আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসে দোষী সাব্যস্ত কানাডার সাবেক গোয়েন্দাপ্রধান

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন কানাডার এক সাবেক গোয়েন্দাপ্রধান। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) গোয়েন্দা ইউনিটের সাবেক এই প্রধানের নাম ক্যামেরন অর্টিস (৫১)। গতকাল বুধবার ক্যামেরনকে দোষী সাব্যস্ত করেন জুরি। কানাডার তথ্য সুরক্ষা আইনে এই প্রথম দেশটির কোনো নাগরিককে দোষী সাব্যস্ত করা হলো। ক্যামেরনের ২০ বছরের কারাদণ্ড চেয়েছেন আইনজীবীরা। গত জুরিরা বলেন, তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের তিনটি অপরাধে ক্যামেরনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ছাড়া এই আইন লঙ্ঘন চেষ্টার আরেকটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। বিশ্বাসভঙ্গ ও কম্পিউটারের প্রতারণামূলক ব্যবহারের জন্যও তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।ক্যামেরন যা করেছেন, তাকে কানাডার ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের ঘটনাবলির একটি হিসেবে অভিহিত করা হচ্ছে।রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের এই ঘটনা ‘পঞ্চনেত্র’ (ফাইভ আইস) নামের নেটওয়ার্কের সদস্যদের উদ্বিগ্ন করে তুলেছিল। এই নেটওয়ার্কের সদস্যদেশগুলো হলো—কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দেশগুলো নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে থাকে। সূত্র: প্রথম আলো

 

বাইডেনের চাপে যেভাবে হলো যুদ্ধবিরতি চুক্তি

অবশেষে কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ব্যাপারে একমত হয়েছে ইসরায়েল ও হামাস। ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে অনুপ্রবেশ করে এক হাজার ২০০ জনকে হত্যা ও ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়ার পরপরই এ নিয়ে সক্রিয় হয় কাতার সরকার। হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে তারা জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে গোপনে কাজ করতে ছোট একটি দল গঠনের অনুরোধ জানায়। সমঝোতার গোপন প্রচেষ্টায় স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত কূটনৈতিক তৎপরতাও ছিল। বাইডেন বেশ কয়েকবার কাতারের আমির ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জরুরি আলোচনা করেছেন। বাইডেন ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, সিআইএর পরিচালক বিল বার্নস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, তাঁর সহকারী জন ফিনার ও মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন দূত ব্রেট ম্যাকগার্কসহ কয়েকজনের প্রচেষ্টায় আলোর মুখ দেখেছে এই চুক্তি। সূত্র: কালের কণ্ঠ

হামাস-ইসরায়েল চুক্তি
যে আশা করছেন বিশ্বনেতারা

Nagad

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের অন্তত ৫০ জনকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল গাজায় চার দিন হামলা চালাবে না। তবে মধ্যস্থতাকারী দেশ কাতারের আশা, সাময়িক এই চুক্তি দীর্ঘমেয়াদে যুদ্ধ বন্ধের চুক্তিতে রূপ নেবে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির বহুল প্রত্যাশিত প্রস্তাবে অনুমোদন দেওয়ার খবরে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র। এ নিয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে মার্কিন প্রেসিডেন্টের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে জো বাইডেন হামাসের হাতে বন্দিদের মুক্তির চুক্তিকে বিশেষ করে স্বাগত জানিয়েছেন। বাইডেন কাতারের শেখ তামিম বিন হামাদ আল-থানি ও মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসিকে ‘এই চুক্তিতে পৌঁছানোর জন্য তাদের নেতৃত্ব এবং অংশীদারির জন্য’ ধন্যবাদ দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করেছেন তিনি।চুক্তির বিষয়ে ইসরায়েল যা বলছে : ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে- দেশটির সরকার সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। ‘সরকার লক্ষ্য অর্জনের একটি রূপরেখা অনুমোদন করেছে এবং সে অনুযায়ী নারী ও শিশুদের সমন্বয়ে কমপক্ষে ৫০ জিম্মি আগামী চার দিনে মুক্তি পাবে। এ সময়ে যুদ্ধে বিরতি দেওয়া হবে।’ ‘এর বাইরে অতিরিক্ত প্রতি ১০ জন জিম্মির মুক্তির জন্য একদিন করে যুদ্ধবিরতি থাকবে’। সূত্র: বিডি প্রতিদিন

