তফসিলের আগে বৃহস্পতিবার বৈঠকে বসছে আওয়ামী লীগ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বিভিন্ন দিকসহ দলীয় নানান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে কার্যনির্বাহী কমিটির বৈঠকে বসছে আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানা গেছে-নির্বাচনের তফসিল ঘোষণার আগে ক্ষমতাসীন দলের এ বৈঠকে নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন, তফসিল পরবর্তি দলীয় কর্মসূচি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কর্মপন্থা নির্ধারণের মতো বিষয় আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন নেতারা।


আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের চোরাগোপ্ত হামলা, গণতন্ত্র ও সংবিধানিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে রাজনীতি, তাদেরকে রুখে দেওয়া এবং মোকাবিলা করা। একইসঙ্গে তৃণমূল মানুষের অর্থনীতির সংকট বাড়ানোর যে অপরাজনীতি, সেই অবস্থায় কী কৌশল, কী পদ্ধতিতে দেশের মানুষকে রক্ষা করা যাবে, সেই বিষয়ে আলোচনা হবে। দেশের গণতন্ত্র ও আগামী নির্বাচন সব মিলিয়ে ৯ তারিখের মিটিং খুব গুরুত্বপূর্ণ। সেদিন নির্বাচনের মূল কমিটি হবে ও উপকমিটি হবে। এগুলো বৈঠকের এজেন্ডার ভেতরেই আছে।’
সংবিধানের নিয়ম অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করতে হবে নির্বাচন কমিশনকে। সেই ক্ষণ গণনা শুরু হয়ে গেছে গত ১ নভেম্বর। নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে (দলীয় সরকারের অধীনে) ও নির্ধারিত সময়ের মধ্যে (মেয়াদ শেষের আগের ৯০ দিনে) এ নির্বাচনের আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ।