আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
নিবন্ধনহীন মোটরসাইকেল
জরিমানা করায় থানার সামনে প্রতিমন্ত্রীর কর্মীদের বিক্ষোভ
মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় নাটোরের সিংড়া উপজেলা সদরে ১০ জনকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এ জরিমানা করার পর সিংড়া থানার সামনে বিক্ষোভ হয়েছে। সেখানে ‘নৌকা’ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের নামে স্লোগান দেওয়া হয়।নৌকা প্রতীকের স্টিকার লাগানো মোটরসাইকেলগুলো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহ্মেদের প্রচারণায় ব্যবহার হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে। সিংড়া থানা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদের নেতৃত্বে পুলিশ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে থেকে নৌকার নির্বাচনী প্রচারণায় নিয়োজিত কর্মী-সমর্থকদের বহনকারী ১০টি মোটরসাইকেল আটক করে। এর মধ্যে নয়টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ৯০ হাজার ও ১ জন চালকের হেলমেট না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে মোটরসাইকেলগুলো সিংড়া থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।এ ঘটনার প্রতিবাদে কর্মী-সমর্থকেরা রাত আটটা পর্যন্ত সিংড়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ বিক্ষোভ থেকে ‘নৌকা’ ও ‘পলক’ বলে স্লোগান দিতে থাকেন তাঁরা। একপর্যায়ে তাঁরা চলে যান।সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, অবৈধ মোটরসাইকেল আটক করা, জরিমানা করা পুলিশের নিয়মিত কাজ। যথাযথ কাগজপত্র না থাকায় কিছু মামলা দেওয়া হয়েছে। মিছিল, স্লোগান করলেও অবৈধ মোটরসাইকেল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আইন সবার জন্য সমান। সূত্র: প্রথম আলো


নির্বাচনি পরিবেশে সহিংসতা
♦ লালমনিরহাটে হামলায় আহত স্বতন্ত্র প্রার্থী ♦ মেহেরপুর রাজশাহী নওগাঁয় নৌকার ক্যাম্পে আগুন ♦ চট্টগ্রামে এমপির স্ত্রীর ওপর হামলা ♦ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে গুলি
ক্রমেই সহিংস হচ্ছে নির্বাচনি পরিবেশ। গতকাল লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, গাড়ি ও অফিস ভাঙচুর হয়েছে। কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে কয়েক রাউন্ড গুলিবর্ষণ ঘটেছে। আহত হয়েছে ১০ জন। একই দিন রাজশাহী, নওগাঁ ও মেহেরপুরে নৌকার তিন প্রার্থীর ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। তিন জেলায় স্বতন্ত্র প্রার্থীর কয়েকটি ক্যাম্পে আগুন দেওয়া ও ভাঙচুর হয়েছে, সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে। চট্টগ্রামের একটি আসনে নৌকার প্রার্থীর স্ত্রী ও অন্য একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা হয়েছে। ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে বৈঠা দিয়ে পিটিয়েছে নৌকার সমর্থকরা। লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এবং সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমানের ওপর হামলা, গাড়ি ও নির্বাচনি অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে। হামলায় প্রার্থী গুরুতর আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হাতীবান্ধার গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় গণসংযোগকালে তার ওপর হামলা চালান গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার লোকজন। এ সময় গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শ্যামলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আতাউর