আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এড়াতে সতর্ক আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং যতটা সম্ভব বিতর্ক এড়ানো যায়, সে জন্য নির্বাচনের মাঠে বেশি প্রার্থীর উপস্থিতি রাখতে চায় আওয়ামী লীগ। এর অংশ হিসেবে কোনো আসনেই কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারেন তা নিশ্চিত করতে চেষ্টা করবে দলটি। আর সংসদ যাতে অংশগ্রহণমূলক হয় তা নিশ্চিত করতে বেশ কিছু আসনে নৌকা প্রতীকে প্রার্থী না রাখার কৌশল নিয়েও দলের ভেতরে আলোচনা হচ্ছে। নির্বাচনতবে এখন পর্যন্ত আসন ভাগাভাগির বিষয়ে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনায় বসেননি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও প্রধানমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় আছে। যদিও সদ্য নিবন্ধন পাওয়া দল তৃণমূল বিএনপির সঙ্গে গত রবিবার রাতে বৈঠক করেছেন তিনি। সূত্র: কালের কণ্ঠ

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

দেশে বিগত কয়েক দশকে ভয়াবহভাবে বেড়েছে বায়ুদূষণের মাত্রা। বুধবার (২২ নভেম্বর) বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের তালিকায় সকাল সকাল ৯টা ১৪ মিনিটে ঢাকার অবস্থান ছিল প্রথম। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (আইকিউএয়ার) এ সময় রাজধানীর স্কোর ওঠে ২৪৫। বাতাসের এ মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের দূষণ স্কোরও ২৪৫ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। এই শহরের দূষণমাত্রার স্কোর ২১৬ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে উল্লেখ করা হয়। সূত্র: বণিক বার্তা ্

শিশুর প্রাণরক্ষাকারী ওষুধ নিয়ে ভয়ংকর জোচ্চুরি

‘রোফাইল্যাক ৩০০’– অন্তঃসত্ত্বার গর্ভস্থ সন্তানের কিছু জটিলতার ক্ষেত্রে সুরক্ষায় ইনজেকশনটি পুশ করার পরামর্শ দেন চিকিৎসক। বিদেশি ইনজেকশনটি আমদানি করে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। তবে ওই প্রতিষ্ঠান ছাড়াও এটি বাজারে সরবরাহ করত একটি অসাধু চক্র। ওই চক্রে ৯ সদস্য। তারা ১০ বছর ধরে তৈরি করে আসছিল নকল ওষুধ। রোফাইল্যাক ছাড়াও রয়েছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, কোনাকিওন এমএম ও অ্যালবুমিন গ্রিফোলস। নকল ওষুধ এতটাই নিখুঁত, সাধারণের পক্ষে তা বোঝা বেশ কঠিন। সংশ্লিষ্টরা বলছেন, ভয়ংকর ব্যাপার হলো– এসব নকল ওষুধ রোগ নিরাময় তো করেই না, উল্টো জনস্বাস্থ্যের জন্য ভীষণ ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। সন্দেহ হওয়ায় তিন মাস আগে বাজার থেকে রোফাইল্যাকের কয়েকটি নমুনা সংগ্রহ করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আমদানিকারক ইন্টারন্যাশনাল এজেন্সি (বিডি) লিমিটেডের সহায়তায় মূল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের সিএসএল বেরিং-এর কাছে নমুনা পাঠানো হয়। ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষা ও বিশ্লেষণের পর তারা প্রতিবেদন পাঠায় বাংলাদেশে। তাতে উল্লেখ করা হয়েছে, তিনটি নমুনাই নকল। সেগুলোয় মূল ওষুধের কোনো উপাদানই নেই; বরং ক্ষতিকর অণুজীবে ভরা। ,সূত্র: সমকাল

Nagad

সময়টা এবার তরুণ ভোটারদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহের কেন্দ্রে রয়েছেন তরুণ ভোটাররা। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভোটের হিসাবনিকাশ। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের ফলাফলে মূল প্রভাব ফেলবেন তরুণ ভোটাররা। এ ছাড়া বর্তমান সরকারের তিন মেয়াদে হওয়া ভোটারের সংখ্যাও ৩ কোটি ৮৫ লাখের বেশি; যারা আগামী নির্বাচনে জয়পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন। ইসির হিসাবে, বর্তমানে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা হচ্ছে ৩ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ৭২৪। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের সময় দেশে ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। সেই হিসাবে সরকারের তিন মেয়াদে ভোটার বেড়েছে ৩ কোটি ৮৫ লাখের বেশি। এর মধ্যে এ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন তরুণ। বিশ্লেষকরা বলছেন, এবার ১৮ থেকে ৩৩ বছরের এসব ভোটারের সমর্থনেই ঠিক হবে ক্ষমতায় বসবে কোন দল। তাই তরুণ ভোটারের চিন্তার সঙ্গে তাল মিলিয়ে নতুন ভাবনা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সেভাবেই তৈরি হচ্ছে আসন্ন নির্বাচনের ইশতেহার। এ ছাড়া সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নেও এবার অগ্রাধিকার দেওয়া হবে তারুণ্যকে। একই সঙ্গে নির্বাচন কমিশনও তরুণ ভোটার ও প্রার্থীদের কথা চিন্তা করে ভোটে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। এ নির্বাচনে ভোটাররা ঘরে বসে নিজ ভোট কেন্দ্র মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। এ ছাড়া প্রার্থীরাও ঘরে বসে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। সূত্র: বিডি প্রতিদিন।

