জাতীয় আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

যুক্তরাজ্যকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন আফগান যোদ্ধারা

এক সময় আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর সঙ্গে তালেবানের বিরুদ্ধে লড়াই করেছিলেন আফগান বিশেষ বাহিনীর সদস্যরা। তবে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর তাদের অনেকেই নিজ দেশ থেকে বিতাড়িত হন। এ সেনাদের অনেকে পাকিস্তানে পালিয়ে যান। এখন পাকিস্তানও বলছে, আফগান শরণার্থীদের বিতাড়িত করা হবে। আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের গোপন একটি নেটওয়ার্কের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে বিবিসি খবরটি প্রকাশ করেছে। বিতাড়িত হতে যাওয়া কয়েকজন আফগান সেনা সদস্যদের সঙ্গেও কথা বলেছে বিবিসি। তারা বলছেন, তালেবানশাসিত আফগানিস্তানে ফিরে যাওয়াটা তাদের জন্য নিরাপদ নয়। কেউ কেউ মনে করেন, যুক্তরাজ্য আশ্রয় না দিয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সূত্র: বিডি প্রতিদিন।

সবচেয়ে বড় মুসলিম হাইস্কুলের অর্থায়ন বন্ধ করছে ফ্রান্স

ফ্রান্সের সবচেয়ে বড় মুসলিম উচ্চবিদ্যালয়ের (হাইস্কুল) অর্থায়ন বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা গতকাল সোমবার জানান, প্রশাসনিক ব্যর্থতা ও প্রশ্নবিদ্ধ শিক্ষাপদ্ধতির কারণে বিদ্যালয়টির বরাদ্দ বন্ধ করা হচ্ছে। যদিও কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি, মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপর বিস্তৃত দমন-পীড়নের অংশ হিসেবে ফরাসি সরকার এমন উদ্যোগ নিয়েছে। বিদ্যালয়টির নাম প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েস। ফ্রান্সের উত্তরাঞ্চলের লিলে শহরে এর অবস্থান। ফরাসি ভূখণ্ডের প্রথম মুসলিম বিদ্যালয় হিসেবে ২০০৩ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। এখানে আট শতাধিক শিক্ষার্থী রয়েছে। ২০০৮ সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তি করে বিদ্যালয়টি। এর আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালয়টিতে ফ্রান্সের নিয়মিত শিক্ষাক্রমে শিক্ষার্থীদের পড়ানো হয়। পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়। সূত্র; প্রথম আলো

হামাসকে আত্মসমর্পণের ডাক নেতানিয়াহুর

উত্তরের পর এবার দক্ষিণ গাজার খান ইউনুস শহর তছনছ করে দিচ্ছে ইসরাইল। রোববার রাতভর দফায় দফায় হামলা চালিয়েছে এই শহরে। পালটা প্রতিক্রিয়ায় তেল আবিবের পাশের হলন শহরে রকেট হামলা চালিয়েছে হামাস। সোমবার এক বিবৃতিতে ইসরাইলি পুলিশ জানিয়েছে হামলায় বড় ক্ষতি হয়নি। একজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। আগের দিন রোববার সামরিক শাখার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি অডিও ক্লিপে হামাস মুখপাত্র আবু ওবেদা বলেছেন, আলোচনা অথবা প্রতিরোধের শর্তে সম্মত না হলে জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পাবে না ইসরাইল। এএফপি, আলজাজিরা। দক্ষিণ গাজায় পৈশাচিক হামলার মাঝেই হামাসকে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার হামাস প্রধানকে উদ্দেশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হামাসের সময় ঘনিয়ে এসেছে। কারণ, দুই মাসের মাথায় এসে ইসরাইলি অভিযান আরও জোরদার হয়েছে। এখনো যুদ্ধ চলছে, কিন্তু এটা হামাসের শেষের শুরু। আমি হামাস যোদ্ধাদের বলছি-এটাই শেষ। ইয়াহিয়া সিনওয়ারের জন্য মরবেন না। এখনই আত্মসমর্পণ করুন। এদিকে হামাস উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় তাদের যোদ্ধাদের আত্মসমর্পণের বিষয়ে ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, হামাসের নায়করা কখনো আত্মসমর্পণ করে না। ইসরাইলি গণমাধ্যমে চোখ বাঁধা অর্ধনগ্ন যেসব ব্যক্তির ছবি প্রকাশ করেছে, তারা ফিলিস্তিনের নিরীহ বেসামরিক নাগরিক। হাত-পা বেঁধে পাশে অস্ত্র রেখে তাদের হামাস সদস্য সাজানোর চেষ্টা চলছে। সূত্র: যুগান্তর

