যুদ্ধবিরতি শেষ, গাজায় আবারও ইসরায়েলি হামলা শুরু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে দিয়ে শেষ হলো উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের গত ৭ দিনের যুদ্ধবিরতি। শুক্রবার (১ ডিসেম্বর) গাজায় ফের অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েল বলেছে, তারা গাজায় হামাসের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাস ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে। তারা গাজা থেকে ছোড়া একটি রকেট গুলি করেছে ধ্বংস করেছে। যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে তারা। খবর-বিবিসি

হামাস পরিচালিত জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে- দক্ষিণ গাজায় বেশ কয়েকটি বিমান থেকে হামলা করা হয়েছে।

গাজায় বিবিসি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, উত্তর গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজা শহরের উত্তর-পশ্চিমে গোলাগুলি হয়েছে।

এদিকে, বিবিসিকে ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে। মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবে লড়াইও অব্যাহত রয়েছে।

Nagad