আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

আলজাজিরার বিশ্লেষণ
গাজায় যুদ্ধবিরতি নিয়ে উভয়সংকটে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কয়েক দিন ধরে নানা গুঞ্জন চলছে। গত শনিবার ‘একটি যুদ্ধবিরতি আসন্ন’—ওয়াশিংটন পোস্টের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত দুই দিনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত, মার্কিন সরকারি কর্মকর্তা, এমনকি খোদ প্রেসিডেন্ট জো বাইডেন ও মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি অচিরেই যুদ্ধবিরতির বিষয়ে আশা প্রকাশ করেছেন। সর্বশেষ গতকাল হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন, যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছানোর ‘দ্বারপ্রান্তে রয়েছে’ উভয় পক্ষ।ইসরায়েল ও হামাস কেন এই মুহূর্তে যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করছে, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। সূত্র: কালের কণ্ঠ

জিম্মিদের বিনিময়ে যুদ্ধবিরতির অনুমোদন দিল ইসরায়েল

৫০ জন জিম্মির বিনিময়ে গাজা উপত্যকায় চার দিন যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল হামাস, তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সরকার। কাতারের মধ্যস্থতায় এক আলোচনা বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। খবর রয়টার্স। গাজায় যুদ্ধবন্দি হিসেবে আটক ৫০ নারী ও শিশুকে মুক্ত করার বিনিময়ে হামাসের সঙ্গে এই চুক্তিকে সমর্থন করার জন্য ভোট দিয়েছে তেল আবিব। আগামী চার দিনের মধ্যে জিম্মি ৫০ নারী ও শিশুকে মুক্তি দেয়া হবে, এসময় যুদ্ধবিরতি থাকবে বলে জানিয়েছে ইসরায়েল।এটির মধ্যস্থতা করেছে কাতার। বেশ কিছুদিন ধরেই ওয়াশিংটন, তেল আবিব এবং হামাস যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কথা বলে আসছিল। সূত্র: বণিক বার্তা ।

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় বিমান হামলা, নিহত ১৫

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজার খান ইউনিসে মঙ্গলবার রাতে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। খবর- রয়টার্স-ওই আবাসিক ভবনের একটি ভিডিওতে সেখানকার বাসিন্দাদের ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেখা গেছে। কয়েকজন শিশুর মরদেহ চাদরে মুড়িয়ে রাখতে দেখা যায়। হামাসের সঙ্গে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল শেহাব নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত ও আহতদের নাসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হাতে গাজায় বন্দি ৫০ জন ফিলিস্তিনিকে মুক্তির শর্তে চারদিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। দীর্ঘ বৈঠকের পর বুধবার ভোরে হামাসের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি অনুমোদন দেয় মন্ত্রিসভা। কাতার এ প্রস্তাবে মধ্যস্থতা করেছে। সূত্র: সমকাল

Nagad

দ্বিতীয় শীতে প্রবেশ করছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
যুদ্ধের প্রথম শীত ছিল ভীষণ কঠিন। কিন্তু সেনারা বলছেন, তারা মানিয়ে নেওয়া শিখে গেছেন

ইউক্রেনে গত সপ্তাহে বছরের প্রথম তুষারপাত হয়েছে। যা যুদ্ধরত সেনাদের জন্য দ্বিতীয় শীত হাজির হওয়ার ইঙ্গিত। যুদ্ধের প্রথম শীত ছিল ভীষণ কঠিন। কিন্তু সেনারা বলছেন, তারা মানিয়ে নেওয়া শিখে গেছেন। জেনে গেছেন কীভাবে উষ্ণ থাকতে হয়।আর তাইতো আবারও রাশিয়ার সঙ্গে কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি! ফ্রন্টলাইনে কঠিন পরিস্থিতিতে রয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এমন অবস্থায়ও জেলেনস্কি স্পষ্টভাবে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার কথা প্রত্যাখ্যান করেছেন। বাখমুত শহরের কাছাকাছি একটি স্থানে ইউক্রেনের একটি ইউনিট লড়াই করছে। রাশিয়ার ২২ মাসের আক্রমণে এ রণক্ষেত্রে কয়েকটি ভয়াবহ লড়াই হয়েছে। কিন্তু শীত আসা শুরু করায় ইউক্রেনের সেনারা নতুন করে লড়াইয়ের কথা ভাবছে। শীতের লড়াই কেমন হয় : ইউক্রেনের একজন সৈন্য দিমিত্রো। বয়স ৩৬। গত শীতের দুর্ভোগের কথা স্মৃতিচারণ করে দিমিত্রো বলেন, আমার কোমর শীতে অবশ হয়ে যায়। যখন ডিউটি শেষ হয় আমি যা পাই তা গায়ে জড়াই। কখনো তিন জোড়া ট্রাউজার ও কয়েকটি জ্যাকেট এক সঙ্গে পরিধান করি। মাথায় নীল উলের টুপি পরা এ ইউক্রেনীয় সেনা বিবিসিকে বলেন, আমরা সব সময় লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা অবিরাম গুলিবর্ষণ করছি, সারা দিন। খুব শীত ছিল। বাখমুতের কাছে তিন দিন অবস্থান করবেন দিমিত্রো। রাশিয়ার বিমান ও ড্রোন হামলা থেকে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে থাকেন তিনি। সূত্র: বিডি প্রতিদিন ।