Nagad

বৈশ্বিক খাদ্য সংকটের নতুন হুমকি হিসেবে উঁকি দিচ্ছে পেঁয়াজের ঘাটতি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ক্যাটারিং ব্যবসা পরিচালনা করেন লালাইন বাসা নামের এক ব্যক্তি। তিনি স্প্রিং রোল (এক ধরনের খাবার) তৈরির জন্য এক কেজি পেঁয়াজ কিনতে বাজারে গিয়েছিলেন। কিন্তু, পেঁয়াজের আকাশছোঁয়া দামের কারণে মাত্র আধা কেজি পেঁয়াজ কিনে ফিরতে হয়েছে তাকে। পরিমাণ অনুযায়ী পেঁয়াজ না হওয়ায় তিনি বাধ্য হয়ে রেসিপিতেই পরিবর্তন আনেন। এদিকে মরক্কোর রাজধানী রাবাতের বাসিন্দা ফাতিমা অতিরিক্ত দামের কারণে পেঁয়াজ আর টমেটো কেনা ছেড়েই দিয়েছেন। এর পরিবর্তে তিনি তাজিন (মরক্কোর একটি বিশেষ খাবার) রান্নার জন্য আর্টিচোক (এক ধরনের সবজি) ব্যবহার করছেন। তিন সন্তানের এই মা বলছিলেন, ‘বাজারে আগুন জ্বলছে।’ ম্যানিলা থেকে রাবাতের দুরত্ব ১২ হাজার কিলোমিটারেরও বেশি। খাদ্য সরবরাহের বৈশ্বিক সংকট কীভাবে একটি উদ্বেগজনক পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে, তা বিশ্বের দুই প্রান্তের এই দুই নারীর অভিজ্ঞতা থেকে অনুমান করা যায়।সাম্প্রতিক মাসগুলোতে গম এবং শস্যের দাম কমেছে। এতে কিছুটা হলেও উদ্বেগ কমেছে ঠিকই, কিন্তু অস্থিরতা শুরু হয়েছে সবজি বাজারে। দীর্ঘদিন ধরেই সবজির বাজার ঊর্ধ্বমুখী। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে পেঁয়াজ। ধীরে ধীরে অতি-প্রয়োজনীয় এই উপকরণটির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

মার-এ-লাগো বিক্রির অযোগ্য শ্বেতহস্তী

ফ্লোরিডা অঙ্গরাজ্যে মার-এ-লাগো গলফ রিসোর্টের মূল্য নিয়ে জালিয়াতির অভিযোগে নিউ ইয়র্কের আদালতে ডোনাল্ড ট্রাম্প, তাঁর দুই ছেলে ও ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে বিচার চলছে। স্থানীয় সময় গতকাল সোমবার জালিয়াতির মামলায় আদালতে হাজির হওয়ার কথা ছিল ট্রাম্পের।কিন্তু গত রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা সম্পর্কে তাঁর কিছুই বলার নেই। ১৭.৫ একর জমিতে নির্মিত এই রিসোর্টের মূল্য নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য শোনা গেছে। কর নথি বিশ্লেষণের পর আদালত বলেছেন, এর দাম এক কোটি ৮০ লাখ ডলার। আরেক সাক্ষী বলেছেন, রিসোর্টটির দাম ১০০ কোটি ডলারের বেশি। সূত্র: কালের কণ্ঠ

ইউক্রেনের সামনে অন্ধকার

পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের বড় শক্তি ছিল যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সহায়তা। ওয়াশিংটন ও তার মিত্রদের সাহায্যে রণাঙ্গনে বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল কিয়েভ। তবে যুদ্ধের দুই বছরের দ্বারপ্রান্তে এসে যুক্তরাষ্ট্রের পিঠটান দেখতে পাচ্ছে আগ্রাসনের শিকার দেশটি। সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেছে। এতে গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছে ইউক্রেন। ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এমনকি ইইউতে কিয়েভের যোগদানও অনিশ্চিত করে তুলেছে রাশিয়ার মিত্র হাঙ্গেরি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য আরও খারাপ সংবাদ এসেছে নিজ দেশ থেকেই। যুদ্ধ শুরুর পর দেশটিতে ব্যাপক রাজনৈতিক ঐকমত্য গড়ে উঠলেও এখন তাতে বড় ধরনের ফাটল ধরেছে। এমনকি সেনাপ্রধানের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়েছেন জেলেনস্কি। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ার করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হয়ে গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে জয়ী হতে পারেন। সূত্র: সমকাল

দুর্নীতির দায়ে সাবেক আফগান স্পিকার, আইনপ্রণেতা ও ৪৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আফগানিস্তানের সাবেক স্পিকার, আইনপ্রণেতা ও সংশ্লিষ্ট ৪৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আফগান নিরাপত্তা বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র সরকারের তহবিলের মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সাবেক দুই আফগান কর্মকর্তার পরিচয় প্রকাশ করেছে। তারা হচ্ছেন মীর রহমান রাহমানি এবং তার ছেলে আজমল রাহমানি। ২০১৯ সাল থেকে ২০২১ পর্যন্ত আফগান পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করেছেন মীর রহমান রাহমানি। তার ছেলে আজমল রাহমানি একজন সাবেক আইনপ্রণেতা, যিনি কাবুলের অভিজাতদের কাছে বুলেটপ্রুফ যানবাহন বিক্রির ব্যবসার জন্য ‘আর্মার্ড আজমল’ নামে পরিচিত। সূত্র: আজকের পত্রিকা।

