জাতীয় আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

সোনার দাম কমা-বাড়ায় কার লাভ, কার ক্ষতি

দেশের বাজারে সোনার ভরি এখন ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। ২০ বছর আগেও এক ভরি সোনা ৯ হাজার ৪০১ টাকায় কেনা যেত। তার মানে দুই দশকে দামি এই ধাতুটির দাম ভরিতে বেড়েছে প্রায় লাখ টাকা। এর মধ্যে গত তিন বছরেই দাম বেড়েছে ৩২ হাজার ৬৫৯ টাকা। সোনার দাম হু হু করে বাড়তে থাকায় ক্রেতাদের মধ্যে যাঁরা অলংকার তৈরির পরিকল্পনা করছিলেন তাঁরা আছেন দুশ্চিন্তায়। কারণ, সোনার অলংকার দিন দিন তাঁদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে উচ্চমূল্যের কারণে ক্রেতা কমে যাওয়ায় জুয়েলারি ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মুখে পড়ছেন।অবশ্য মুদ্রার উল্টো পিঠও রয়েছে, যেখানে দাম বেড়ে যাওয়ায় পুরোনো সোনা কিংবা অলংকারের সম্পদমূল্য বেড়েছে। ফলে যাঁদের সিন্দুকে গচ্ছিত পুরোনো অলংকার রয়েছে, তাঁরা দাম কতটুকু বাড়ল, সেই হিসাব করছেন। দাম আরও বাড়বে কি না সেই খোঁজখবর নিচ্ছেন। একইভাবে সোনার দাম বাড়লে জুয়েলারি ব্যবসায়ীদেরও সম্পদমূল্য বৃদ্ধি পায়। অবশ্য দাম কমলে তাঁদেরও লোকসান হয়। সূত্র: প্রথম আলো

জাপায় আটকে আছে আসন সমঝোতা

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট এবং নির্বাচনের আগে আওয়ামী লীগের আসন সমঝোতার বিষয়টি এখন জাতীয় পার্টির জন্য আটকে আছে। গতকাল রবিবার রাতে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেছে আওয়ামী লীগ। তাতে সিদ্ধান্ত হয়েছে, শরিকদের ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে জোটগত আসন ছাড়া বাকি আসনগুলো উন্মুক্ত থাকবে। সেখানে প্রতিটি দল তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। বৈঠক শেষে ১৪ দলের নেতারা জানান, সব কিছু আলোচনা হলেও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগ সময় চেয়েছে। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, জাপার সঙ্গে আলোচনার আগে ১৪ দলের আসন ঠিক করতে চায় না দলটি। সূত্র: কালের কণ্ঠ

নিরুত্তাপ নির্বাচনেও খুলনার ৮০ শতাংশ ভোটকেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’
রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসায় এবং আওয়ামী লীগ প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকায় খুলনায় নির্বাচনের পরিবেশ কিছুটা নিরুত্তাপ। তবে এমন পরিবেশেও খুলনার ছয়টি আসনের ৭৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৩১টিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ; যা মোট কেন্দ্রের প্রায় ৮০ শতাংশ। সাধারণ ভোটকেন্দ্রের তুলনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের অধীন বটিয়াঘাটা উপজেলার ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি গুরুত্বপূর্ণ ও ১৩টি সাধারণ এবং দাকোপের ৪৯টির মধ্যে ৩১টি গুরুত্বপূর্ণ ও ১৮টি সাধারণ। খুলনা-৪ আসনের অধীন রূপসা উপজেলায় ৫৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৯টি গুরুত্বপূর্ণ ও ১০টি সাধারণ, তেরখাদায় ৩৬টির সব কেন্দ্র গুরুত্বপূর্ণ, দিঘলিয়ার ৩৮টির মধ্যে ২১টি গুরুত্বপূর্ণ ও ১৭টি সাধারণ।খুলনা-৫ আসনের অধীন ফুলতলা উপজেলার ২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি গুরুত্বপূর্ণ ও ১৩টি সাধারণ, ডুমুরিয়ার ৮৮টির মধ্যে ৬৪টি গুরুত্বপূর্ণ ও ২৪টি সাধারণ। খুলনা-৬ আসনের অধীন পাইকগাছা উপজেলার ৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯টি গুরুত্বপূর্ণ ও ৬০টি সাধারণ, কয়রার ৬৩টির মধ্যে ৫৬টি গুরুত্বপূর্ণ ও ৭টি সাধারণ। সূত্র: সমকাল

চিঠি যেতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
ভোটবিরোধী সমাবেশ সভা বন্ধ চায় ইসি
অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো হতে পারে * পরিস্থিতির অবনতি হলে ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা

Nagad

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যাতে সভা-সমাবেশ করতে না পারে, সরকারকে সেই পদক্ষেপ নিতে অনুরোধ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের। ওই চিঠিতে এ ধরনের সভা-সমাবেশের অনুমতি না দিতে অনুরোধ জানানোর কথা রয়েছে। দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হতে পারে। এর আগের নির্বাচনগুলোয়ও এমন চিঠি পাঠানোর নজির রয়েছে। ইসির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, কমিশন মনে করে, যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে, সেগুলোর বিরুদ্ধে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। কিন্তু অনিবন্ধিত দল ও সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই ইসির। এমনকি যেসব নিবন্ধিত রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি, তাদের বিষয়েও আচরণবিধি প্রয়োগ করা দুষ্কর। এছাড়া নির্বাচনবিরোধী রাজনৈতিক সভা-সমাবেশের কারণে আইনশৃঙ্খলার অবনতি হলে ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হতে পারে। এতে নির্বাচনে ভোটার উপস্থিতিও কম হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র: যুগান্তর

বাজার খালি করে দাম বাড়াচ্ছে সিন্ডিকেট

ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে—গত ৮ ডিসেম্বর এ খবর পাওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে। সঙ্গে সঙ্গে প্রভাব পড়তে শুরু করে বাজারে। ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকে মসলাজাতীয় পণ্যটির দাম। একদিনের ব্যবধানে খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হতে শুরু করে পেঁয়াজ, একপর্যায়ে দাম গিয়ে ঠেকে কেজিতে ২৫০ টাকায়। এই সুযোগে শুরু হয়ে যায় সুযোগ-সন্ধানী মজুতদারদের খেলা। রাতারাতি বাজার থেকে উধাও হয়ে যায় পেঁয়াজ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ঢাকার শ্যামপুর, এমনকি ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তগুলো হয়ে পড়েছে পেঁয়াজশূন্য।
পেঁয়াজ উৎপাদনকারী, বেপারি, আড়তদার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বর্তমানে যে পরিমাণ পেঁয়াজের মজুত রয়েছে তা দিয়ে অন্তত এক মাস চালানো সম্ভব। কিন্তু বেশি মুনাফার লোভে মজুতদারেরা বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছে। দাম আরও বাড়তে পারে সে আশায় কৃষকেরাও এখন পেঁয়াজ সরবরাহ বন্ধ রেখেছে। ফলে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সূত্র: আজকের পত্রিকা।

পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হতে লড়বেন পুতিন

আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা ভøাদিমির পুতিন। এর মধ্য দিয়ে প্রায় ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে চলেছেন তিনি। পঞ্চম মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়ার পথে কোনো বাধাই কার্যত তার সামনে নেই। মাঝে এক মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। গত শুক্রবার ভøাদিমির পুতিন বলেন, তিনি আরও একবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৯ সালে বরিস ইয়েলৎসিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন পুতিন। তিনি ইতিমধ্যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা দীর্ঘস্থায়ী রুশ নেতায় পরিণত হয়েছেন। ইউক্রেন যুদ্ধে অবদান রাখা সেনাদের রাশিয়ার সর্বোচ্চ সামরিক পদকে ভূষিত করার অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ইঙ্গিত দেন। সূত্র: দেশ রুপান্তর

‘নৌকা সরাবে আওয়ামী লীগ, স্বতন্ত্রের দায়িত্ব নেবে না’
আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি এবং স্বতন্ত্র পার্টির বোঝাপড়া নিয়ে সমকালের প্রধান শিরোনাম, ‘নৌকা সরাবে আওয়ামী লীগ, স্বতন্ত্রের দায়িত্ব নেবে না’। খবরে বলা হচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেখানে ‘সম্মানজনক’ সংখ্যক আসন ছাড়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ। জাপাকে ছেড়ে দেওয়া আসন থেকে নৌকা সরাতে রাজি হলেও স্বতন্ত্র প্রার্থীদের দায়িত্ব নিতে চায় না শাসক দল।অন্যদিকে জয় নিশ্চিতে জাপা চায়, তাদেরকে যেসব আসন ছাড়া হবে, সেখানে শুধু নৌকা নয়; আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরাও থাকতে পারবেন না।বুধবারের বৈঠকে আওয়ামী লীগের কাছে ৬০টির বেশি আসনে ছাড় চেয়েছিল জাপা। আওয়ামী লীগ ১০-১২টির বেশি আসন ছাড়তে রাজি ছিল না। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ কমবেশি ৩০টি আসন ছাড়তে পারে। সূত্র: বিবিসি বাংলা।