রহমান প্রধান। তাঁর প্রধান নির্বাচনি এজেন্ট, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান বলেন, ওই এলাকায় গণসংযোগে গেলে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী তাদের পথ রোধ করে গণসংযোগে বাধা দেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী ও তাঁর সফরসঙ্গীদের ওপর হামলাসহ গাড়ি ও অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় শ্যামলকে কারণ দর্শানো নোটিস দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত, লালমনিরহাট। সূত্র: বিডি প্রতিদিন।
মুরগি-সবজির চড়া, দামে হতাশ ক্রেতা
ব্রয়লার মুরগির দাম আরও চড়া। গত সপ্তাহের তুলনায় আমিষজাতীয় খাদ্যপণ্যটি কেজিতে বেড়েছে প্রায় ২০ টাকা। বাজারে শীতকালীন সবজির প্রচুর সরবরাহ থাকলেও দাম অনেক বেশি। ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। ব্রয়লার আর সবজির চড়া দামে ক্রেতারা বেশ হতাশ। বাজারে কার্যত খবরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতা সাধারণের। গতকাল শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার থেকে সদাই কেনার পর বেসরকারি চাকরিজীবী সাফায়াত উল্যা সমকালকে বলেন, এখন শীত মৌসুম। এ সময় সবজির কেজি বিক্রি হওয়ার কথা ২০ থেকে ৩০ টাকায়। কিন্তু কিনতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। বাজারে সরকারের কোনো নজরদারি না থাকায় ব্যবসায়ীরা যে যার মতো দাম নিচ্ছেন। ২০০ টাকা কেজি মুরগি হলে তো কেনা কষ্টকর– এমন বক্তব্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক হোসেনের। গতকাল তেজকুনিপাড়া থেকে সদাই কেনার সময় তিনি বলেন, মেসে সপ্তাহে দু-একদিন মুরগি খাওয়া হয়। কিন্তু যে হারে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন, তাতে খাওয়া না কমিয়ে উপায় নেই। সূত্র: সমকাল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন
নয়া কৌশলে দুই বড় দল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয়া কৌশলে এগোচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। নির্বাচন ঠেকাতে বিরোধীদের আন্দোলনকে আমলে নিচ্ছে না ক্ষমতাসীনরা। পুরোদমে নির্বাচনি প্রচারে ব্যস্ত দলটি। নিজ নিজ আসনে ভোটারদের কাছে টানতে দিন-রাত কাজ করছেন নৌকার প্রার্থীরা। ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার ওপর বেশি গুরুত্ব তাদের। একই সঙ্গে উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে ‘অসহযোগ’ আন্দোলন ঘোষণার পর তা বাস্তবায়নে নানা তৎপরতা চালাচ্ছে বিএনপি। সারা দেশে গণসংযোগে ভোট বর্জনসহ পাঁচ দফা আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি হরতাল ও অবরোধের কর্মসূচিও চলবে। নতুন বছরের শুরুতে আন্দোলন আরও তীব্র করবে।বিএনপির আন্দোলন কর্মসূচি পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ। এতদিন পালটা কর্মসূচি দিয়ে মাঠে ছিল ক্ষমতাসীনরা। কিন্তু এখন হরতাল-অবরোধ প্রতিহতেও ঢিলেঢালা ভাব আওয়ামী লীগে। এমনকি বিএনপি ঘোষিত অসহযোগ কর্মসূচিতেও গুরুত্ব দিচ্ছে না তারা। দলটির দৃষ্টি এখন শুধু নির্বাচনে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে শুরু থেকেই নানা কৌশল নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি ও তাদের মিত্রদের বর্জনের এ ভোটে শেষ পর্যন্ত আমেজ ধরে রাখা ও ভোটার উপস্থিতি বাড়ানোর এখন ক্ষমতাসীনদের মূল লক্ষ্য। দলটির নেতারা বলছেন-বিএনপির এসব কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা নেই। ফলে অতীতের অন্যান্য কর্মসূচির মতো এ কর্মসূচিও ব্যর্থ হবে। সূত্র: যুগান্তর
