বানারীপাড়ায় জিয়াউল হক মিন্টুর পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ও সফল চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং দুস্থ জনসাধারণের মাঝে বস্ত্র বিতরণ করেন।

আজ মঙ্গলবার ( ২৪ অক্টোবর) বিকেলে শতাধিক মটোরসাইকেল বহর কর্মী নিয়ে বিভিন্ন পূজামন্ডপসহ উপজেলার সদর ইউনিয়নের নরের কাঠি পূজামন্ডব পরিদর্শন ও পূজামন্ডব কমিটি সহ এলাকার জনসাধারনের সাথে মতবিনিময় করেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি,৫নং সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বানারীপাড়া ব্লাড ডোনার ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক জিয়াউল হক মিন্টু।

নিজ উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপভোগ ও আনন্দ ভাগাভাগি করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে পূজামন্ডপ পরিদর্শন সময়ে সেখানে উপস্থিত ছিলেন ৯ নং ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, সাবেক মেম্বর দীপঙ্কর, এ সময় তার সফর সঙ্গী ছিলেন বৃহত্তম বরিশাল অটো রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মিয়া আমিন আহম্মেদ, তারেক হাওলাদার, যুগ্ন সাধারন সম্পাদক জুলহাস, সাংগঠনিক মহসিন রেজা, ইউপি সদস্য জাহাঙ্গির সরদার, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, মনির হোসেন, রাজু, বাকপুর ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মিলন, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হোসেন, বানারীপাড়া ব্লাড ডোনার ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক মনির হোসেন প্রমুখ। এ সময় তিনি আগত নানা পেশাজীবী মানুষদের সাথ শুভেচ্ছা বিনিময় করেন।

উপস্থিত জনতাদের সাথে আলাপকালে জিয়াউল হক মিন্টু বলেন, এ দেশ সব ধর্মের মানুষ স্বাধীন করেছেন। মহান মুক্তিযুদ্ধে সবাই এক সাথে যুদ্ধ করে স্বাধীন এ ভূখণ্ড অর্জন করেছে। এ বাংলাদেশ আমাদের মাতৃভূমি। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে তাঁতে বাধা নেই। জনগণের আস্থা বিশ্বাস দেশ উন্নয়নের রূপকার জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার সু-নিশ্চিত করেছেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।