৃশ্য দেখা যেত সেখানে। কিন্তু গত সপ্তাহে ইসরায়েলে হামাসের হামলার পর দৃশ্যপটের অনেকটা পরিবর্তন ঘটেছে।ওল্ড সিটিতে বসবাসকারী ফিলিস্তিনি বাসিন্দারা আল জাজিরাকে জানান, এখন প্রবেশপথটিতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন তাঁরা। ব্যক্তিগত ফোন তল্লাশির পাশাপাশি শক্তি প্রয়োগও করে থাকে ইসরায়েলি বাহিনী। জিজ্ঞাসাবাদের নামে অশ্লীল কথাবার্তা ও অপমান করার প্রবণতা আগের তুলনায় বহুগুণে বেড়েছে। সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন ফিলিস্তিনের তরুণেরা। কারণ হিসেবে তাঁরা জানান, ফিলিস্তিনি তরুণদের অধিকাংশই বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকে। এগুলোতে ইসরায়েলবিরোধী প্রচুর তথ্য থাকে। ফলে পুরুষদের ওপর শারীরিকভাবে নির্যাতন করার প্রবণতা বেড়ে গেছে।হামজা আফগানি (২৭) নামের ফিলিস্তিনি এক ট্যুর গাইড জানান, সম্প্রতি তিনিও শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। তাঁর পরিবারের নারী সদস্যদের উদ্দেশ করে অশ্লীল ও অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন ইসরায়েলি সেনারা। এর প্রতিবাদ করায় শারীরিকভাবে হেনস্তা করা হয় হামজাকে। তিনি বলেন, আগে কথা বলার সুযোগ ছিল। কিন্তু এখন তাঁরা (ইসরায়েলি বাহিনী) আপনাকে আক্রমণকারী তকমা দিতে পারে। ইসরায়েলি সেনারা জানে, ‘আমাদের (ফিলিস্তিনিদের) মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম। ফলে তাঁরা আমাদের নারীদের নিয়ে মন্দ কথা বা অভিশাপ দিয়ে পুরুষদের উসকে দিতে চান। এতে কেউ উত্তেজিত হলে তাঁকে গেট থেকে পুশব্যাক করাটা সহজ হয়।’ সূত্র: আজকের পত্রিকা
বিশ্বকাপ ক্রিকেটেও যেভাবে ছায়া ফেলছে ইসরায়েল-গাজা যুদ্ধ
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ তখন সবে শুরু হতে চলেছে। গত ৭ অক্টোবর ধরমশালায় যখন বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সে সময়ই গাজা থেকে হামাস অতর্কিত হামলা চালায় ইসরায়েলি ভূখণ্ডে – যে আক্রমণের অভিঘাতে মধ্যপ্রাচ্য এখন এক বিধ্বংসী যুদ্ধের দ্বারপ্রান্তে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এবং বর্তমান বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের জন্য ইসরায়েল-গাজা যুদ্ধের এর চেয়ে খারাপ ‘টাইমিং’ বোধহয় আর হতে পারত না।
অলিম্পিক বা বিশ্বকাপের মতো মেগা স্পোর্টিং ইভেন্ট যখন চলে, তখন আইওসি, ফিফা বা আইসিসি-র মতো সংগঠনগুলো কখনোই চায় না বড় কোনও যুদ্ধবিগ্রহে বা প্রাকৃতিক বিপর্যয়ে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ খেলাধুলো থেকে সরে যাক। সূত্র: বিবিসি বাংলা।
উত্তেজনা ছড়াবে পুরো অঞ্চলে, ইসরায়েলকে সতর্ক করল ইরান
ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানো ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের খোঁজে গাজা ভূখণ্ডে স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরান ইসরায়েলকে সতর্ক করে বলেছে, তারা (ইসরায়েল) ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে ব্যর্থ হলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের অন্য পক্ষগুলো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রোববার ইরানের আধা-স্বায়ত্তশাসিত সংবাদ সংস্থা ফার্স এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে।“যদি ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হয় তাহলে এই অঞ্চলের সব পক্ষের হাতই ট্রিগারে আছে,” ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহহিয়ান এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ফারস।ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সীমান্ত শহরগুলোতে নজিরবিহীন হামলা চালানো ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের খোঁজে গাজা ভূখণ্ডে স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই অভিযানকে সামনে রেখে রোববার ‘হামাসকে ধ্বংস’ করার প্রত্যয় জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলে হামাসের আক্রমণের সঙ্গে তেহরান জড়িত ছিল না বলে জানিয়েছেন। কিন্তু এ ঘটনাকে তিনি ইসরায়েলের ‘অপূরণীয়’ সামরিক ও গোয়েন্দা পরাজয় বলে অভিহিত করেছেন। সূত্র: বিডি নিউজ
হামাস ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, হামাসের কর্মকাণ্ড ও নীতি ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপে এমন মন্তব্য করেছেন মাহমুদ আব্বাস।সাম্প্রতিক সময়ে হামাস এবং ইসরায়েলের সংঘাত নিয়ে কথা বলতে গিয়েই তিনি এমন মন্তব্য করেন। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপর থেকেই গত কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, উভয় পক্ষের বেসামরিক নাগরিক, বন্দী এবং আটকদের মুক্তির আহ্বান জানিয়েছেন মাহমুদ আব্বাস। তিনি ২০০৫ সাল থেকেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি রাজনৈতিক দল ফাতাহ’র নেতৃত্ব দিচ্ছেন। মূলত হামাস এবং ফাতাহ পার্টির মধ্যে তিক্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সূত্র: জাগো নিউজ