এমসিএস’র উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে কম্পিউটার সার্ভিসিং

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

রাজধানীতে বিনামূল্যে কম্পিউটার সার্ভিসের ব্যবস্থা করেছেন-মতিঝিল কম্পিউটার সোসাইটি’র (এমসিএস)। তাদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী (১৭-২১ ডিসেম্বর) আয়োজন করা হচ্ছে ‘‘ফ্রি কম্পিউটার সার্ভিস সপ্তাহ। যেখানে গ্রাহকরা বিনামূল্যে ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার,. ইউপিএসসহ অন্যান্য পণ্যে বিনা মূল্যে সার্ভিসিং করতে পারবেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন এমসিএস’র সভাপতি মো. আবুল হাসান। তিনি বলেন-ঢাকার মতিঝিলে অবস্থিত গাউছেপাক কম্পিউটার মার্কেট এবং রহমানিয়া কম্পিউটার সিটিতে পণ্যেগুলো বিনা মূল্যে সেবা উপভোগ করতে পারবেন।

তিনি সারাদিন ডট নিউজকে বলেন, আমাদের এই সার্ভিস সপ্তাহে-যোকোনো গ্রাহক রাজধানী অথবা বাহিরের গ্রাহকরা- তাদের ব্যবহৃত ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, ইউপিএস, ইত্যাদি কম্পিউটার পণ্য বিনামূল্যে সার্ভিস করাতে পারবে। পণ্যটি কোথা থেকে কেনা কিংবা কোন ব্র্যান্ডের আমাদের কাছে মুখ্য নয়। সবাই এই সেবা পাবেন।

তিনি আরও বলেন, ‘‘আমাদের মতিঝিলেই রয়েছে বিভিন্ন প্রযুক্তি পণ্য আমদানি কারক ও সেবাদানকারি প্রতিষ্ঠান। তাদের শোরুমের পাশাপাশি রয়েছে বিশ্বখ্যাত কয়েকটি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানদেরও শোরুম। তাই প্রযুক্তি পণ্য ক্রেতাদের পণ্যের সঠিক ও মানসম্মত সেবা প্রদানের লক্ষে এবং নির্দিষ্ট পণ্যের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান থেকে সরাসরি পণ্যের বিনা মূল্যে সেবা দেয়ার লক্ষেই আমাদের এই আয়োজন।’’

আগামী ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সব সেবা পাবে। আমাদের গ্রাহক ও ক্রেতার সেবার প্রতি লক্ষ্য রেখে প্রতিনিয়ত নতুন কিছু সেবা এবং অফার দেয়ার চেষ্টা করছি। প্রযুক্তি পণ্য ব্যবহারকারীরা তাদের সমস্যাযুক্ত ল্যাপটপ, ডেস্কটপ ও প্রিন্টারের জন্য বিনা মূল্যে এই সেবা নিতে পারবেন।’

এ সময় আরও জানানো হয়-আপনার ব্যবহৃত যে কোনো ব্রান্ডের ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টারের যেকোনও কারিগরি সমস্যার সমাধান দেয়া হবে বিনা মূল্যে। সকল ক্রেতারা প্রযুক্তি পণ্যের যাবতীয় সেবাসমূহ বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।

Nagad

সারাদিন. ১২ ডিসেম্বর