আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টারের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী। কার্টার সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে রোসালিনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, মৃত্যুর আগে পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।জিমি কার্টারের বয়স ৯৯ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউস ছাড়ার পর সবচেয়ে দীর্ঘজীবী সাবেক প্রেসিডেন্ট তিনি। ক্যানসারে আক্রান্ত জিমি গত ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যসেবাকেন্দ্রে আছেন। গত শুক্রবার স্বামীকে দেখতে সেখানে যান রোসালিন। রোসালিন ডিমেনশিয়া রোগে (স্মৃতিভ্রংশ) ভুগছিলেন। গত মে মাসে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যেই গত জুলাইয়ের ৭৭তম বিবাহবার্ষিকী উদ্যাপন করেছেন জিমি-রোসালিন।১৯২৭ সালের ১৮ আগস্ট রোসালিনের জন্ম। তাঁর পুরো নাম এলেইনর রোসালিন স্মিথ। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টারকে বিয়ে করে রোসালিন কার্টার নাম নেন তিনি। তাঁদের সংসারে ৪ সন্তান, ১১ নাতি-নাতনি এবং ১৪ জন প্রপৌত্র ও প্রপৌত্রী রয়েছে। ২০১৫ সালে তাঁদের এক নাতির মৃত্যু হয়েছে। সূত্র: প্রথম আলো
‘রুয়ান্ডা পরিকল্পনা’ এগিয়ে নিচ্ছে ডেনমার্ক
ডেনমার্কে শরণার্থীদের জন্য প্রচলিত ব্যবস্থাটি আর কাজে আসছে না। সরকার তাই নতুন সমাধানের পথ খুঁজছে, কারে দিববাদ বেক, অভিবাসনবিষয়ক মন্ত্রী, ডেনমার্ক
ডেনমার্কের সরকার সে দেশে আসা শরণার্থীসহ আশ্রয়প্রার্থীদের সে দেশে না রেখে আফ্রিকার রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত ব্রিটিশ সরকারের একই ধরনের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে রায় দিয়েছেন। ডেনমার্কের অভিবাসনবিষয়ক মন্ত্রী কারে দিববাদ বেক নিজ দেশের বার্তা সংস্থা রিতজাউকে রুয়ান্ডার পরিকল্পনা নিয়ে কাজ অব্যাহত রাখার আগ্রহের কথা জানান। বার্তা সংস্থা রিতজাউকে ডেনমার্কের অভিবাসনবিষয়ক মন্ত্রী কারে দিববাদ বেক বলেন, ‘ডেনমার্কে শরণার্থীদের জন্য প্রচলিত ব্যবস্থাটি আর কাজে আসছে না, যা অত্যন্ত অমানবিক। সরকার তাই নতুন সমাধানের পথ খুঁজছে। সৌভাগ্যবশত, ইউরোপের অনেক দেশ একই পথে হাঁটছে। অতিসম্প্রতি ইতালি ও জার্মানিকে এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিতেও দেখা গেছে।’ ডেনমার্ক সরকার বেশ কিছুদিন আগেই অভিবাসনপ্রার্থীদের বিষয়ে এই পদক্ষেপ নিলেও পরিকল্পনাটি মূলত রাজনৈতিক কারণে আটকে রয়েছে। সূত্র কালের কণ্ঠ
সেনা ফিরিয়ে নিন
ভারতকে মালদ্বীপের প্রেসিডেন্ট
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু শপথ নেওয়ার পরই তাঁর অফিস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল তাঁর সরকার ভারতকে দেশ থেকে তাদের সামরিক উপস্থিতি প্রত্যাহার করতে। এ জন্য প্রেসিডেন্ট মুইজ্জু ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে দেখা করেন এবং সেনা উপস্থিতি সরানোর অনুরোধ করেন। মুইজ্জুর নির্বাচনী প্রচারে ভারত ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি ইন্ডিয়া আউট ক্যাম্পেইনও শুরু করেছিলেন। মুইজ্জু বলেছিলেন, তাঁর সরকার মালদ্বীপের সার্বভৌমত্বের সঙ্গে আপস করে কোনো দেশের কাছাকাছি যাবে না। গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মুইজ্জু। গত শুক্রবার তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। মুইজ্জু চীনঘেঁষা হিসেবে পরিচিত। তিনি নির্বাচনে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহকে পরাজিত করেন। সলিহ ভারতপন্থি হিসেবে পরিচিত। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ‘যখন আমাদের সুরক্ষার বিষয়টি আসে, তখন আমি একটা লাল দাগ কেটে দিতে চাই। অন্যান্য দেশের ক্ষেত্রেও যে লাল সীমানা থাকবে, সেটার সম্মান করবে মালদ্বীপ।’ বর্তমানে মালদ্বীপে ৭০ জনের মতো ভারতীয় সেনা আছে। তারা নজরদারি এয়ারক্রাফট এবং রাডারের সুরক্ষা প্রদান করে সূত্র: বিডি প্রতিদিন।
