আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে জাহাজে হুতিদের হামলার নিন্দায় ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল সোমবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ ফোনালাপে তিনি লোহিত সাগরের আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়েছেন। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
হুতিরা সবশেষ গতকালই বলেছে, তারা লোহিত সাগরে পণ্যবাহী দুটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে।হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় বেশ কয়েকটি দেশ দক্ষিণ লোহিত সাগর ও এডেন উপসাগরে যৌথ টহল দিতে রাজি হয়েছে। অবশ্য এই দেশগুলো বলছে, তারা ফিলিস্তিনিদের সমর্থন করছে। সূত্র: প্রথম আলো


গাজায় বাড়ছে যুদ্ধবিরতির চাপ
মানবিক যুদ্ধবিরতির জন্য পশ্চিমা মিত্রদের তাগিদে তোয়াক্কা না করে গাজা উপত্যকায় গতকাল সোমবারও ভারী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় গতকাল বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় শুধু উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১১০ জন নিহত হয়েছে বলে হামাসের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে ইসরায়েল পরিকল্পিতভাবে হামলার মাধ্যমে ফিলিস্তিনিদের ক্ষুধার্ত রেখেছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (ডাব্লিউএইচও)। জাবালিয়ায় বেসামরিক হতাহতের ব্যাপারে ইসরায়েলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে সেখানে ‘সন্ত্রাসীদের স্থাপনায়’ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের আল-ফারা শরণার্থী শিবিরেও ইসরায়েলি বাহিনীর হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে মাহমুদ আব্বাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র: কালের কণ্ঠ
ভারতে ফের করোনার প্রকোপ, ‘জেএন.১’ ভ্যারিয়েন্ট শনাক্ত
ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন পাঁচজন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কেরালায় একজনের শরীরে ‘জেএন.১’ নামে করোনার নতুন একটি উপধরনের সন্ধান পাওয়া গেছে। ভাইরাসটি নিয়ে বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করলেও রাজ্য সরকার নাগরিকদের আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছে।রোববার যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের চারজনই কেরালার বাসিন্দা। বাকি একজন উত্তরপ্রদেশের। করোনার নতুন উপধরন জেএন.১ গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথম পাওয়া যায়। এরপর এটি বেশ কয়েকজন রোগীর শরীরে পাওয়া যায়। সম্প্রতি চীনেও জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাতজনের শরীরে মিলেছে ওই ভাইরাস। বিভিন্ন দেশে করোনা নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে; যা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিভিন্ন দেশকে এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভান কেরকোভে বলেছেন, এ মুহূর্তে যত করোনা আক্রান্ত রোগী আছেন, তাদের ৬৮ শতাংশের দেহে রয়েছে এক্সবিবি উপধরন। বাকি রোগীদের দেহে ঘুরছে জেএন.১। খবর এনডিটিভির। সূত্র: সমকাল
গাজায় আরও একটি হাসপাতাল ধ্বংস : ডব্লিউএইচও
উত্তর গাজায় আরেকটি হাসপাতাল ধ্বংস করল ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান রবিবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কামাল আদওয়ান নামে ওই হাসপাতালে অন্তত আট রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে একটি ৯ বছরের বাচ্চা আছে। হু জানিয়েছে, বেশকিছু স্বাস্থ্য কর্মীকে আটক করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। তাদের বিষয়ে দ্রুত খবর দিতে হবে বলে দাবি করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, হামলার সময় বেশকিছু রোগী নিজ দায়িত্বে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। কিন্তু সবার পক্ষে পালানো সম্ভব হয়নি। যারা পালাতে পারেনি, তাদেরই মৃত্যু হয়েছে। যে হাসপাতালটি ধ্বংস হয়েছে, সেটি খুব বড় নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তাদের বক্তব্য, গাজায় স্বাস্থ্য পরিকাঠামো এমনিতেই বেহাল। তার ওপর আরও একটি হাসপাতাল ধ্বংস হওয়ায় পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে। এ পরিস্থিতিতে দ্রুত সংঘর্ষ বিরতির দাবি করেছে ডব্লিউএইচও। এ বিষয়ে ইসরায়েলের এক প্রতিনিধিও অবশ্য মন্তব্য করেছেন। তার বক্তব্য, গোটা পোস্টটিতে ডব্লিউএইচও প্রধান একবারের জন্যও লেখেননি যে, হামাস হাসপাতালগুলোকে শেল্টার হিসেবে ব্যবহার করছে। শরণার্থী শিবিরে হামলায় নিহত ৯০ : ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের জার জাবালিয়া শরণার্থী শিবিরে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এ ছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু। স্থানীয় সময় রবিবার এ হামলার ঘটনা ঘটে। সূত্র: বিডি প্রতিদিন
মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী আল-সিসি
তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তাহ আল-সিসি। সোমবার দেশটির জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, সিসি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। খবর আল-জাজিরার—-আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরে তিন দিনের নির্বাচনের পর মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিবেশী গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ চলাকালে এবং দেশটিতে অর্থনৈতিক সংকটের সময় এ ভোট অনুষ্ঠিত হলো। ২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর প্রেসিডেন্ট হন সিসি। ২০১৮ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। আগের দুটি নির্বাচনেই তিনি ৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সিসির শাসনামলে মিসরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।সিসি ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতায় থাকার মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করেছেন। সেইসঙ্গে পরপর দুই মেয়াদের সীমা দুই থেকে বাড়িয়ে তিন মেয়াদ করেছেন। সূত্র: যুগান্তর
মধ্যপ্রাচ্যের জলসীমায় পাহারা দেবে মার্কিন নেতৃত্বাধীন জোট
মধ্যপ্রাচ্যের জলসীমায় যৌথভাবে পাহারা দেবে যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চলের জলসীমায় হুতিদের আক্রমণ থেকে ইসরায়েলগামী যেকোনো জাহাজ ও মার্কিন জাহাজকে রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রসপারিটি গার্ডিয়ান’। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কোন কোন দেশ এই উদ্যোগে অংশ নিচ্ছে তা স্পষ্ট না হলেও বেশ কয়েকটি দেশের নাম জানা গেছে। তবে যুক্তরাষ্ট্র ছাড়া সম্ভাব্য দেশ হিসেবে—ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সিচেলিস ও স্পেন। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে এই উদ্যোগে রয়েছে বাহরাইন। সূত্র: আজকের পত্রিকা ।
আজীবন কারাদন্ডাদেশের ঝুঁকিতে জিমি লাই
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব জিমি লাইয়ের বিচার গতকাল সোমবার শুরু হয়েছে। অঞ্চলটির ‘বিতর্কিত’ জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের পাশাপাশি বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে কারাবন্দি ৭৬ বছর বয়সী লাই সব অভিযোগ অস্বীকার করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, হংকংয়ে চীনের কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণাধীন প্রশাসনের অঙ্গুলি হেলনে জিমি লাইয়ের বিচার শুরু হলো। আজীবন কারাদন্ডাদেশের ঝুঁকিতে থাকা অন্যতম সম্পদশালী এই ব্যক্তি গণতান্ত্রিক শাসনের দাবিতে দীর্ঘদিন থেকে সক্রিয়। অনুসারীরা অভিযোগ করছেন, চীনা প্রশাসন ভিন্ন মত দমনের অংশ হিসেবে তাকে কারাবন্দি করে। হংকংয়ের ‘মিডিয়া মোগল’ নামে পরিচিত জিমি লাইয়ের বিচার নিয়ে সারা বিশ্বের অধিকারকর্মী ও সরকারগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে। তার প্রতিষ্ঠিত ‘অ্যাপল ডেইলি’ সংবাদপত্র চীনপন্থি প্রশাসনের চাপের মুখে বন্ধ হয়ে গেছে। সূত্র: দেশ রুপান্তর
রাশিয়া ইউক্রেন যুদ্ধে জিতলে কী হবে? বিশেষজ্ঞরা যেসব পরিস্থিতি অনুমান করছেন…