অর্ধেক মিয়ানমার হাতছাড়া
রাজধানী রক্ষায় মরিয়া জান্তা
৭০টি নতুন ব্যারাক তৈরি, প্রস্তুত রাখা হয়েছে ১৪ হাজার সেনা * প্রাণভয়ে দেশ ছাড়ছেন হাজার হাজার নাগরিক * মিয়ানমার থেকে শত শত থাই নাগরিককে সরিয়ে নেওয়া হচ্ছে

মিয়ানমারে গত আড়াই বছরের শাসনামলে এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা সরকার। গত কয়েক মাস ধরে প্রতিদিনই প্রতিরোধ যুদ্ধের মুখে পড়ছে সেনাবাহিনী। ‘অপারেশন-১০২৭’খ্যাত সংঘবদ্ধ বিদ্রোহীগোষ্ঠীর ব্রাদারহুড অ্যালায়েন্সের সঙ্গে যুদ্ধে একের পর এক ঘাঁটি হারাচ্ছে দেশটির সেনাবাহিনী। অবস্থা এমন যে, অর্ধেক মিয়ানমারই এখন বিদ্রোহীদের দখলে। এ পরিস্থিতিতে রাজধানী নেপিদো রক্ষায় মরিয়া হয়ে উঠেছে জান্তা। নভেম্বরের প্রথম থেকেই শুরু হয়েছে সেই তোড়জোড় প্রস্তুতি। প্রতিরোধ যোদ্ধাদের হামলা থেকে রক্ষার জন্য ইতোমধ্যেই রাজধানীর চারপাশে সেনাদের নিয়োগ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১৪ হাজার সেনা। নির্দিষ্ট একটি দূরত্ব পরপর চতুর্দিকেই বসানো হয়েছে সেনা চৌকি।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক পুলিশ কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার নাউকে বলেছে, লুই এবং পাইনমানা শহরের বাগো ইয়োমা পর্বতমালায় এসব স্থাপনা তৈরি করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন। স্থানীয় এক সূত্র জানিয়েছে, সেনাবাহিনী বাগো এবং শান ইয়োমার দিকে যাওয়ার পথে ৪টি চেকপয়েন্ট স্থাপন করেছে। প্রতিটিতে ৫ থেকে ১০ জন সশস্ত্র সেনা রয়েছে। অপর একজন বাসিন্দা বলেছেন, অঞ্চলগুলোতে দুটি পদাতিক ব্যাটালিয়ন-৬০৪ এবং ৬০৫ মোতায়েন আছে। সূত্র: যুগান্তর

জাতিসংঘ
শান্তি না ফিরলে ঘুমের মাঝে মৃত্যু চান গাজার মায়েরা

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা সামি বাহাউজ বলেছেন, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় প্রতি ঘণ্টায় দুজন মা ও প্রতি দুই ঘণ্টায় সাতজন নারী নিহত হন। আরো জানান, যুদ্ধ না থামলে সন্তানসহ ঘুমের মধ্যে যেন মৃত্যু হয়, এ প্রার্থনা করছেন ফিলিস্তিনি মায়েরা। আনাদোলু এক প্রতিবেদনে জানায়, গতকাল বুধবার (২২ নভেম্বর) মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে এসব তথ্য দেন জাতিসংঘের উচ্চপদস্থ এ কর্মকর্তা।সিমা বলেন, ৭ অক্টোবরের আগে গত ১৫ বছরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত সব বেসামরিক নাগরিকের ৬৭ শতাংশ ছিল পুরুষ এবং ১৪ শতাংশেরও কম ছিল নারী ও মেয়ে। কিন্তু সাম্প্রতিক হামলায় সেই হিসাব বিপরীত দিকে গড়িয়েছে।
আরো বলেন, ৭ অক্টোবর থেকে নিহত বেসামরিক লোকের সংখ্যা গত ১৫ বছরের চেয়ে শুধু দ্বিগুণই নয়, গাজায় নিহত ১৪ হাজারের বেশি মানুষের মধ্যে ৬৭ শতাংশ নারী ও শিশু। সূত্র: বনিক বার্তা