বিকল্প উৎসে আগ্রহ কম ব্যবসায়ীদের
পেঁয়াজ আমদানিতে বড় বাধা মার্জিন ঋণ ও ডলারের উচ্চমূল্য
দেশে আমদানি হওয়া পেঁয়াজের সিংহভাগই আসে ভারত থেকে। তবে গত শুক্রবার থেকে পণ্যটির রফতানিতে নিষেধাজ্ঞা দেয় প্রতিবেশী দেশটি। এ ঘোষণা বাংলাদেশের বাজারে ছড়িয়ে পড়লে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে যায় প্রায় দ্বিগুণ। কোথাও কোথাও বেশি দামেও মিলছে না। তাই চাহিদা মেটাতে বিকল্প উৎসের সন্ধান করছেন আমদানিকারকরা। তবে এতে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ডলারের উচ্চমূল্য ও ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে বাড়তি মার্জিন। এদিকে বাজারে এরই মধ্যে মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে। ডিসেম্বরের শেষ নাগাদ পুরোদমেই তা চলে আসবে। তখন স্বাভাবিকভাবে পণ্যটির দাম কমবে। বিষয়টি বিবেচনায় নিয়েও বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দেশে সিংহভাগই পেঁয়াজ উৎপাদন হয় রবি মৌসুমে। আশ্বিন থেকে ফাল্গুন—এ সময়ে প্রথম দিকে কন্দ বা মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়। এরপর চারা বা হালি পেঁয়াজ আবাদ করেন কৃষক। সাধারণত ডিসেম্বরের শেষ দিকে মাঠ থেকে মুড়িকাটা পেঁয়াজ কাটতে শুরু হয়। কিন্তু দেশের বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় এবং সম্প্রতি টানা বৃষ্টির কারণে নষ্ট হওয়ার আশঙ্কায় নির্ধারিত সময়ের আগেই ফসল তুলতে শুরু করেছেন কৃষক। সূত্র: বণিক বার্তা।

১০ মিলিয়ন ব্যারেল তেল, ৩০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে

প্রাথমিক জ্বালানির তীব্র সংকটকালে সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে তেল ও গ্যাসের নতুন মজুতের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। এতে তেলের মজুত ৮ থেকে ১০ মিলিয়ন ব্যারেল ও গ্যাসের মজুদ প্রায় ২০০ থেকে ৩০০ বিলিয়ন ঘনফুট।রোববার (১০ ডিসেম্বর) জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রথম দিন সেখান থেকে ৭০ ব্যারেল তেল উত্তোলন করেছি। এই কূপ থেকে দৈনিক ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব হবে।’ সিলেট-১০ নং কূপে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে বলেও জানান তিনি।বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার জানান, পরীক্ষা শেষে পুনর্মূল্যায়ন করলে ২০০–৩০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এই মজুতের তেল ও গ্যাসের মূল্য প্রায় ২.৮ বিলিয়ন ডলার বা ২৪ হাজার কোটি টাকা। তেলের মূল্য ৭ হাজার কোটি টাকা এবং গ্যাসের মূল্য প্রায় ১৭ হাজার কোটি টাকা।মজুতের সবটুকু তেল-গ্যাস উত্তোলন করা সম্ভব হলে তা দিয়ে প্রায় এক মাসের তেলের চাহিদা ও দুই-তিন মাসের গ্যাসের চাহিদার মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

তেজগাঁওয়ে সড়ক থেকে ট্রাক উঠবে বহুতল টার্মিনালে

সড়কে ট্রাক রাখা নিয়ে দীর্ঘদিন থেকে ঝঞ্জাটের মধ্যে থাকা তেজগাঁওয়ের চেহারা পাল্টাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন; পুরনো এ সংকটের সমাধান হবে এবার বহুতল টার্মিনালে। এজন্য একসঙ্গে দেড় হাজার ট্রাক-কভার্ডভ্যান রাখা যাবে এমন একটি টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোতে শুরু করেছে উত্তর সিটি করপোরেশন। ঢাকা নগরীর মাঝখানে গড়ে ওঠা এক সময়ের এ শিল্পাঞ্চলে ব্হুতল এ টার্মিনাল করতে সাড়ে পাঁচ একর জায়গা বরাদ্দও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জুলাইয়ের মধ্যে এটির কাজ শুরুর লক্ষ্য ধরে পরিকল্পনা এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। সূত্র: বিডি নিউজ