কোরীয় উপদ্বীপে আবার উত্তেজনা
দ. কোরিয়ায় বিমানবাহী রণতরী কার্ল ভিনসন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মহাকাশে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে উত্তর কোরিয়া। গত কয়েক দিন ধরে চলা নতুন এ উত্তেজনার মধ্যেই এ অঞ্চলে রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসন মঙ্গলবার দেশটির বুসান শহরের একটি বন্দরে পৌঁছেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধক হিসাবে এটি এসেছে। এরই জের ধরে কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সামরিক শক্তি উত্তর কোরিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রতিরোধক হিসাবে কাজ করতে পারে। জাপানের কোস্ট গার্ডের বিবৃতি অনুযায়ী, উত্তর কোরিয়া ২২ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে হলুদ সাগর এবং পূর্ব চীন সাগরের দিকে একটি মহাকাশ গোয়েন্দা উপগ্রহ বহনকারী রকেট উৎক্ষেপণের পরিকল্পনার সময় এর আগমন ঘটে। উত্তর কোরিয়ার আগ্রাসন রোধ করার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র চলতি বছরের এপ্রিল মাসে একটি চুক্তি স্বাক্ষর করে। যার ফলে এ বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। কার্ল ভিনসন ১৯৮২ সালে অনুমোদন করা হয়েছিল। সূত্র: যুগান্তর

মালদ্বীপ পারে, লাইবেরিয়া পারে, আমরা কেন পারি না

দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ আমাদের থেকে খুব বেশি দূরে নয়। সেখানে সম্প্রতি নির্বাচন হয়ে গেল। লাইবেরিয়া আফ্রিকার গৃহযুদ্ধ-বিধ্বস্ত একটি দেশ। সেখানেও গত সপ্তাহে নির্বাচন হলো। উভয় নির্বাচনেই ক্ষমতাসীন দলকে পরাজিত করে ক্ষমতা গ্রহণ করেছে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ। টুকটাক সংঘর্ষ যে হয়নি তা নয়, কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণভাবেই দুই দেশে নির্বাচন হয়েছে। বড় রকমের কোনো কারচুপি হয়েছে, এমন কথাও কেউ বলেনি। সবচেয়ে বিস্ময়ের কথা, নির্বাচনে হেরে যাওয়ার পর ক্ষমতাসীন হওয়া সত্ত্বেও দুই দেশের প্রার্থীরাই নির্দ্বিধায় ফলাফল মেনে নিয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা ইব্রাহিম মোহামেদ সলিহ কারচুপির অভিযোগ আনার বদলে নির্বাচনী ফলাফলে তাঁর সন্তুষ্টি প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমাদের অপূর্ব গণতান্ত্রিক পরীক্ষা–নিরীক্ষা সফল হয়েছে।’ এ তো গেল মালদ্বীপের কথা। আরও বিস্ময়ের কথা বলেছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়া। নির্বাচনী ফল প্রকাশের পর তিনি বলেছেন, ‘আমি হেরেছি, কিন্তু জিতে গেল লাইবেরিয়া।’ সূত্র: প্রথম আলো

গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের ৭৫২ কোটি রুপি জব্দ করল ইডি

