আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

আবারও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী শুক্রবার আবারও মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ইসরায়েল সফরের মধ্য দিয়ে তাঁর এ ভ্রমণ শুরু হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েল সরকারের সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ইসরায়েল সফরে যাচ্ছেন। এরপর তিনি অঞ্চলটির অন্য জায়গাগুলোও ভ্রমণ করবেন।’এর আগে ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলোও ব্লিঙ্কেনের সম্ভাব্য সফরের খবর প্রকাশ করেছিল।গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংহতি জানাতে ইসরায়েল সফর করেছিলেন ব্লিঙ্কেন। ওই সময় ইসরায়েল থেকে জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সফরে গিয়েছিলেন তিনি। এরপর আবার ইসরায়েলে যান। সূত্র: প্রথম আলো

গাজায় আবার যোগাযোগ বিচ্ছিন্ন : ফিলিস্তিন

ফিলিস্তিন টেলিকম কম্পানি ‘প্যালটেল’ এই তথ্য জানিয়েছে, ‘ফিলিস্তিনে সমস্ত যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।’ আন্তর্জাতিক রুটগুলোয় আবারও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নতুন করে এই বিপর্যয় ঘটেছে। এর আগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং পুনরায় সংযোগ করা হয়েছিল।মোবাইল ও ইন্টারনেট সংযোগ আংশিক পুনর্বহালের দুই দিনের মাথায় আবারও একই ঘটনা ঘটল এই উপত্যকায়। এর আগে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর সময় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অভিযানের আগে গাজায় যেন কোনোভাবেই ইন্টারনেট, মুঠোফোন নেটওয়ার্কের সংযোগ না থাকে, তা নিশ্চিত করেছিল ইসরায়েল। ফিলিস্তিনিরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারেনি। বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন ছিল। সূত্র: কালের কণ্ঠ

গাজায় হামলা করায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া

ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। খবর বিবিসির। মঙ্গলবার বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি বলেন, গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ইসরায়েল, যা গ্রহণযোগ্য নয়। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। সূত্র: সমকাল

Nagad

গাজার মানুষকে মিসরে হটিয়ে দেওয়ার ছক ইসরায়েলের

ফিলিস্তিন-ইসরায়েল সংকটের একটা কঠিন সময় চলছে। তিন সপ্তাহ ধরে ইসরায়েল গাজায় গোলাবর্ষণ করে যাচ্ছে। অল্প জায়গায় সর্বোচ্চ ঘনবসতি থাকা মানুষদের অন্য প্রান্তে চলে যেতে বলেছে, যদিও ফিলিস্তিনিদের মাথা গোঁজার ঠাঁই থাকা তো দূর মৌলিক অধিকারের সুযোগও নেই। গাজার এই সমস্যাকে পুঁজি করতে চায় ইসরায়েল। গাজা ও পশ্চিম তীর দুই দিকেই ফিলিস্তিনের মানুষ এখন অনেকটা বন্দীদশায় মানবেতর অবস্থায় রয়েছে। কিন্তু এই দুই অংশের সঙ্গে যেসব দেশের সীমান্ত মিসর ও জর্ডান তাদের কেউ এসব মানুষকে ঠাঁই দিতে রাজি না। কিন্তু গাজা ভূখ কে একেবারে জনশূন্য করে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েল। সেখানকার সাধারণ মানুষকে মিসরের সিনাইতে সরিয়ে দিতে হামলা তীব্রতর করছে। আর এমনই ছক কষছে ইসরায়েল। ফলে এক ধাক্কায় ভিটেছাড়া হবেন ২৩ লক্ষ ফিলিস্তিনের মানুষ। ১৯৪৮ সালের মতো ফের বিশাল মাপের বিপর্যয় নেমে আসবে আরবদের ওপর। ইসরায়েলের এই পরিকল্পনার কথা জানতে পেরেই তীব্র বিরোধিতা করেছে ফিলিস্তিন। সূত্র; বিডি প্রতিদিন