কথা রেখে গর্বিত শান্ত
ওয়ানডে সংস্করণে অধিনায়কত্বের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্টের মতো ওয়ানডে নেতৃত্বে প্রথম জয়টাও পেয়েছেন কিউইদের বিপক্ষে। দুটো জয়ই আবার ঐতিহাসিক। সর্বশেষে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। সিলেটে জেতা সেই ম্যাচে টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয়েছিল শান্তর। আজ নেপিয়ারে শান্তর নেতৃত্বে আরেকটি ঐতিহাসিক জয়। নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের।মতো ওয়ানডে জিতল বাংলাদেশ দল। শান্ত গতকালই এক রকম হুঙ্কার দিয়ে রেখেছেন, শেষ ওয়ানডে জয়ের জন্য মাঠে নামবেন তাঁরা। সূত্র: আজকের পত্রিকা ।
কারচুপি প্রতিহত করতে হবে মাঠ প্রশাসনকে : সিইসি
স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের অনিয়ম, কারচুপি ও দখলদারি প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরে ১৩ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।আমাদের যশোর প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার সকাল ১০টায় যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরিয়ামে এই সভা হয়েছে। সভায় খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর জেলার ডিসি, এসপি, ইউএনও, ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা অংশ নেন।বৈঠক শেষে ব্রিফিংয়ে সিইসি বলেন, যেকোনো মূল্যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে।তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তরাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম, কারচুপি, দখলদারি না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন, সেটা নিশ্চিত করা হবে। সূত্র: দেশ রুপান্তর
অর্থনীতির কঠিন সময়ে চীন ভারত রাশিয়ার সহায়তার প্রতিশ্রুতি শূন্য
একদিকে টাকার অবমূল্যায়ন, অন্যদিকে ডলার সংকট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বিপিএম৬ পদ্ধতিতে করা হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের হাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ২০ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। নিয়ন্ত্রিত আমদানির পাশাপাশি ব্যাংকগুলোও এলসি খুলছে না প্রয়োজনমতো। ফলে কাঁচামাল সংগ্রহ করতে গিয়ে নানা বিপত্তিতে পড়তে হচ্ছে শিল্পোদ্যোক্তাদের। শ্লথ হয়ে পড়েছে উৎপাদন। রেমিট্যান্সে প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম। ঋণ পরিশোধসহ নানা খাতে ব্যয় বাড়ছে সরকারের। যদিও এর সঙ্গে সংগতি রেখে বাড়ছে না রাজস্ব আহরণ। নগদ অর্থের সংকটে ভুগছে ব্যাংক খাত। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রায় পুরোটা সময় মূল্যস্ফীতির হার রয়েছে ৯ শতাংশের ওপরে। সব মিলিয়ে আশঙ্কা তৈরি হয়েছে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য নিয়ে। এমন কঠিন সময়েও ঋণ প্রতিশ্রুতি বা আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসছে না বাংলাদেশের ঘনিষ্ঠতম মিত্র হিসেবে পরিচিত দেশগুলো।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ঘনিষ্ঠতম মিত্র হিসেবে পরিচিত তিন দেশ ভারত, চীন ও রাশিয়া। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ তিন দেশের কাছ থেকে কোনো ঋণ সহায়তার প্রতিশ্রুতি মেলেনি। এ সময় দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের অনুকূলে কিছু অর্থ ছাড় হলেও তা মূলত আগে প্রতিশ্রুত ঋণের অর্থ। সূত্র: বণিক বার্তা।
নিপাহ ভাইরাসের মারাত্মক ঝুঁকিতে দেশ
