দক্ষিণ গেটে প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দলে দলে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। এখন সমাবেশ শুরুর অপেক্ষা করছেন নেতাকর্মীরা।

আজ (শনিবার (২৮ অক্টোবর)) সকালের দিকে দায়িত্বশীলদর সাথে কথা বলে জানা যায়, এখন সময়ের অপেক্ষা। আমরা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু করবো। তার আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হবে।

মূল মঞ্চের সামনে ত্রিপল বিছিয়ে করা হয়েছে নারী কর্মীদের বসার জায়গা। আওয়ামী লীগের তিন নারী সংগঠন যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ এবং মহিলা শ্রমিক লীগের কর্মীরা বসবেন মঞ্চের সামনে। এরপর ছাত্রলীগের নারী নেত্রী, ছাত্রলীগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী ইউনিটগুলোর জন্যও বসার ব্যবস্থা রাখা হচ্ছে৷ এরপর থাকবেন পুরুষ নেতাকর্মীরা।

সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর থেকেই একের পর এক মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন।

এদিকে আজ সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ করার জন্য রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চটি তৈরি করা হয়েছে। তার আশপাশে লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম।

Nagad

এদিকে এই সমাবেশে নিজেদের শক্তির জানান দিতে চায় টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। এজন্য ‘শান্তি সমাবেশ’ ঘিরে নেতাকর্মীদের উল্লেখ্যযোগ্য উপস্থিতির প্রত্যাশা করছেন নেতারা। শুক্রবার পল্টন থানায় জমা দেওয়া এক চিঠিতে আওয়ামী লীগ জানিয়েছে, শনিবারের সমাবেশে তাদের নেতাকর্মীদের উপস্থিতি থাকছে দুই লাখ।