জাতীয় আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

তাইওয়ানের আকাশে আবার ‘চীনা বেলুন’

তাইওয়ান প্রণালির ওপর দিয়ে গতকাল রোববার দুটি বেলুন উড়ে গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আবহাওয়াসংক্রান্ত বেলুন দুটি চীনের হতে পারে। এ নিয়ে চলতি মাসে তাইওয়ানের কাছাকাছি দুই দফায় বেলুন উড়ে যাওয়ার ঘটনা ঘটল।গুপ্তচরবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের সম্ভাবনার বিষয়টি গত ফেব্রুয়ারিতে জোরেশোরে আলোচনায় এসেছিল। সে সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা একটি চীনা নজরদারি বেলুন গুলি করে নামিয়েছে। তবে চীন বলেছিল, বেসামরিক কাজে ব্যবহৃত বেলুনটি দুর্ঘটনাবশত অন্যদিকে চলে গেছে।আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সামরিক ও রাজনৈতিক—উভয় ধরনের চীনা কর্মকাণ্ডের ব্যাপারে জন্য চরম সতর্ক রয়েছে তাইওয়ান। তাইপের সন্দেহ, চীন এ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সকাল নয়টার দিকে এবং পরে বেলা পৌনে তিনটার দিকে দুটি বেলুন শনাক্ত করা হয়েছে। উত্তর তাইওয়ানের বন্দর শহর কিলুং থেকে ২০৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে বেলুন দুটি শনাক্ত করা হয়। সুত্র: প্রথম আলো

 

ইসরায়েল-গাজা যুদ্ধ
যুদ্ধবিরতির পশ্চিমা আহ্বানেও অনড় নেতানিয়াহু ও হামাস
* পশ্চিমা মিত্রদের চাপ সৃষ্টির বিরল ঘটনা * লড়াই থামাতে রাজি নন নেতানিয়াহু * গাজা ও পশ্চিম তীরে রক্ত ঝরছেই

ফিলিস্তিনের গাজা উপত্যকায় কার্যকর যুদ্ধবিরতির আহবান জানিয়েছে ইসরায়েলের পশ্চিমা মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তবে অব্যাহত চাপের মুখেও যুদ্ধবিরতির বিপক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় হামলা বন্ধ না হলে জিম্মি মুক্তি নিয়ে নতুন কোনো আলোচনা করবে না বলে জানিয়ে দিয়েছে হামাসও। যুক্তরাজ্য ও জার্মানি যৌথভাবে দীর্ঘমেয়াদি ‘টেকসই’ যুদ্ধবিরতির আহবান জানিয়েছে।ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ওই যৌথ বিবৃতিতে বলেন, তাঁরা ইসরায়েল-গাজায় ‘টেকসই যুদ্ধবিরতি’ দেখতে চান। বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়, গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছে। সূত্র: কালের কণ্ঠ

দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর

Nagad

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভির-স্থানীয় সময় রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী জানান, প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি তাদের নির্বাচনী প্রচারণা শেষে হেডকোর্য়ার্টার থেকে বের হওয়ার পরপরই তাদের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যাচ্ছে। গড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিরাপত্তা কর্মকর্তারা তা নিয়ে যান। সূত্র : সমকাল

গাজা যুদ্ধের ৭২ দিন
জীবন্ত পিষে ফেলছে ইসরাইল
কবরস্থানে হামলা-ভাঙচুর, লাশ চুরি * ‘টেকসই যুদ্ধবিরতি’র আহ্বান যুক্তরাজ্য-জার্মানির, ফ্রান্সের