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, গত ২৩ বছরে দেশের ৩৪ জেলায় রোগটি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একের অধিকবার সংক্রমণ দেখা গেছে ২০ জেলায়। বিশেষ করে রাজশাহী ও ফরিদপুর অঞ্চলকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ বছর যে ১৪ জন রোগী মারা গেছেন, তাদের মধ্যে ১০ জনই রাজশাহী অঞ্চলের। বাকি চারজন ফরিদপুর অঞ্চলের। এ বছরের পরিস্থিতি বিশ্লেষণ করে আইইডিসিআরের বিজ্ঞানীরা বলেন, চলতি বছর দেশের ৭ জেলায় ১৪ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথমবারের মতো নরসিংদী জেলায় সংক্রমণ ঘটেছে। এটি নতুন করে শঙ্কার কারণ। এতদিন শুধু উত্তরাঞ্চলে ঘটছে ধারণা করা হলেও এখন তা মধ্যাঞ্চলেও পাওয়া গেছে। সূত্র: দৈনি বাংলা ্
যে পাঁচ কারণে বায়ু দূষণে শীর্ষেই থাকছে ঢাকা
ভৌগোলিক কারণে প্রতিবছর শীতের সময় ঢাকার বায়ুদূষণ বাড়লেও এবার শীত শুরুর বেশ আগে থেকেই রাজধানীর বাতাসে দূষণের পরিমাণ বেড়ে গেছে এবং দূষণের দিক থেকে প্রায়ই প্রথম হচ্ছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচকে গত দুই মাসে ঢাকা একাধিকবার ৩০০’র বেশি একিউআই স্কোর নিয়ে সর্বোচ্চ দূষিতের তালিকায় নাম লিখিয়েছে।অথচ, কোনো স্থানের একিউআই স্কোর যদি ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকে, তবে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হওয়ার কথা। এমনকি, এই একিউআই স্কোর যদি পর পর তিন ঘণ্টা ৩০০’র বেশি থাকে, তবে সেখান স্বাস্থ্যগত জরুরী অবস্থাও ঘোষণা করা যেতে পারে।“এ বছরের নভেম্বর থেকে দেখা যাচ্ছে যে প্রতি তিন দিনের মাঝে যেকোনো একদিন দিনের কোনো না কোনো সময়ে ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীতে রূপান্তরিত হয়েছে এবং তার বায়ুর মান সূচক ৩৩০ এর উপরে থাকছে”, বলেন জলবায়ু বিশেষজ্ঞ আহমদ কামরুজ্জামান মজুমদার।স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন মি. মজুমদার আরও জানান, গত ৮ বছরের চেয়ে গড়ে এই বছরে ১০ ভাগেরও বেশি বায়ু দূষণ বৃদ্ধি পেয়েছে যা একটা বড় শঙ্কার বিষয়। সূত্র: বিবিসি বাংলা।
এক জালেই কোটিপতি মোজাম্মেল, পেলেন ১৫৯ ‘সমুদ্রের সোনা’
কক্সবাজারের মহেশখালীর সমুদ্র উপকূলে এক জালেই ধরা পড়েছে ১৫৯টি ‘সমুদ্রের সোনা’ নামে খ্যাত কালো পোপা মাছ পেয়েছেন মোজাম্মেল বহদ্দার নামে এক জেলে। মাছগুলো ঘাটে পৌঁছানোর পর দাম হাঁকানো হয়েছে দুই কোটি টাকা।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে মোজাম্মেল বহাদ্দারের ট্রলারে মাছগুলো ধরা পড়ে। পরে এদিন দুপুরে মাছগুলো ঘাটে পৌঁছানোর পর দুই কোটি টাকা দাম হাঁকানো হয়। তার জালে ধরা পড়া প্রতিটি মাছের ওজন ৭ থেকে ১০ কেজির ওপরে।
মোজাম্মেল বহদ্দার ধলঘাটা ইউনিয়নের সরিতলা গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্টরা জানান, মূল্যবান এই মাছটি মহেশখালী ও সেন্টমার্টিন উপকূলে মাঝে-মধ্যে ধরা পড়ে। এই মাছের ফদনা (বায়ুথলি), পাখনা ও আঁশ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু বলেন, মোজাম্মেল বহাদ্দারের মাছ ধরার ট্রলারটি শুক্রবার ভোরে সাগরে রওনা দেয়। মহেশখালী সমুদ্র উপকূলের কাছাকাছি জাল ফেলেই তাতে ওঠে ১৫৯টি কালো পোপা মাছ।
সাবেক চেয়ারম্যান কামরুল হাসান বলেন, মাছগুলো ঘাটে নেওয়ার পর স্থানীয় মাছ ব্যবসায়ীরা দেড় কোটি চেয়েছেন। কিন্তু মোজাম্মেল বহাদ্দার মাছগুলো চট্টগ্রাম শহরের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে গেছেন। সেখানে রাত ১০টা পর্যন্ত মাছগুলো বিক্রি হয়নি বলেও জানান তিনি। সূত্র; বাংলানিউজ