ভারতে বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র বলে পরিচিত সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ডের পরিচালক প্রতিষ্ঠান ইয়ং ইন্ডিয়ানের প্রায় ৭৫২ কোটি রুপি জব্দ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর বা ইডি। ন্যাশনাল হেরাল্ডের বিরুদ্ধে চলমান মানি লন্ডারিং মামলায় তদন্তের স্বার্থে গতকাল মঙ্গলবার ইডি এই উদ্যোগ নেয়। ইয়ং ইন্ডিয়ানের সঙ্গে গান্ধী পরিবারের সংযোগ রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইডি এক বিবৃতিতে জানিয়েছে, ইয়ং ইন্ডিয়ানের যেসব সম্পদ জব্দ করেছে তার মধ্যে রয়েছে—দিল্লির ন্যাশনাল হেরাল্ড হাউস, লক্ষ্ণৌয়ের নেহেরু ভবন এবং মুম্বাইয়ের ন্যাশনাল হেরাল্ড হাউস। বিবৃতিতে আরও বলা হয়েছে, ন্যাশনাল হেরাল্ডের প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) এবং এর হোল্ডিং কোম্পানি ইয়ং ইন্ডিয়ানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) এর অধীনে একটি অস্থায়ী আদেশ জারি করা হয়েছে। ইডির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তদন্তে জানা গেছে মেসার্স অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড ভারতের অনেক শহর—যেমন দিল্লি, মুম্বাই এবং লক্ষ্ণৌয়ে স্থাবর সম্পত্তির মাধ্যমে আয়ের কারণে অপরাধ করেছে যার পরিমাণ ৬৬১ দশমিক ৬৯ কোটি রুপি এবং মেসার্স ইয়ং ইন্ডিয়ান একই ধরনের অপরাধের মাধ্যমে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের ইক্যুইটি শেয়ার বিনিয়োগ করে ৯০ দশমিক ২১ কোটি রুপি আয় করেছে।’ সূত্র: আজকের পত্রিকা ।

গাজায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ১৪ হাজার, ১০ হাজারই নারী-শিশু
দেড় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। নির্বিচার হামলা ও অভিযানে এখন পর্যন্ত উপত্যকাটিতে ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১২৮ জনে, যাদের মধ্যে প্রায় ১০ হাজারই নারী ও শিশু। মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ১৪ হাজার ১২৮ এ পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, “নিহতদের মধ্যে ৫ হাজার ৮৪০ জনেরও বেশি শিশু এবং ৩ হাজার ৯২০ জন নারী রয়েছে।“ সুত্র: দেশ রুপান্তর

৫০ জিম্মি মুক্তির বিনিময়ে ৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

শিশু ও নারীসহ ৫০ জন জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় হামাসের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েল সরকার।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার এক দীর্ঘ বৈঠকে যুদ্ধবিরতির ওই প্রস্তাব অনুমোদন করা হয়।কখন থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বা জিম্মিদের কোথায় কীভাবে মুক্তি দেওয়া হবে, সেসব বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।তবে ওই ৫০ জনের অতিরিক্ত প্রতি ১০ জন জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন করে বাড়বে।ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে:“ইসরায়েলের সরকার সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য। সূত্র; বিডি নিউজ

ইসরায়েলি ‘মোসাদ’ যেভাবে ইরাক থেকে সোভিয়েত যুদ্ধবিমান ছিনতাই করে

মের আমেত যখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হলেন ১৯৬৩ সালের ২৫ শে মার্চ, তখন তিনি বেশ কয়েকজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তার সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করেছিলেন যে ইসরায়েলের সুরক্ষায় মোসাদের সবচেয়ে বড় অবদান কী হতে পারে?সকলেই বলেছিলেন যে তারা যদি কোনওভাবে সোভিয়েত ইউনিয়নের একটা মিগ -টুয়েন্টি ওয়ান বিমান ইসরায়েলে আনতে পারে তাহলে সেটা একটা দুর্দান্ত কাজ হবে।আসল কাহিনী অবশ্য শুরু হয় যখন এজার ওয়াইজম্যান ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান হন। তিনি প্রতি দু-তিন সপ্তাহে মের আমেতের সঙ্গে সকালের নাস্তা করতেন। সেরকমই এক বৈঠকে মের আমেত তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি মি. ওয়াইজম্যানের জন্য কী করতে পারেন। সূত্র: বিবিসি বাংলা।