সৌম্যর সেঞ্চুরির পরও সিরিজ জিতল নিউজিল্যান্ড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

শুরুতে প্রত্যাবর্তনের গল্প লিখলেন সৌম্য সরকার। ব্যাট হাতে ঝড়ো ইনিংসে পেলেন অভিবাদনও। কিন্তু শেষ হাসিটা হাসা হলো না। জিতল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র জয়টা এসেছিল ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর বেশ কয়েকবার নিউজিল্যান্ড সফরে গেলেও কখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটাররা লড়াকু পুঁজি গড়লেও বোলারদের হতাশাজনক পারফম্যান্সে সাত উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ।

আজ বুধবার (২০ ডিসেম্বর) নেলসনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪৬.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৪৯.৫ ওভারে ২৯১/১০ (সৌম্য ১৬৯, বিজয় ২, শান্ত ৬, লিটন ৬, হৃদয় ১২, মুশফিক ৪৫, মিরাজ ১৯, তানজিম সাকিব ১৩, রিশাদ ৬, শরিফুল ১, হাসান ০; মিলনে ১০-০-৭৪-১, ডাফি ১০-০-৫১-৩, উইলিয়াম ৯.৫-০-৪৭-৩, জশ ৬-০-৩০-১, অশোক ১০-১-৬৩-১, রাচিন ৪-০-১৯-০)।

নিউজিল্যান্ড : ৪৬.২ ওভারে ২৯৬/৩ (ইয়ং ৮৯, রাচিন ৪৫, নিকোলস ৯৫, লাথাম ৩৪, ব্লান্ডেল ২৪; শরিফুল ৯-১-৪৯-১, হাসান ৭-০-৫৭-২, তানজিম সাকিব ৬-০-৫১-০, মিরাজ ১০-১-৪৫-০, রিশাদ ৯.২-০-৬২-০, শান্ত ৫-০-৩০-০)।

Nagad

ফলাফল : নিউজিল্যান্ড সাত উইকেটে জয়ী।