সকালে সাভারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

ঢাকার সাভারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দাঁড়িয়ে থাকা রিমি পরিবহনে এই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতী মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দীপক চন্দ্র সাহা বলেন, ‘আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া রিমি পরিবহণের বাসটি ঢাকা-গাইবান্ধা রুটে চলাচল করত।’

এদিকে, সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘বাসের চালক ও তার সহযোগী মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনগত রাতে মধুমতি মডেল টাউনের এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস রেখে অন্যত্র ঘুমিয়ে ছিলেন। ভোর ৬টার দিকে ১০ থেকে ১৫ জন এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।’

নুরুল ইসলাম আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের অধিকাংশ পুড়ে যায়, তবে ইঞ্জিনের তেমন ক্ষতি হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, ১০-১২ জন দুর্বৃত্ত পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

Nagad