জাতীয় আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

গাজায় নিহত ১৮ হাজার, ত্রাণ পৌঁছানোর আহ্বান জানিয়ে ডব্লিউএইচওতে প্রস্তাব পাস

ফিলিস্তিনের গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলা অব্যাহত রয়েছে। নির্বিচার এ হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় ৬৫ দিনে গাজায় নিহত মানুষের সংখ্যা ১৮ হাজার ছুঁয়েছে। আহত হয়েছেন প্রায় ৫০ হাজার।এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে, নিরবচ্ছিন্নভাবে ও অব্যাহত মানবিক ত্রাণসহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ৩৪টি সদস্যদেশ নিয়ে গঠিত সংস্থাটির নির্বাহী বোর্ড সর্বসম্মতভাবে গতকাল রোববার প্রস্তাবটি পাস করেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা গতকাল টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে আল-জাজিরাকে জানান, ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় আরও ২৯৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫০ জনের বেশি।গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ সময় ১ হাজার ২০০ জন নিহত হন। যদিও শুরুতে ১ হাজার ৪০০ জন নিহত হন বলে দাবি করেছিল ইসরায়েল। এ ছাড়া ২৪০ জনকে বন্দী করা হয়। ইসরায়েল পাল্টা হামলা শুরুর পর থেকে এ নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজারে। আহত হয়েছেন ৪৯ হাজার ৫০০ জন। সূত্র: প্রথম আলো

মধ্যপ্রাচ্য নিয়ে স্পুটনিকের বিশ্লেষণ
বাইডেনের চেয়ে এগিয়ে পুতিন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের কদর বাড়াতে দৌড়ঝাঁপ করছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে খুব কমই সাফল্য পেয়েছেন তিনি।অবশ্য জো বাইডেনের কাছে মধ্যপ্রাচ্যের দেশগুলো কেবল ‘ছোটখাটো অংশীদার’। যুক্তরাষ্ট্রকে নিয়ে এই অঞ্চলের সব দেশও একই মনোভাব পোষণ করে বলে গত শনিবার রেডিও স্পুিনকের ফ্রন্ট লাইন অনুষ্ঠানে সাংবাদিক এলিজাহ ম্যাগনিয়ার বলেন। মার্কিন পররাষ্ট্রনীতিতে বাইডেনের সমস্যাগ্রস্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনাকালে এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের সব দেশকে সমান গুরুত্ব দিয়ে সম্পর্ক জোরদার করেছেন। সূত্র: কালের কণ্ঠ

মিসরে চলছে ভোটগ্রহণ, ফের প্রেসিডেন্ট হতে পারেন সিসি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যেই পাশের দেশ মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। রোববার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়া ভোট চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। খবর আল-জাজিরার-প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো মিসরের ক্ষমতায় আসতে পারেন বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে।মিসরের জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুসারে, এবারের নির্বাচনে প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষ ভোট দিতে পারবেন। এর মধ্যে রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন। সূত্র: সমকাল

Nagad

গাজা যুদ্ধের ৬৬ দিন
অর্ধেক মানুষই অনাহারে
নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে -গুতেরেস