শরণার্থী শিবিরে হামলার কথা স্বীকার করল ইসরায়েল

গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত অর্ধশত নিহত ও আহত হয়েছেন শতাধিক।ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) তাদের যুদ্ধ বিমানগুলো গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় হামলা চালিয়েছে। খবর বিবিসির।আইডিএফের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই হামলায় একজন শীর্ষ হামাস কমান্ডার নিহত হয়েছেন। পাশাপাশি মাটির নিচে থাকা হামাসের একটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও একজন হাসপাতাল পরিচালক বলেন, ‌‘এ হামলায় অন্তত অর্ধশত জন নিহত হয়েছে। বিভিন্ন ছবিতে দেখা যায়, হামলা স্থলে বড় গর্ত তৈরি হয়েছে ও সেখানকার ভবন মাটির সঙ্গে মিশে গেছে।’মুখপাত্র ইয়াদ আল-বাজুম খান ইউনিসে এক হাসপাতালের বাইরে সাংবাদিকদের বলেন, ‘এসব ভবন শতাধিক বাসিন্দার আবাস্থল ছিল। দখলদারের বিমান বাহিনী মার্কিন তৈরি ছয়টি বোমা দিয়ে এ জেলা ধ্বংস করে দিয়েছে। এটি গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন।’ সূত্র; ইত্তেফাক

মোদিকে নিজ স্বার্থে প্রধানমন্ত্রী বানিয়েছেন আদানি: রাহুল গান্ধী

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, দেশ বর্তমানে একটি ‘গভীর যুদ্ধ’ প্রত্যক্ষ করছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা হলো, আদানির একাধিপত্যের নাগপাশে দেশকে বেঁধে ফেলা। এ সময় রাহুল বলেন, এই প্রক্রিয়াকে বাধা দেওয়া কোনো অংশেই স্বাধীনতার সংগ্রামের চেয়ে কম নয়।গতকাল মঙ্গলবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বিরোধীদলীয় নেতাদের আইফোনে সরকারের নজরদারি প্রচেষ্টার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে উল্লিখিত বিষয়ে কথা বলেন। রাহুল এ সময় অভিযোগ করেন, নরেন্দ্র মোদি আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির নিযুক্ত এবং তিনি (মোদি) আদানির জন্যই কাজ করেন। রাহুল গান্ধী বলেন, ‘একসময় ভাবতাম, ক্ষমতার ক্রমে একটা র‍্যাঙ্কিং রয়েছে—যেমনটা বলে গণমাধ্যমের লোকজন—যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি। প্রথমে জনাব মোদি, দ্বিতীয় অমিত শাহ। কিন্তু বাস্তবে এই র‍্যাঙ্কিং কিছুটা আলাদা। এক নম্বরে আসলে জনাব আদানি, দুই নম্বর মোদি এবং তিন নম্বরে অমিত শাহ। দেশবাসী শিগগিরই বুঝতে পারবে যে প্রধানমন্ত্রী জনাব আদানির নিয়োগ করা লোক এবং তিনি আদানির জন্যই কাজ করেন।’ সূত্র: আজকের পত্রিকা।

আহত গাজাবাসীর জন্য খুলতে পারে রাফাহ সীমান্ত

গত ৭ অক্টোবর থেকে শুরু হয়ে টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ। যুদ্ধের শুরু থেকেই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র ও ভয়াবহ বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত ২৪ দিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার ও বর্বর হামলায় প্রতিনিয়ত হতাহত হচ্ছে শত শত মানুষ। অঞ্চলটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫২৫ জনে। আর আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫৪৩ জনে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে অবরুদ্ধ গাজায় জ্বালানির অভাবে হাসপাতালগুলো বন্ধ হয়ে যাওয়ায় মানবিক সংকটে পড়েছেন আহত ফিলিস্তিনিরা। আর তাই গাজা ও মিসরের মধ্যবর্তী রাফাহ সীমান্তের দক্ষিণ দিক খুলে দেয়া হতে পারে যাতে করে গুরুতর আহত ফিলিস্তিনিরা মিসরে চিকিৎসার জন্য যেতে পারেন। রাফাহ সীমান্তের কয়েকটি সূত্রের বরাতে বার্তাসংস্থা বিবিসি বুধবার এ তথ্য জানিয়েছে। সূত্র: দেশ রুপান্তর

গাজার উত্তরাঞ্চলে প্রাণঘাতী বিমান হামলার কথা স্বীকার করলো ইসরায়েল

ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, তাদের যুদ্ধ বিমানগুলো মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় হামলা চালিয়েছে। আইডিএফ দাবি করেছে, এই হামলায় একজন শীর্ষ হামাস কমান্ডার নিহত হয়েছে। এছাড়াও হামাসের মাটির নিচে থাকা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং একজন হাসপাতাল পরিচালক বলেছেন, এ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বিভিন্ন ছবিতে দেখা যায়, হামলা স্থলে বড় গর্ত তৈরি হয়েছে এবং সেখানকার ভবন মাটির সাথে মিশে গেছে। গাজার দক্ষিণাঞ্চলের রাফা সীমান্ত আজ খোলার কথা রয়েছে। এর ফলে গুরুতর আহত ফিলিস্তিনিদের মিশরে চিকিৎসা সুযোগ পাওয়ার ব্যবস্থা হবে। সূত্র: বিবিসি বাংলা।

গাজার জন্য হামাসের বিকল্পের খোঁজে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে গাজার ক্ষমতা থেকে সরানো হলে ফিলিস্তিনি ছিটমহলটির ভবিষ্যতের ‘বিভিন্ন ধরনের সম্ভাব্য বিন্যাস’ কেমন হতে পারে তা যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো খোঁজ করে দেখছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার মার্কিন সিনেটের আপ্রোপ্রিয়েশন্স কমিটির শুনানিতে ব্লিনকেন বলেন, ফিলিস্তিনি ঘনবসতিপূর্ণ ছিটমহলটির দায়িত্বে হামাসের থাকা আর চলবে না, কিন্তু ইসরায়েলও গাজা পরিচালনার দায়িত্ব নিতে চায় না। এই দুই অবস্থানের মধ্যবর্তী ‘বিভিন্ন সম্ভাব্য বিন্যাসগুলো’ তারা এখন খুব নিবিড়ভাবে খুঁজে দেখছেন বলে ব্লিনকেন জানিয়েছেন। তিনি বলেন, “এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে কার্যকর ও পুনরুজ্জীবিত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা শাসনের দায়িত্ব দেওয়া, কিন্তু এটি করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। যদি সেটি না পারা যায় তাহলে অন্যান্য অস্থায়ী ব্যবস্থা আছে, যেমন এই ক্ষেত্রে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশকে যুক্ত করা। আন্তর্জাতিক সংস্থাগুলোকেও নিয়োগ দেওয়া যারা নিরাপত্তা ও শাসন, উভয়ক্ষেত্রে সহায়তা করবে।” সূত্র্র: বিডি নিউজ

ইসরায়েলের ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের উত্তর ও দক্ষিণ সীমান্তে উত্তেজনা বেড়েই চলছে। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের ড্রোনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে তাদের ড্রোনকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলে লোহিত সাগরের তীরবর্তী এলাকায় একটি বেনামি ড্রোন শণাক্ত করা হয়েছে। তবে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে ইসরায়েল।আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন ইসরায়েলের ড্রোনকে লক্ষ্য করে ভূপৃষ্ঠ থেকে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এটিকে তারা ভূপাতিত করেছে। ইসরায়েলের সাথে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীদের কয়েক সপ্তাহ ধরে হামলা-পাল্টা হামলা চলছে। সূত্র: কালবেলা