টানা নয় দিন অবরোধের পর এবার উত্তর গাজার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। হাসপাতালের ভেতরেই শুধু নয়, চারপাশে অন্যান্য স্থাপনায়ও চালিয়েছে বুলডোজার-তাণ্ডব। জীবন্ত পিষে ফেলছে আহত ফিলিস্তিনিদের! জেনেভা-ভিত্তিক ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর গণমাধ্যম ও মেডিকেল ক্রুদের কাছ থেকে পাওয়া সাক্ষ্যের বরাত দিয়ে শনিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার একই খবর দিয়েছে বার্তা সংস্থা আলজাজিরাও। জানিয়েছে, হাসপাতালের আঙিনায় তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা বুলডোজারের নিচে চাপা পড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়েই চলছে। ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর শুক্রবার জারি করা এক বিবৃতিতে ইসরাইল প্রায় ২৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে অনুমান করেছে। যার মধ্যে প্রায় ১০ হাজার শিশু।
কামাল আদওয়ান হাসপাতালে হামলার ব্যাপারে ইউরো-মেড মনিটর জানায়, শনিবার সকালে হাসপাতালটিতে ঢুকে এর দক্ষিণ অংশ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় ইসরাইল। প্রতিটি বালুর স্তূপের ভেতর থেকে অন্তত একটি করে মৃতদেহ দেখা যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হাসপাতালে হামলার সময় ইসরাইলি বাহিনী হাসপাতালের বাইরের গেট, প্রশাসনিক ভবনের অংশ ও ফার্মেসি ধ্বংস করে দেয়। এ সময় একটি ওষুধের দোকানে আগুন দেয় তারা। এদিন হাসপাতালের পানির কূপ, বিদ্যুৎ জেনারেটর ও অক্সিজেন স্টেশন ধ্বংস করেছে ইসরাইলি সেনারা। এছাড়া ইসরাইলের হামলায় হাসপাতালের প্রাঙ্গণে বড় গর্ত তৈরি হয়ে এর আগে এখানে কবর দেওয়া ২৬ জন ফিলিস্তিনির মৃতদেহ মাটির ওপরে উঠে আসে। ফিলিস্তিনিদের মৃতদেহ উত্তোলনের মাধ্যমে ইসরাইল মৃতদের মর্যাদা লঙ্ঘন করেছে বলে মনে করছে ইউরো-মেড মনিটর। সূত্র: যুগান্তর

আরও চার সেনা হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও চার সেনা হত্যার তথ্য স্বীকার করল ইসরায়েল। এর মধ্য দিয়ে গাজায় স্থল অভিযানে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ১২৬ জনে। নিহত ওই চার সেনা হলেন- উরিজা বায়ার (২০), লিয়াভ আলুশ (২১), ইতান নায়েহ (২৬) এবং তাল ফিলিবা (২৩)।ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।এছাড়াও দুভদেভান ইউনিটের আরে সৈন্য যুদ্ধে গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। সূত্র: টাইমস অব ইসরায়েল-সূত্র: বিডি প্রতিদিন।

জিম্মি মুক্তি নিয়ে আলোচনার ইঙ্গিত ইসরায়েলের
যুদ্ধবিরতি চায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য

হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্স।সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রীর মোহাম্মেদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠকে বসেছিলেন ইসরায়েলের গোয়েন্দাপ্রধান ডেভিড বারনিয়া। সংশ্লিষ্টরা জানান, ওই বৈঠকে যুদ্ধবিরতিসহ জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হয়েছে। গত শুক্রবার হামাসের হাতে আটক থাকা শতাধিক জিম্মির মধ্যে তিনজনকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। এতে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর একদিন পর সংবাদ সম্মেলন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বেনয়ামিন নেতানিয়াহু সেখানে বলেন, ‘‌গাজায় যে সংঘাত চলছে, সেটি অস্তিত্বের লড়াই। চাপ থাকা সত্ত্বেও বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এ লড়াই চালিয়ে যেতে হবে। গাজায় কোনো সামরিক বাহিনী থাকবে না। তবে সেখানকার নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের হাতে থাকবে।’যদিও হামাসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন একেবারে না থামলে বন্দি বিনিময়ের কোনো আলোচনায় যেতে রাজি নয় তারা। সূত্র: বণিক বার্তা।

ন্যাটোতে হামলার কোনো পরিকল্পনা নেই, বাইডেনের মন্তব্য পুরোই ‘ননসেন্স’: পুতিন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জিতে গেলে রাশিয়া ন্যাটোভুক্ত দেশেও হামলা করতে পারে– মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যকে একেবারেই ‘ননসেন্স’ বলে উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি জানিয়েছেন, সামরিক জোট ন্যাটোর সঙ্গে লড়াই করার কোনো আগ্রহ নেই রাশিয়ার। ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর চলমান ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এর পরিপ্রেক্ষিতে বাইডেন গত বছর সতর্ক করে বলেছিলেন, ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘাটবে।এ মাসের শুরুর দিকে ইউক্রেনে আরও সামরিক সহায়তা বন্ধ না করতে রিপাবলিকানদের প্রতি এক অনুরোধে বাইডেন সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনে জয়লাভ করলে রুশ নেতা থামবেন না; তিনি ন্যাটোর দেশেও আক্রমণ করবেন।মার্কিন নেতার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে রোববার (১৭ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, “এগুলো সম্পূর্ণ বাজে কথা (ননসেন্স)। আমি মনে করি, প্রেসিডেন্ট বাইডেন নিজেও সেটি জানেন। রাশিয়ার ব্যাপারে নিজের নেওয়া ভুল নীতিকে বৈধতা দিতেই তিনি এমন মন্তব্য করেছেন।” সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বাইডেনের মোটর শোভাযাত্রার দুই গাড়ির সংঘর্ষ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মোটর শোভাযাত্রার একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনও নিরাপদে রয়েছেন। বাইডেনের নিজ এলাকা ডেলাওয়্যারে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, সংঘর্ষ ঘটার একটু আগে প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন মোটর শোভাযাত্রা থেকে নেমে তাদের নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ে চলে যান। তাঁর দুজনেই নিরাপদ রয়েছেন। সূত্র: আজকের পত্রিকা ।

সাদা কাপড়ের ওপর উচ্ছিষ্ট খাবার দিয়ে লিখে সাহায্য চেয়েছিলেন নিহত জিম্মিরা

গাজায় ইসরায়েলি সৈন্যরা ভুল করে নিজেদের যে তিন জিম্মিকে মেরে ফেলেছে, মৃত্যুর আগে তারা সাদা কাপড়ের ওপর উচ্ছিষ্ট খাবার দিয়ে চিহ্ন ও শব্দ লিখে সাহায্যের আবেদন জানিয়েছিলেন।সাদা কাপড়টি উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা। কাপড়ে “সাহায্য করুন”, “তিন জিম্মি” এবং “এসওএস” চিহ্ন লেখা ছিল বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা।মৃত্যুর আগে কোন এক সময় জিম্মিরা এটি লিখেছে বলে ধারণা করা হচ্ছে।তারা বেশ কিছুদিন ধরেই ঐ ভবনটিতে অবস্থান করছিলেন বলেও ধারণা করছে আইডিএফ।
আইডিএফের কর্মকর্তারা এটাও স্বীকার করেছেন যে, সাদা পতাকাধারী ব্যক্তিদের হত্যা করে সৈন্যরা “নিয়ম লঙ্ঘন” করেছে। সূত্র: বিবিসি বাংলা।

প্রয়াত আমিরকে শ্রদ্ধা জানাতে কুয়েতে বিশ্বনেতারা
“জাতি একজন অসাধারণ পিতাকে হারিয়েছে। তিনি কখনো মানুষে মানুষে ভেদাভেদ করতেন না।”

কুয়েতের প্রয়াত আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহকে শ্রদ্ধা জানাতে কুয়েতে জড়ো হয়েছেন শ্বনেতারা। রোববার স্থানীয় সময় ভোরে শেখ নাওয়াফকে কবর দেয়া হয়। আগের দিন শনিবার তিনি মারা যান। গল্ফ আরব দেশটির নতুন আমির হিসেবে শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ এর নাম ঘোষণা করা হয়েছে, যিনি প্রয়াত আমিরের সৎ ভাই। ৮৩ বছর বয়সের শেখ মেশাল এতদিন যুবরাজের দায়িত্ব পালন করেছেন। যদিও ২০২১ সাল থেকে তিনিই কার্যত কুয়েত শাসন করেছেন। শেখ নাওয়াফ অসুস্থতার কারণে আমিরের অনেক দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।কুয়েতের পার্লামেন্টে শপথ গ্রহণের মাধ্যমে আমিরের আসনে বসবেন শেখ মেশাল। নিজের উত্তরসূরি ঘোষণার জন্য তিনি সর্বোচ্চ এক বছর সময় পাবেন।প্রয়াত শেষ নাওয়াফকে শেষ শ্রদ্ধা জানাতে কুয়েতে গিয়েছেন প্রতিবেশী সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবাং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তাদের আলাদা আলাদা ভাবে শেখ মেশালের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সূত্র: বিডি নিউজ