নেদারল্যান্ডসের বিপক্ষে লজ্জার হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

লজ্জার হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করল লাল-সবুজের দল। ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই পথ হারায় বাংলাদেশ। বরাবরের মতো ব্যর্থ হয়েছে টপ অর্ডার। সেই ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছেন মিডল অর্ডার ব্যাটাররাও। ফলাফল — বড় হার। নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের হারে সেমির স্বপ্ন কাগজে-কলমে টিকে থাকলেও বাস্তবে শেষই বলা যায়!

শনিবার (২৮ অক্টোবর) কলকাতায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান এসেছে এডওয়ার্ডসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ, শরিফুল ও তাসকিন। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ২ বলে ১৪২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস : ৫০ ওভারে ২২৯/১০ (বিক্রাম সিং ৩, ম্যাক্স ও’ডাউড ০, ওয়েসলি ৪১, কোলিন ১৫, স্কট ৬৮, ডে লেডে ১৭, সাইব্র্যান্ড ৩৫, সারিজ ৬, ডট ৯, লোগান, পল ভ্যান ০;মুস্তাফিজ ১০-১-৩৬-২, সাকিব ১০-১-৩৭-১, মিরাজ ৪-০-১৭-০, শরিফুল ১০-০-৫১-২, তাসকিন ৯-১-৪৩-২, শেখ মেহেদি ৭-০-৪০-২)।

বাংলাদেশ : ৪২.২ ওভারে ১৪২/১০ (লিটন ৩, তামিম ১৫, মিরাজ্জ ৩৫, শান্ত ৯, সাকিব ৫, মুশফিক ১, মাহমুদউল্লাহ ২০, মেহেদি ১৭, তাসকিন, মুস্তাফিজ ২০, শরিফুল, ডট ১০-৩-২৬-১, লোগান ৯-১-৩০-১, কোলিন ৭-১-২৫-১, পল ৭.২-০-২৩-৪, ডি লেডে ৭-০-২৫-২, সারিজ ২-০-১৩-০)।

ফল : ৮৭ রানে জয়ী নেদারল্যান্ডস।

Nagad