গাজা উপত্যকার অর্ধেক ফিলিস্তিনিই অনাহারে থাকছেন। সেখানে পর্যাপ্ত খাবার নেই। গাজাবাসীর মধ্যে প্রতি ১০ জনে ৯ জনেরই প্রতিদিন খাবার জোটে না। শুক্রবার গাজা পরিদর্শনের পর এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উপপরিচালক কার্ল স্কাউ। গাজা পরিদর্শনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘এখানে পর্যাপ্ত খাবার নেই। মানুষ অনাহারে থাকছে।’ প্রয়োজনীয় ত্রাণ সহায়তার সামান্যই গাজায় ঢুকতে পারছে বলে উল্লেখ করেছেন তিনি। ইসরাইলের অব্যাহত হামলার দিকে ইঙ্গিত করে কার্ল বলেন, গাজার পরিস্থিতির কারণে ত্রাণ পৌঁছানো ‘প্রায় অসম্ভব’ হয়ে উঠেছে। এক্সের পোস্টে তিনি চলতি সপ্তাহে ডব্লিউএফপির একটি প্রতিনিধি দলের গাজা পরিদর্শনের অভিজ্ঞতাও তুলে ধরেছেন। ডব্লিউএফপির প্রতিনিধি দল গুদাম ও বিতরণকেন্দ্রগুলোর সামনে হাজারো ক্ষুধার্ত ফিলিস্তিনিকে মরিয়া হয়ে অপেক্ষা করতে দেখেছেন বলে উল্লেখ করেছেন। সেখানকার দোকানগুলো প্রায় মালামাল শূন্য ছিল বলেও জানিয়েছিলেন তারা।কার্ল আরও বলেন, হামলার কারণে গাজার জনগণের জন্য মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার ক্ষমতা প্রায় ধ্বংসের পথে। সেখানে পরিস্থিতি খুবই অস্থিতিশীল। তাদের কাছে মৌলিক সরবরাহ পৌঁছানো প্রয়োজন। অবিলম্বে মানবিক যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন তিনি। সরবরাহ করা খাবারের কিছু অংশ গাজায় পৌঁছেছে বলেও জানিয়েছেন কার্ল। আরও জানান, ‘গাজায় জ্বালানিরও অভাব রয়েছে। কেউ নিরাপদ নয়। আমরা আমাদের কাজ করতে পারছি না।’ সূত্র: যুগান্তর

শিশুর তরে সাজানো বাগান গড়ার মালি ইউনিসেফের যাত্রা এই দিনে

‘আজ যে শিশু/ পৃথিবীর আলোয় এসেছে/ আমরা তার তরে একটি সাজানো বাগান চাই…’বাংলা ব্যান্ড রেনেসাঁর তৃতীয় বিশ্ব অ্যালবামে তৃতীয় বিশ্বে জন্ম নেওয়া সব শিশুর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরির আকুতি ঝরে পড়েছিল গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এই গানে। শিশুর জন্য সাজানো বাগান তথা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত জাতিসংঘের বিশেষ সংস্থা আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালের আজকের দিন অর্থাৎ, ১১ ডিসেম্বরে। বিভিন্ন দেশের বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে ইউনিসেফ। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি কাজ করে। সূত্র: আজকের পত্রিকা।

সাংবাদিকদের কাদের
যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডার নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞার মধ্যে বাংলাদেশ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা জানান তিনি। মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার ৭৫ বছর পূর্তি সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ১৩টি দেশের ৩৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাজ্য ও কানাডা অর্ধশত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মানবাধিকারের কথা বলতে হলে ফিলিস্তিনের কথা বলতে হবে। সেখানে ইসরায়েল ১৮ হাজার মানুষ মেরেছে, এখনো চলছে। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইসরায়েলের পক্ষে একমাত্র সমর্থন দিল যুক্তরাষ্ট্র। এ থেকে আবারও প্রমাণ হলো ইসরায়েল নামক দুষ্ট ছেলে আমেরিকার সন্তান।’ সূত্র: দেশ রুপান্তর

‘গাজার অর্ধেক জনগোষ্ঠীই এখন অভুক্ত’ বলছে জাতিসংঘ

জাতিসংঘের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, গাজায় এখনো যুদ্ধ চলছে, এবং সেখানকার অর্ধেক জনগোষ্ঠীই প্রচণ্ড খাদ্যাভাবে আছে। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর কার্ল স্কাউ বলেছেন, এখানে প্রতিদিন মোট যে পরিমাণ খাদ্য সাহায্য দরকার তার খুব সামান্য পরিমাণই কেবল এখানে প্রবেশ করতে পারছে। গাজায় প্রতি দশজনের নয়জনই দৈনিক ঠিকমতো খাবার পাচ্ছেন না।গাজার বর্তমান পরিস্থিতি সহায়তা পৌঁছানোর বিষয়টি ‘প্রায় অসম্ভব’ করে তুলেছে বলে জানান মি. স্কাউ।ইসরায়েল বলছে, তারা হামাস নির্মূলে ও তাদের বন্দিদের ফিরিয়ে আনতে গাজায় বিমান হামলা চালিয়ে যাবে।ইসরায়েল ডিফেন্স ফোর্স-আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল রিচার্ড হেক্ট শনিবার বিবিসিকে বলেন, “যে কোন মৃত্যু এবং বেসামরিক মানুষের দুর্ভোগ খুবই কষ্টের, কিন্তু আমাদের আর কোন বিকল্প নেই।” সূত্র: বিবিসি বাংলা।