শেষ ধাপে টানেলে আটকা শ্রমিকদের উদ্ধারকাজ, প্রস্তুত ৪১ অ্যাম্বুলেন্স

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় ভূমিধসের কারণে টানেলে আটকে পড়াদের উদ্ধারকাজ গড়িয়েছে ১৩তম দিনে। উদ্ধারকাজের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ ধাপে রয়েছে। শিগগিরই আটকে পড়াদের উদ্ধার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উদ্ধারের পর আটকে পড়াদের হাসপাতালে নিতে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাত নাগাদ আটকে পড়া শ্রমিকদের থেকে মাত্র ১০ মিটার দূরে ছিল উদ্ধারকারী বাহিনী। উদ্ধারকারীরা আশা করছেন, শিগগিরই আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হবে। সূত্র: আজকের পত্রিকা ।

মার্কিন-কানাডা সীমান্তে গাড়ি বিস্ফোরণ, নিহত ২

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিংয়ে গাড়িতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে আতঙ্ক দেখা দেয়ায় উত্তর আমেরিকার দেশ দুটির মধ্যে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। খবর রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার একটি চেকপয়েন্টে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়িটির দুই যাত্রী নিহত হন এবং এর জেরে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বড় ছুটির প্রাক্কালে ঘটা এই ঘটনায় ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।ঠিক কি কারণে গাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটল তা জানা না গেলেও বিস্ফোরণের এই ঘটনায় সন্ত্রাসী কোন কার্যকলাপ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে ফেডারেল এবং রাজ্য কর্তৃপক্ষ। সূত্র: দেশ রুপান্তর

গাজায় শুক্রবারের আগে কোনো যুদ্ধবিরতি নয়: ইসরায়েল

মিশরের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি শুরু করতে চেয়েছিলেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে অস্থায়ী একটি যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মি মুক্তি শুক্রবারের (২৪ নভেম্বর) আগে হচ্ছে না, জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
যারা ভেবেছিলেন বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি শুরু হবে এবং এদিন অন্তত কিছু জিম্মি মুক্তি পাবে, এ ঘোষণায় তাদের আশা ব্যাহত হয়েছে।বুধবার ভোররাতে ইসরায়েল ও হামাস গাজায় মানবিক ত্রাণ প্রবেশ করতে দিতে, হামাসের হাতে বন্দি অন্তত ৫০ জন জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারগার থেকে অন্তত ১৫০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তি দিতে চার দিনের জন্য একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।তবে যুদ্ধবিরতি এবং ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি দেওয়া কখন থেকে শুরু হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মিশরের এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি শুরু করতে চেয়েছিলেন। সূত্র: বিডি নিউজ

নেদারল্যান্ডসে নির্বাচনে ইসলাম-বিরোধী রাজনৈতিক দলের জয়

নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে নাটকীয় জয়ের পথে এগিয়ে যাচ্ছে দেশটিতে ইসলাম বিরোধী হিসেবে সুপরিচিত নেতা গ্রিট ওয়াইল্ডার। দেশটির নির্বাচনে বুথ ফেরত জরিপে এ চিত্র উঠে এসেছে। জরিপে দেখা যাচ্ছে, ২৫ বছর যাবত সংসদে থাকা ফ্রিডম পার্টি ৩৫টি আসনে জয়ের পথে আছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী জোটের চেয়ে ফ্রিডম পার্টি অনেক এগিয়ে আছে।“ফ্রিডম পার্টিকে এখন আর অবহেলা করা যাবেনা। এখন আমরা দেশ চালাবো,” বলেন গ্রিট ওয়াইল্ডার। এই ফলাফল যদি শেষ পর্যন্ত নিশ্চিত হয় তাহলে সেটি হবে ডাচ রাজনীতির জন্য বড় এক ঝাঁকুনি।কিন্তু ফ্রিডম পার্টিকে তাদের সাথে সরকারে জোট সঙ্গী খুঁজে পেতে সংগ্রাম করতে হবে। সূত্র: বিবিসি বাংলা ।