নেপোলিয়ন বোনাপার্টের টুপি নিলামে
ফরাসি সম্রাট ও সেনানায়ক নেপোলিয়ান বোনাপার্টের ব্যবহৃত একটি টুপি নিলামে উঠছে। স্থানীয় সময় রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। সাড়ে ৭ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত দামে টুপিটি বিক্রি হতে পারে বলে ধারণা করছে নিলামকারী প্রতিষ্ঠান। ইতিহাসবিদেরা বলছেন, এই টুপি ছিল নেপোলিয়ানের ‘ট্রেডমার্ক’ পোশাক। যুদ্ধের ময়দান হোক কিংবা হোক সেনা বা জনসমাবেশ-এই টুপি পরা দেখলেই চেনা যেত ব্যক্তিটি নেপোলিয়ান। তার এমন প্রায় ১২০টি টুপি ছিল। এর মধ্যে এখন রয়েছে মাত্র ২০টি, প্রায় সবই ব্যক্তিগত সংগ্রহে।নেপোলিয়ানের টুপি ও অন্যান্য স্মৃতিচিহ্ন নিলামে তুলেছে ফরাসি নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাত। প্রতিষ্ঠানটির প্রধান জ্যঁ-পিয়েরে ওসেনাত বলেন, যারা নেপোলিয়ানের স্মৃতিচিহ্ন সংগ্রহ করেন, তাদের কাছে এই টুপি পাওয়ার জন্য মুখিয়ে আছেন। সূত্র: সমকাল
বিমান হামলায় একদিনে নিহত ৪৭
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহরে একাধিকবার বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে নারী ও শিশুসহ অন্তত ৪৭ জন নিহত হয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিন ভোরের দিকে খান ইউনুসের একটি ব্যস্ত আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে ইসরাইলি বিমানবাহিনী। এতে ঘটনাস্থলেই ২৬ জন নিহত হন। আহত হন অন্তত আরও দুই ডজন মানুষ। প্রথম হামলার কিছু সময় পর খান ইউনুস থেকে কয়েক কিলোমিটার দূরের শহর দেইর রাল বালাহে বোমাবর্ষণ শুরু করে বিমানবাহিনী। এ সময় নিহত হন ছয়জন ফিলিস্তিনি। এরপর বিকালের শেষ দিকে আবারও খান ইউনুসে হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় খান ইউনুসের উত্তরাঞ্চলীয় একটি বাড়িতে ১৫ জন নিহত হন।
আল-শিফা হাসপাতালকে ‘ডেথ জোন’ বলল ডব্লিউএইচও : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল-শিফাকে ‘ডেথ জোন’ বা ‘মৃত্যু অঞ্চল’ বলে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। হাসপাতালটিতে এখনো যারা অবস্থান করছে, তাদের সরিয়ে নিতেও অনুরোধ করেছে সংস্থাটি। রোববার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা। গত শনিবার মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ডব্লিউএইচওর নেতৃত্বে একটি দল হাসপাতালটি পরিদর্শন করে। এর আগেই আল-শিফা থেকে অধিকাংশ রোগী ও আশ্রয়প্রার্থীকে সরিয়ে নেওয়া হয়। সূত্র: যুগান্তর
বিক্ষোভের মুখে স্পেনের নতুন সরকার
স্পেনে নতুন সরকার গঠনের পর গত শনিবার রাজধানী মাদ্রিদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ‘বিচ্ছিন্নতাবাদীদের’ ক্ষমা ঘোষণার আইনের বিরুদ্ধে এই বিক্ষোভে জমায়েত হয় এক লাখ ৭০ হাজারের মতো মানুষ। দেশটির সমাজতন্ত্রী নেতা পেদ্রো সানচেজ আরেক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে প্রয়োজনীয় সমর্থনের বিনিময়ে বিচ্ছিন্নতাবাদীদের ক্ষমা করার আইন তৈরি হয় যার আওতায় কাতালানপ স্বাধীনতাকামীরাও আইনি ঝামেলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন। এ নিয়ে কয়েক মাস ধরে ব্যাপক বিতর্ক চলছে। পেদ্রো সানচেজের দল রক্ষণশীলদের কাছে হেরে গিয়ে সর্বশেষ সাধারণ নির্বাচনে দ্বিতীয় অবস্থান লাভ করে। তবে তিনি সরকার গঠনের প্রচেষ্টা জারি রাখেন। এক পর্যায়ে বাস্ক ও কাতালান স্বাধীনতাপন্থিদের কাছ থেকে সমর্থন নিয়ে সরকার গঠন করতে সমর্থ হন তিনি।‘সানচেজ একজন বিশ্বাসঘাতক’, ‘স্পেনকে ভাঙতে দেব না’ এবং আরও নানা সেøাগান দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ক্ষমা ঘোষণার আইন আইনের শাসনের পরিপন্থী। সূত্র: দেশ রুপান্তর
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলেন হাভিয়ের মিলেই, নতুন রাজনৈতিক যুগ সূচনার ঘোষণা
আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী উদারবাদী রাজনীতিবিদ হাভিয়ের মিলেই। স্থানীয় সময় গতকাল রোববার তাঁকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিত হওয়ার পরপরই হাভিয়ের মিলেই আর্জেন্টিনায় নতুন রাজনৈতিক যুগের সূচনা করার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হাভিয়ের মিলেই তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ও পেরনিস্ট অর্থনীতিতে বিশ্বাসী সাবেক অর্থমন্ত্রী সের্হিও মাসাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। নির্বাচনে কাস্ট হওয়া মোট ভোটের মধ্যে মাসা পেয়েছেন ৪৪ শতাংশ এবং হাভিয়ের মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট। মূলত নানা কারণেই আর্জেন্টিনার জনগণ সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফের্নান্দেজের শাসনের প্রতি বিরক্ত। মাসা ফের্নান্দেজ প্রশাসনেরই অর্থমন্ত্রী। আর তার প্রভাবই পড়েছে নির্বাচনে। সূত্র: আজকের পত্রিক।
লোহিত সাগরে জাহাজ ছিনতাই, ইরানকে দুষছে ইসরায়েল
লোহিত সাগরে একটি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় তেহরানকে দায়ী করে গতকাল রোববার (১৯ নভেম্বর) তেল আবিব দাবি করেছে, ওই জাহাজে কোনো ইসরায়েলি নেই। খবর আনাদোলু।
ইসরায়েল সরকারের মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনের কাছে একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে হুথিবা। এর পরিণতি সারা বিশ্বের জন্য অত্যন্ত গুরুতর।
জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন নয় দাবি করে জানান, ভারতের দিকে যাওয়া ওই জাহাজে আন্তর্জাতিক বেসামরিক কর্মীরা কাজ করেছেন। তবে এতে কোনো ইসরায়েলি নেই।প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, একটি আন্তর্জাতিক জাহাজের বিরুদ্ধে ইরানের হামলার তীব্র নিন্দা করছে ইসরায়েল।আরো বলা হয়, ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন জাহাজটি পরিচালনা করে একটি জাপানি সংস্থা। এতে ইউক্রেনীয়, বুলগেরিয়ান, ফিলিপিনো ও মেক্সিকানসহ বিভিন্ন জাতীয়তার ২৫ জন ক্রু রয়েছেন। সূত্র: বণিক বার্তা
ডমিনিকান রিপাবলিকে ঝড়বৃষ্টিতে ২১ মৃত্যু
ক্যারিবীয় অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকে ঝড়ের প্রভাবে হওয়া প্রবল বৃষ্টির মধ্যে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
রোববার দেশটির কর্তৃপক্ষ জানায়, শনিবারের ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় ঘরবাড়ি ডুবে যায়, সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়, বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছে, ১৩ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় চলে গেছে।পুলিশ জানায়, শনিবার প্রবল বৃষ্টির মধ্যে একটি মহাসড়ক টানেলের দেয়াল ধসে কয়েকটি গাড়ির ওপর পড়ে নয়জনের মৃত্যু হয়। রাজধানী সান্তো ডমিঙ্গোর এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।সিওই জানিয়েছে, মোট ২১ জনের মৃত্যু হয়েছে আর তাদের মধ্যে তিন শিশু রয়েছে। সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তা দিয়ে দ্রুত বেগে বয়ে যাওয়া পানি বহু গাড়ি ভাসিয়ে নিচ্ছে। সূত্র: বিডি নিউজ
সাতদিনেও উদ্ধার করা যায়নি উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের
আবারও একটা রবিবার চলে এল, কিন্তু উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে আটকে পড়া শ্রমিকদের এখনও উদ্ধার করা সম্ভব হল না। হিন্দু ধর্মাবলম্বীদের আলোর উৎসব দীপাবলির দিন, ১২ই নভেম্বর ভোরে পাহাড়ি ধস নামার পর থেকে কর্মরত শ্রমিকরা সুড়ঙ্গের ভেতরে আটকে আছেন। এতদিন ৪০ জন শ্রমিকের কথা বলা হলেও শনিবার সেই সংখ্যা আসলে ৪১ বলে জানানো হচ্ছে।তাদের উদ্ধার করার তিনটি প্রচেষ্টা বিফল হয়েছে। নতুন বিকল্প নিয়ে চিন্তাভাবনা চলছে এখন।শ্রমিকরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা, তবে তাদের মনোবল ধীরে ধীরে ভেঙ্গে পড়ছে। সূত্র: বিবিসি বাংলা।