 

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘে ভোট আগামীকাল

গাজায় ইসরায়েল ও হামাসের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে মানবিক যুদ্ধবিরতির দাবিতে ভোট অনুষ্ঠিত হতে পারে। আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ বিষয়ে খসড়া প্রস্তাব উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রোববার কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স। এর আগে গত ৮ ডিসেম্বর গাজায় মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দাবিতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় সংযুক্ত আরব আমিরাতের আনা প্রস্তাবে ১৩টি দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্র ভেটো দেয় ও যুক্তরাজ্য ভোট থেকে বিরত থাকে। সেই ঘটনায় ব্যাপক সমালোচনার পর নতুন এ পদক্ষেপ নেয়া হয়েছে।গত অক্টোবরে সাধারণ পরিষদ একটি প্রস্তাব গৃহীত হয়। যেখানে পক্ষে ১২১টি ও বিপক্ষে ১৪টি ভোট পড়ে। আর ৪৪টি দেশ কোনো পক্ষ নেয়নি। প্রস্তাবে টেকসই মানবিক যুদ্ধবিরতি দিকে পরিচালিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়। সূত্র: বণিক বার্তা।

চ্যাটজিপিটি চিকিৎসাবিজ্ঞানের বেশিরভাগ প্রশ্নেরই ভুল উত্তর দেয়: গবেষণা

উন্মুক্তের পর থেকেই জটিল সব প্রশ্নের মুহূর্তেই সঠিক উত্তর দিয়ে রীতিমতো আলোড়ন তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। তবে প্ল্যাটফর্মটি চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত বেশিরভাগ প্রশ্নের উত্তরই ঠিকভাবে দিতে পারে না বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে।লং ল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চ্যাটজিপিটির ফ্রি ভার্সনে চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত মোট ৩৯ টি প্রশ্ন করেন। প্রশ্নগুলো মূলত বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজ অফ ফার্মেসির ড্রাগ ইনফরমেশন সার্ভিসের কাছ থেকে নেওয়া হয়েছে।পরবর্তীতে চ্যাটজিপিটির প্রদত্ত উত্তরগুলি প্রশিক্ষিত ফার্মাসিস্টদের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে। সেখানে দেখা যায়, চ্যাটজিপিটি মাত্র ১০ টি প্রশ্নের সঠিক জবাব দিতে পেরেছে; যা অনুপাতের হিসেবে প্রায় এক-চতুর্থাংশ। অন্য ২৯ টি প্রশ্নের ক্ষেত্রে উত্তরগুলো ছিল হয় ভুল নয়তো অসম্পূর্ণ। গবেষণাটির ফলাফল গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি ফর হেলথ-সিস্টেম ফার্মাসিস্টের বাৎসরিক মিটিংয়ে তুলে ধরা হয়। ওপেনএআইয়ের মালিকানাধীন চ্যাটবট চ্যাটজিপিটি গত বছরের নভেম্বর মাসে বাজারে আনা হয়। এরপর দ্রুতই বাড়তে থাকে এর ব্যবহারকারীর সংখ্যা। মাত্র ২ মাসেই যা ১০০ মিলিয়নের মাইলফলক ছাড়িয়ে যায়। সূত্র বিজনেস স্ট্যান্ডার্ড্

হামাস-ইসরায়েল যুদ্ধ: ক্ষীণ হয়ে আসছে নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার পর্যন্ত ইরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ১৮ হাজারে পৌঁছেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের বিরামহীন বোমার হামলার কারণে সেখানে নতুন করে একটি যুদ্ধবিরতি কার্যকর করার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি।
তার বরাত দিয়ে বিবিসি বলেছে, তারপরও একটি যুদ্ধবিরতিতে রাজি করাতে দুই পক্ষকে কাতার চাপ দিয়ে যাবে।
সম্প্রতি দোহা ফোরামে এ কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী। হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই যুদ্ধবিরতি কার্যকরে দুই পক্ষের মধ্যস্থতা করে আসছে কাতার। নভেম্বরের শেষ দিকে এক সপ্তহের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি কার্যকরে মূল ভূমিকা পালন করে মধ্যপ্রাচ্যের দেশটি। সূত্র: বিডি নিউজ