তিন মাসে ২৬ মামলায় ৪১১ জনের কারাদণ্ড
সাজার জালে বিএনপি
রায়ের পর্যায়ে আরও ৫০ মামলা, বিচারাধীন ৫০০ * মৃত ও ‘গুম’ হওয়া তিন নেতার সাজায় পরিবারের ক্ষোভ

বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন মামলার রায়ে রীতিমতো সাজার জালে আটকা পড়ছেন। পুলিশের ওপর হামলা, কর্তব্য কাজে বাধা, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে দলটির কেন্দ্রসহ তৃণমূল নেতাকর্মীদের সাজা দিয়েছেন আদালত। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা, একজন ভাইস চেয়ারম্যান, যুগ্মমহাসচিব একজন, সম্পাদক ও সহসম্পাদক চারজন, নির্বাহী কমিটির সদস্য তিনজন, যুব ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ শীর্ষ নেতা এবং জেলা পর্যায়ের কয়েকজন সিনিয়র নেতা। আদালত সূত্রে জানা যায়, তিন মাসে ২৬ মামলায় বিভিন্ন মেয়াদে ৪১১ জনের সাজা হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বরেই পৃথক ২০ মামলায় সাজা হয়েছে ২৭৪ নেতাকর্মীর। মামলার বিচার কার্যক্রম শেষ করার জন্য কখনো রাতেও চলে আদালতের কার্যক্রম। বিএনপির আইনজীবীরা জানান, বিচারকাজ এত দ্রুত চলছে যে, নির্বাচনের আগে আরও অন্তত ৫০টি মামলার রায় হতে পারে। এসব মামলায় আসামির তালিকায় দলটির ভাইস চেয়ারম্যান থেকে কর্মী পর্যন্ত প্রায় ১ হাজার নেতাকর্মীর নাম রয়েছে। এর পাশাপাশি ঢাকার আদালতে বিচারাধীন রয়েছে আরও প্রায় ৫০০ মামলা। সূত্র: যুগান্তর

রাজনৈতিক সহিংসতা
বেছে বেছে বিএনপি নেতা–কর্মীদের বাড়িতে হামলা
ঢাকায় গতকাল বিএনপির নেতা মির্জা আব্বাস এবং সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা লক্ষ্য করে ককটেল হামলা হয়েছে।

সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপির সক্রিয় নেতা-কর্মীদের বেছে বেছে তাঁদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে। নেতা-কর্মীদের না পেয়ে তাঁদের বাসায় ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে। হামলার এই প্রবণতা শুরু হয় গত অক্টোবরের মাঝামাঝি থেকে। ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর হামলার ঘটনা বাড়তে থাকে। গত পাঁচ সপ্তাহে নারায়ণগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রামের সীতাকুণ্ড, যশোর, লালমনিরহাট, সিলেট ও ঢাকায় বিএনপির অন্তত ৯৩ জন নেতা-কর্মীর বাড়িতে হামলা হয়েছে। বাড়ি বেছে বেছে হামলার পাশাপাশি গত দুই মাসে রাজশাহী, নাটোর ও নওগাঁয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা, কর্মী ও সমর্থকদের লক্ষ্যবস্তু বানিয়ে অন্তত ১৮টি গুপ্ত হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন একজন। সেই সব ঘটনায় কোনো রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। বাড়ি বাড়ি যারা হামলা করতে যাচ্ছে, তাদের মুখোশ পরা থাকে। কোনো ক্ষেত্রে হেলমেট পরে, কোনো ক্ষেত্রে মুখ আড়াল না করেই হামলা হচ্ছে। কোনো ক্ষেত্রে ককটেল ছুড়ে পালিয়ে যাচ্ছে হামলাকারীরা। যেমন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু মোহাম্মদ মাসুমের বাড়িতে তিন দফা হামলার ঘটনা ঘটেছে। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাছাকাছি। ১ নভেম্বর সকালে তাঁর বাড়িতে ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা’ ইটপাটকেল ছোড়েন। এতে আতঙ্কিত হয়ে পড়ে তাঁর পরিবার। সূত্র; প্রথম আলো

অর্থনীতির সংকটে নজর কম

মাস দেড়েক পর জাতীয় নির্বাচন। সরকারি দল আওয়ামী লীগ ব্যস্ত নির্বাচন নিয়ে, বিএনপিসহ অন্য বিরোধীরা আছে আন্দোলনে। একদিকে হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও; অন্যদিকে নির্বাচনী ডামাডোল। প্রার্থী মনোনয়ন, ধরপাকড়, হামলা-মামলা যখন ‘টক অব দ্য কান্ট্রি’, তখন নীতিনির্ধারকদের মনোযোগের বাইরে চলে যাচ্ছে অর্থনীতির সংকটগুলো। ডলার-সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে রিজার্ভে অশনি সংকেত জানান দিচ্ছে, কিন্তু রিজার্ভ বাড়াতে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। কমছে রপ্তানি প্রবৃদ্ধি, গতি ফিরছে না রেমিট্যান্সে, বাড়ছে হুন্ডির দৌরাত্ম্য। এসব ইস্যু অনেকটাই চাপা পড়ে যাচ্ছে রাজনীতির ডামাডোলে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সব অর্থনৈতিক ইস্যু একসঙ্গে সামাল দেওয়ার পরিস্থিতি নেই বলেই হয়তো রাজনীতিটা গুরুত্ব পাচ্ছে। আর অজুহাত তো আছেই। যেমন ধরুন ডলার নেই, এলসি খোলা যাচ্ছে না, বিনিময় হারের সংস্কার, নিত্যপণ্যের দামে মানুষ অতিষ্ঠ–এসব তো ভোটের জন্য রেখে দেওয়ার বিষয় নয়। চাইলেই করা যায়, কিন্তু করা হচ্ছে না। মনোযোগ নেই; কারণ, সুবিধা নেওয়ার বিষয় আছে।’ সূত্র; আজকের পত্রিকা ।

ফাঁস হয়ে যাচ্ছে পুলিশের ওয়াকিটকি বার্তা!

‘আলফা সেভেন স্যার। আমাদের টোলারবাগে ছাত্রলীগের একটা মিছিল বের হয়েছে। অপর প্রান্ত থেকে পুলিশের কর্মকর্তা বলছেন, বঙ্গবন্ধুর নৌকার পক্ষে হলে মিছিল করলে সমস্যা নেই। এ সময় আরেক প্রান্ত থেকে বলা হয়, সঠিক স্যার। ছাত্রলীগ নৌকার পক্ষেই। মিছিল হচ্ছে স্যার।’ সপ্তাহখানেক আগে জুলকারনাইন সায়ের নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে এ রকম একটি পোস্ট দিয়েছেন। সাধারণত পুলিশ ওয়াকিটকি ব্যবহার করে এ ধরনের বার্তা আদান-প্রদান করে থাকে। জুলকারনাইনের ওই স্ট্যাটাসে ১ হাজার ২০০ ব্যক্তি লাইক দিয়েছেন, ৪০ জন আজেবাজে কমেন্ট করেছেন এবং পোস্টটি ৯৬ জন শেয়ার করেছেন। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ফেসবুকে ভাইরাল হয় ওয়াকিটকিতে পুলিশের মধ্যে হওয়া আরেকটি কথোপকথন। ওই সময় পুলিশ কর্মকর্তারা সংঘর্ষের সর্বশেষ অবস্থা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করাসহ নানা বিষয়ে বার্তা আদান-প্রদান করছিলেন। সূত্র: দেশ রুপান্তর

রেললাইনে ভারী লোহার পাত, নারায়ণগঞ্জে বড় দুর্ঘটনা থেকে রক্ষা

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের লাইনে নাট বল্টু দিয়ে ভারী লোহার পাত যুক্ত করে রাখা ছিল৷ যা থেকে ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। তবে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে তা সরিয়ে ফেলায় শঙ্কামুক্ত হয়েছে রেলপথ। মঙ্গলবার রাত দেড়টার দিকে ফতুল্লা উপজেলার কোতালেরবাগ হক বাজার সংলগ্ন রেললাইন থেকে লোহার পাতটি সরানো হয় বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোখলেসুর রহমান৷ ষষ্ঠ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতের এই ঘটনায় পুলিশের ধারণা, নাশকতার পরিকল্পনা থেকে রেললাইনে এমন ভারী লোহার পাত আটকে রেখেছিল দুর্বৃত্তরা৷ যাতে ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। এসআই মোখলেসুর বলেন, “ভারী একটি লোহার পাত রেললাইনের উপর নাট বল্টু দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো৷ সূত্র: বিডি নিউজ

বিএনপি নেতা-কর্মীদের একের পর এক কারাদণ্ড- ‘স্বাভাবিক’ নাকি ‘অস্বাভাবিক’?

বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি-সমর্থিত আইনজীবীদের একটি ফোরাম দাবি করছে, বিএনপির ‘শতাধিক’ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের ব্যাপকভাবে কারাদণ্ড দেবার খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়ছে। বিএনপির অভিযোগ, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হয়ে ‘পূর্ব-পরিকল্পিত’ভাবে তাদের নেতা-কর্মীদের সাজা দেয়া হচ্ছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল অভিযোগ করেন, বিএনপির নেতারা যাতে ভবিষ্যতে প্রার্থী হতে না পারে সেজন্যই এই সাজা দেয়া হয়েছে।এসব অভিযোগ খারিজ করে দিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিবিসি বাংলাকে বলেন, স্বাভাবিক বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।গত সোমবার ঢাকা ও রংপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির ১৩০ জনের বেশি নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়ার রায় দিয়েছে। তবে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে নেতা-কর্মীদের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা ।