আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩

ইইউতে নিট পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন শীর্ষে

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিট পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। দাম ও পরিমাণ, উভয় ক্ষেত্রেই এখন ইইউতে শীর্ষ নিট পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বাংলাদেশ থেকে ইইউভুক্ত দেশগুলো ৯০০ কোটি মার্কিন ডলারের নিট পোশাক নিয়েছে। একই সময়ে চীন থেকে তারা ৮৯৬ কোটি ডলারের নিট পোশাক আমদানি করে। বছরের ৯ মাস বিবেচনায় এই প্রথমবারের মতো ইইউতে বাংলাদেশের নিট পোশাক রপ্তানি চীনকে ছাড়িয়ে গেল। একই সঙ্গে পরিমাণের দিক থেকেও শীর্ষে রয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে ইইউ বাংলাদেশ থেকে ৫৭ কোটি ১০ লাখ কেজি নিট পোশাক আমদানি করেছে। একই সময়ে চীন থেকে তাদের আমদানির পরিমাণ ছিল ৪৪ কোটি ২০ লাখ কেজি।বিজিএমইএর সভাপতি ফারুক হাসান সোমবার এক চিঠির মাধ্যমে সংগঠনটির সদস্য ও সাংবাদিকদের এ তথ্য জানান। চিঠিতে তিনি বলেন, গত বছর ইইউতে পরিমাণের দিক থেকে বাংলাদেশ নিট পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে গিয়েছিল। গত বছর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ১৩৩ কোটি কেজি। একই সময়ে ইইউতে চীনের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ১৩১ কোটি কেজি। ওই বছর ইইউতে বাংলাদেশ ৭৩০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিল, যা ছিল চীনের চেয়ে কম। কিন্তু এ বছরের প্রথম ৯ মাসে প্রথমবারের মতো নিট পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেছে বাংলাদেশ। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। সূত্র: প্রথম আলো

প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই ভোটের মাঠে প্রচারে নেমেছেন প্রার্থীরা। গতকাল সোমবার সারা দেশে দলীয় প্রতীকের পাশাপাশি নিজ নিজ আসনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ সময় কোনো কোনো প্রার্থী নিজেই উপস্থিত ছিলেন। কেউ আবার প্রতিনিধি পাঠিয়ে প্রতীক সংগ্রহ করেছেন। প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরানিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের নৌকা, লাঙল, চেয়ার, মোমবাতি, হাতপাখা, ফুলের মালাসহ দলীয় প্রতীক দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে। স্বতন্ত্র প্রার্থীরা ইগল, ট্রাক, ফুলকপি, তরমুজ, বেঞ্চসহ বিভিন্ন ধরনের প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থী এবং তাঁদের অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।ব্যানার, ফেস্টুন নিয়ে বাদ্য বাজিয়ে অনেকেই মিছিল করেছেন। মিষ্টি বিতরণ করেছেন। সংক্ষিপ্ত সমাবেশ করেও প্রার্থীরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক প্রার্থী ভোট চেয়ে বক্তৃতা দিয়েছেন। সূত্র: কালের কণ্ঠ

বেশির ভাগ অ্যান্টিবায়োটিক ৯০ শতাংশ অকার্যকর
মানবদেহে সংক্রমণ ঘটানো প্রধান জীবাণুগুলোর বিরুদ্ধে বাংলাদেশে ব্যবহৃত প্রথম ও দ্বিতীয় ধাপের বেশির ভাগ অ্যান্টিবায়োটিক প্রায় ৯০ ভাগ অকার্যকর হয়ে পড়েছে। এর প্রথম ও প্রধান কারণ অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার। এভাবে চলতে থাকলে সাধারণ সংক্রমণে মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা মনে করছেন, রোগীর শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হওয়ার কারণে ২০৫০ সালের দিকে হয়তো করোনায় মৃত্যুর চেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যাবে। দেড় বছর ধরে রাজধানীসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আসা ৭২ হাজার ৬৭০ জন রোগীর নমুনা পরীক্ষা করে এই ফল জানা গেছে।
গতকাল সোমবার দুপুরে বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সংক্রামক ব্যাধি চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও কার্যকারিতার চ্যালেঞ্জ’ শীর্ষক জরিপের ফলাফলে এ তথ্য তুলে ধরেন ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফজলে রাব্বি চৌধুরী। অনুষ্ঠানে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার একটি গবেষণাপত্র তুলে ধরেন। সূত্র: সমকাল

হাড্ডাহাড্ডি ১২৬ আসনে
♦ নৌকার সঙ্গে মূল লড়াই স্বতন্ত্র, কোথাও কোথাও লড়াই হবে ত্রিমুখী ♦ অনেক হেভিওয়েট চ্যালেঞ্জে, ১৭৪ আসনে নির্ভার প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে গতকাল। প্রতীক পেয়েই প্রচার শুরু করেছেন প্রার্থীরা। মাঠের বিরোধী দল বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন বেশ জমজমাট হওয়ার আভাস মিলেছে। কোথাও আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র, কোথাও জাতীয় পার্টি, কোথাও অন্য দলের প্রার্থীর সঙ্গে তুমুল লড়াই হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সারা দেশে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১২৬টিতে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা-৪ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এখানে নৌকা নিয়ে লড়ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম। লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। দলের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ড. আওলাদ হোসেন। সূত্র: বিডি প্রতিদিন

Nagad

হতাশা নিয়েই ভোটের মাঠে আ.লীগের শরিকরা
শেষ পর্যন্ত বৈতরণী পার হতে পারবেন কিনা- এ নিয়েও উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন

প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিকদের। আসন ভাগাভাগিতে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ফলে জন্ম হয়েছে ক্ষোভ এবং হতাশা। এ সত্ত্বেও দিন শেষে ভোটযুদ্ধে নেমেছেন নৌকায় ওঠা তিন শরিক দলের ছয় নেতা। তবে এবার আর ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে লড়াই করেই জয়ী হতে হবে তাদের। ফলে শেষ পর্যন্ত বৈতরণী পার হতে পারবেন কিনা- এ নিয়েও উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন তারা।আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে ১৭ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কয়েক দফা বৈঠক শেষে আওয়ামী লীগ তাদের দীর্ঘদিনের ১৪ দলীয় জোটের তিন শরিক দলের ছয়জনকে নৌকা প্রতীকে ছাড় দেয়। এতে চরম ক্ষুব্ধ হন শরিক দলের নেতারা। অন্যদিকে জাতীয় পার্টিসহ জোট এবং শরিকদের বাইরে নির্বাচনে আসা কয়েকটি মিত্র দলেরও প্রত্যাশা ছিল আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার। শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দেওয়া ছাড়া আর কারও সঙ্গে আসন নিয়ে সমঝোতা করেনি আওয়ামী লীগ। সূত্র: যুগান্তর

১৪ ব্যাংকে মূলধন ঘাটতি

ব্যাংক খাতে তারল্যসংকটের পাশাপাশি মূলধন ঘাটতিও বিরাজ করছে। চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের ১৪টি ব্যাংকে মূলধন ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংক খাতে গত জুন প্রান্তিকে সার্বিক মূলধন ঘাটতির পরিমাণ ছিল ৩৩ হাজার ৭৪৪ কোটি টাকা; যা পরবর্তী তিন মাসে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫০৮ কোটি টাকা। হিসাব করে দেখা গেছে, তিন মাসের ব্যবধানে মূলধন ঘাটতি বেড়েছে ৩ হাজার ৭৬৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশে বর্তমানে মূলধন সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের (রিস্ক ওয়েটেড অ্যাসেট) ১০ শতাংশ বা ৪০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ মূলধন সংরক্ষণে বাধ্য থাকবে। মূলধন ঘাটতিতে থাকা ব্যাংক শেয়ারধারীদের লভ্যাংশ দিতে পারে না। সূত্র: আজকের পত্রিকা।

ডেডলাইন মিসের ক্ষোভ বিএনপিতে

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে বিএনপির একের পর এক ডেডলাইন ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ দলটির তৃণমূলের নেতাকর্মীরা। দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি দেওয়া হলেও দায়িত্বশীল নেতারা রাজপথে না থাকায় আন্দোলনে সফলতা আসছে না বলে মনে করছেন তারা। তারা বলছেন, এভাবে শীর্ষ নেতারা আত্মগোপনে থাকলে আন্দোলন সফল হবে না। সরকার যে একতরফা নির্বাচনের পথে হাঁটছে, তাতে আগামী ৭ জানুয়ারির নির্বাচন করে ফেলবে। এতে এতদিনের আন্দোলন ব্যর্থ হবে। একাধিক তৃণমূল নেতা বলছেন, সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকায় আমরা কয়েকটি সমাবেশ করেছি। সমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে। এরপর দলের পক্ষ থেকে বলা হয় সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করলে চূড়ান্ত আন্দোলন। এভাবে একের পর এক আলটিমেটাম দেওয়া হলেও এখন পর্যন্ত আন্দোলন সংগ্রামের ফসল তুলতে পারিনি আমরা। সূত্র: দেশ রুপান্তর

নির্বাচন প্রতিহত করতে ‘চূড়ান্ত আন্দোলনের’ দিকে এগোচ্ছে বিএনপি-জামায়াত

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে প্রতিহত করার পরিকল্পনা নিয়ে আন্দোলনের ছকে এগোচ্ছে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলো।দলীয় সূত্র জানায়, নির্বাচনের তফসিল বাতিলে সরকারকে বাধ্য করতে দেশব্যাপী হরতাল-অবরোধের পাশাপাশি ঢাকায় বড় ধরনের সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে। বিএনপি-জামায়াত সূত্র জানায়, আগামী ২৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্য’ মঞ্চের ঘোষণার পর তারা নির্বাচনবিরোধী কর্মসূচি জোরদার করতে পারে।একটি সূত্র টিবিএসকে জানিয়েছে, চরমোনাই পীর নামে পরিচিত সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশও এক মঞ্চে কর্মসূচিতে থাকার আশ্বাস দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যে যোগ না দিলেও ইসলামি আন্দোলন অন্তত সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে থাকছে—এটা মোটামুটি নিশ্চিত। এছাড়াও নিবন্ধিত-অনিবন্ধিত মিলে অন্তত ৬৪টি দল সরকারের বিরুদ্ধে জোটগত, যুগপৎ ও নিজ নিজ দলীয় ব্যানারে আন্দোলেনে আছে। তারা সবাই ৭ জানুয়ারিকে কেন্দ্র করে আন্দোলন আরও জোরদার করছে।থমিকভাবে ঢাকাসহ সারা দেশে কয়েকটি কর্মসূচি দিয়ে ২৭ ডিসেম্বর থেকে আরও জোরদার কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করছে দলগুলো। নির্বাচনের এক সপ্তাহ আগে থেকেই লাগাতার হরতাল-অবরোধের কর্মসূচি দেওয়া হতে পারে। নির্বাচনের দিন (৭ জানুয়ারি) সারা দেশে হরতালের ডাক দেওয়ারও পরিকল্পনা করছে দলগুলো। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

সরকারের কাছ থেকে প্রণোদনা ও ভর্তুকির অর্থ পাচ্ছে না ব্যাংক
তারল্য সংকট আরো তীব্র হচ্ছে

রেমিট্যান্সের নগদ প্রণোদনা বাবদ সরকারের কাছে প্রায় ৪৬ কোটি টাকা পাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি। অন্যান্য খাতের প্রণোদনা বা ভর্তুকি হিসেবেও প্রায় ৬০ কোটি টাকা পাওনা রয়েছে ব্যাংকটির। রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ব্যাংকটির পাওনা অর্থের পরিমাণও প্রায় ১৪ মিলিয়ন ডলার। সব মিলিয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় ২৬০ কোটি টাকা পাবে এমটিবি। এমটিবির চেয়েও সরকারের কাছে বেশি অর্থ পাবে ঢাকা ব্যাংক পিএলসি। ব্যাংকটির শুধু সার আমদানির ভর্তুকি বাবদ সরকারের কাছে ৪৩৭ কোটি টাকা পাওনা রয়েছে। রেমিট্যান্সের নগদ প্রণোদনা বাবদও প্রায় ৬০ কোটি টাকা পাওনা রয়েছে ঢাকা ব্যাংকের। বিভিন্ন প্রণোদনা প্যাকেজের সুদ ভর্তুকি বাবদ আরো প্রায় ২০ কোটি টাকা পাবে ব্যাংকটি।শুধু বেসরকারি এ দুটি ব্যাংকই নয়, বরং সরকারের কাছে অর্থপ্রাপ্তির এ তালিকায় দেশের সবক’টি ব্যাংকেরই নাম রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেমিট্যান্স ও রফতানি আয়ের বিপরীতে সরকারের কাছে প্রাপ্য প্রণোদনার অর্থ প্রায় ছয় মাসের বকেয়া পড়েছে। ব্যাংকগুলোর সার আমদানির ভর্তুকিও বকেয়া পড়েছে প্রায় দুই বছরের। এছাড়া সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ও পুনঃঅর্থায়ন তহবিলের ভর্তুকিও যথাসময়ে পরিশোধ করা হচ্ছে না। দেশের বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে সরকারের কেনা প্রায় ৩০ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিলও বকেয়া পড়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বকেয়া এ বিদ্যুৎ বিল পরিশোধ করলে সে অর্থ ব্যাংকগুলোয় জমা পড়ত। এ অর্থ থেকে ব্যাংকের ঋণের কিস্তি সমন্বয় করা সম্ভব হতো। সূত্র: বণিক বার্তা ।

‘থার্টি ফার্স্টের’ ২ সপ্তাহ আগেই ঢাকায় নিষিদ্ধ পটকা, ফানুস

ইংরেজি বর্ষবরণে ‘থার্টি ফার্স্ট নাইটের’ আয়োজনকে সামনে রেখে ঢাকায় সব ধরনের আতশবাজি, মশাল মিছিল, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকাণ্ড বন্ধ রাখতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ইংরেজি নতুন বছর শুরুর দুই সপ্তাহ আগে এমন নির্দেশনা এল ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কাছ থেকে।বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।২০২২ সালে থার্টি ফার্স্টের রাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নগরীজুড়ে পটকা ফোটানো ও আতশ পোড়ানো হয়। বিভিন্ন স্থানে ফানুস ওড়ানোর সময় আগুন লাগার খবর আসে। ফানুসের আগুনে নতুন বছরের তিন দিন আগেই চালু মেট্রোরেলের তারও ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: বিডি নিউজ