ইউক্রেনে যুদ্ধ যে সহসাই শেষ হচ্ছে না, গতবছরেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। পশ্চিমাদের পক্ষ থেকে অনেক ঢাকঢোল পেটানোর পরেও– কাজের বেলায় ইউক্রেনের পাল্টা আক্রমণ মুখ থুবড়ে পড়ে। পশ্চিমা বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে অনুধাবন করছেন, প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করেও রাশিয়া এ যুদ্ধে জিততে পারে। কি হবে যদি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও ইউক্রেনে বিজয় কেতন ওড়ায় রাশিয়া? তাহলে তিন দশকের মধ্যে প্রথমবারের মতোন ন্যাটো দেশগুলোর সীমান্তে পৌঁছে যাবে রুশ সেনারা। এতে সামরিক জোটটি গুরুতর এক হুমকির সম্মুখীন হবে। যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক– ইনস্টিটিউট অব স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। খ্যাতনামা এই গবেষণা প্রতিষ্ঠান মনে করছে, উল্লেখিত পরিস্থিতির জোর সম্ভাবনা আছে যদি ইউক্রেনকে সামরিক সহায়তা দান বন্ধ করে যুক্তরাষ্ট্র, এবং তারপরে ইউরোপের অন্যদেশগুলোও একই পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিই এমন উদ্বেগের পেছনে কাজ করেছে। এরমধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ তহবিল নানানভাবে আটকে রাখছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। কিয়েভকে দেওয়া সাহায্য-সহযোগিতায় আরও নিয়ন্ত্রণের পক্ষে তাঁরা। দলাদলির এই ফেরে– আমেরিকান সমর্থনের নির্ভরযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। এদিকে ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করেও ইউক্রেনের জন্য দুঃসংবাদ আসতে পারে। বিশেষত, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে ফিরলে এমন আশঙ্কা বাস্তবে রূপ নিতে পারে। ইউক্রেন ও ন্যাটো জোটকে বিপুল সহায়তা দেওয়ার বিরোধী ট্রাম্প। তিনি বরং, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের পরিত্যাগ করার পক্ষে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
ভারতের লোকসভা-রাজ্যসভা থেকে এক দিনে ৭৮ এমপি বরখাস্ত
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী এমপিরা। তুমুল হট্টগোলের জেরে তাদের বরখাস্ত করেন স্পিকার।
ভারতের লোকসভায় আগন্তুকের অনুপ্রবেশে নিরাপত্তা ভঙ্গের ঘটনা নিয়ে হট্টগোল করার জেরে গত সপ্তাহেই সাজার মুখে পড়ে বরখাস্ত হয়েছিলেন বিরোধীদলীয় ১৫ এমপি। এবার সেই একই কারণেই এক দিনে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভা মিলিয়ে ৭৮ জন এমপি বরখাস্ত হওয়ার নজিরবিহীন ঘটনা ঘটল। দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সাংসদরা। তুমুল চিৎকার শুরু হয় সংসদ কক্ষে।এমন হৈ-হট্টগোল করে বিরোধী এমপিরা সংসদের নিরাপত্তা প্রশ্নে অমিত শাহের বিবৃতি দাবি করার কারণে ৩৩ জন এমপি-কে বরখাস্ত করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই রেশ কাটতে না কাটতেই রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র। সেখান থেকে বরখাস্ত হন ৪৫ জন এমপি। সাম্প্রতিক সময়ে একসঙ্গে এত জন সাংসদকে বরখাস্ত করার ঘটনা দেখা যায়নি। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন। তত দিন এই এমপি’রা অধিবেশনে যোগ দিতে পারবেন না। সূত্র: বিডি নিউজ
রুশ সীমান্ত পেরিয়ে পুতিনবিরোধী বাহিনীর হামলার দাবি
ইউক্রেন ভিত্তিক আধাসামরিক একটি গোষ্ঠী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে হামলার দাবি করেছে। গতকাল রোববার (১৭ ডিসেম্বর) ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন নামের দলটি বলেছে, সীমান্ত পেরিয়ে কয়েক কিলোমিটার ভেতরে অভিযান চালিয়েছে তারা। খবর রয়টার্স।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করে আসা দলটি রাশিয়ায় ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত। ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন বলছে, তেরেব্রেনো গ্রামের কাছে রুশ সেনাদের একটি শক্ত ঘাঁটি ধ্বংস করেছে তারা। ওই এলাকায় মাইন ছড়িয়ে দেয়ার কথা বললেও হতাহত বা অবকাঠামো ধ্বংসের বিস্তারিত বিবরণ দেয়নি। রয়টার্স বলছে, দ্য ফ্রিডম অব রাশিয়া লিজিয়নের দাবিগুলো যাচাই করা যায়নি। মস্কোও সরাসরি কোনো মন্তব্য করেনি।অবশ্য ইউক্রেনীয় বাহিনীর ঘন ঘন আক্রমণের অভিজ্ঞতা রয়েছে বেলগোরোডের। গতকাল এ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, তেরেব্রেনো এলাকায় হামলা করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। গ্রামের একটি অংশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
সঙ্গে জানান, কোনো বেসামরিক মানুষ আহত হননি। তবে তিনটি বাড়ি ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে শনিবার তিনি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন, ১৯টি গ্রাম ও খামার ইউক্রেনীয় গোলা ও ড্রোন হামলার শিকার হয়েছে। সূত্র: বণিক বার্তা।