জম্মু-কাশ্মির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রতিক্রিয়া
বিজেপির বহুদিনের চেষ্টা যেন বৈধতা পে

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে ভারতের সুপ্রিম কোর্ট। আসন্ন লোকসভা নির্বাচনের আগে, এ রায়কে বড় জয় হিসেবে দেখছে মোদি সরকার। অবশ্য সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ অঞ্চলটির রাজনীতিকরা। তাদের অভিযোগ, জনগণের অধিকার হরণ করা হলো । ভারতের সঙ্গে বিরোধপূর্ণ অঞ্চলটিকে নিয়ে এ রায় প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকারও। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, গেলো কয়েক বছর অনেকটাই রাজনৈতিক আলোচনার বাইরে ছিলো জম্মু-কাশ্মির। কিন্তু সেখানকার বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে সুপ্রিম কোর্টের রায়ের পরই ফের অঞ্চলটিকে ঘিরে আলোচনাস-সমালোচনা শুরু হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। চলছে বিতর্ক, কথার লড়াই। দীর্ঘদিন ধরেই ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিরোধিতা করে আসছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। এমনকি এই অনুচ্ছেদ বিলোপ তাদের ২০১৯ সালের নির্বাচনী তফসিলের অংশও ছিল। আর তাই আসন্ন নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এ রায়কে ঐতিহাসিক আখ্যা দিচ্ছে দলটি। সূত্র: দেশ রুপান্তর

গাজায় বন্দিদের ‘অস্ত্র সমর্পণের’ দাবি করা ছবি নিয়ে প্রশ্ন আর সন্দেহ

গাজায় আটক উলঙ্গ ফিলিস্তিনি বন্দিদের ইসরায়েলি বাহিনীর কাছে ‘অস্ত্র সমর্পণ’ করার কিছু ছবি নিয়ে নানা ধরণের জল্পনা আর প্রশ্ন তৈরি হয়েছে। ওই ঘটনার সময়কার সার্বিক পরিস্থিতি এবং তার ছবি তোলার বিষয়টি নিয়ে নানা ধরণের সন্দেহ দানা বাধছে। প্রাথমিকভাবে একই দৃশ্যের দুটি ভিডিও দেখা যাচ্ছে, যেখানে অন্তর্বাস পরিহিত এক ব্যক্তি অস্ত্র জমা দেয়ার নির্দেশ মেনে মাটিতে অস্ত্র রাখছেন। কিন্তু দুটি ভিডিওর মধ্যে সামান্য পার্থক্য থাকার কারণে মনে করা হচ্ছে যে, হয়তো কয়েকটি ‘ধাপে’ এটি একাধিকবার ধারণ করা হয়েছে।বিবিসি ভেরিফাই এই ফুটেজ যাচাই করে দেখেছে এবং তারা বলছে যে, দুটি ভিডিও ক্লিপই একটি চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে মোট তিনটি বন্দুক সমর্পণ করা হয়েছে।কিন্তু প্রকৃত পরিস্থিতি এবং ভিডিও প্রকাশ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্র: বিবিসি বাংলা

হামাস-ইসরায়েল যুদ্ধ: ক্ষীণ হয়ে আসছে নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা

হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের বিরামহীন বোমার হামলার কারণে সেখানে নতুন করে একটি যুদ্ধবিরতি কার্যকর করার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি।
তার বরাত দিয়ে বিবিসি বলেছে, তারপরও একটি যুদ্ধবিরতিতে রাজি করাতে দুই পক্ষকে কাতার চাপ দিয়ে যাবে।সম্প্রতি দোহা ফোরামে এ কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী। হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই যুদ্ধবিরতি কার্যকরে দুই পক্ষের মধ্যস্থতা করে আসছে কাতার। নভেম্বরের শেষ দিকে এক সপ্তহের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি কার্যকরে মূল ভূমিকা পালন করে মধ্যপ্রাচ্যের দেশটি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ এখন পূর্ণ গতিতে চলছে।সম্প্রতি তিনি জানিয়েছেন, হামাসের কয়েকডজন সদস্য অস্ত্র জমা দিয়ে তাদের সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে।“হামাসের শেষের শুরু এটি,” বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলের হামলায় গাজায় যখন মানবিক সঙ্কট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখনই এসব বক্তব্য এলো। সূত্র: বিডি নিউজ