আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

প্রাগে হামলার ঘটনায় বন্দুকধারীর উদ্দেশ্য জানার চেষ্টায় কর্তৃপক্ষ

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় বন্দুকধারীর উদ্দেশ্য জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ভয়াবহ এ হামলায় বন্দুকধারীসহ ১৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।গত বৃহস্পতিবার প্রাগের চার্লস ইউনিভার্সিটির কলা অনুষদে ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারী ২৪ বছর বয়সী একজন ছাত্র। ডেভিড কোজাক নামের এই বন্দুকধারী পৃথক ঘটনায় তাঁর বাবাকেও হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে হামলার পর তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির সংখ্যা ১৫ বলা হলেও পরে কমিয়ে ১৪ জন জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলার একপর্যায়ে পুলিশ হামলাকারীকে ঘিরে ফেললে তিনি গুলি চালিয়ে আত্মহত্যা করেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন বিদেশি রয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসনা বলেন, এ বন্দুক হামলার সঙ্গে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের’ কোনো সম্পর্ক নেই। ওই শিক্ষার্থী একাই এ ঘটনা ঘটিয়েছেন। সূত্র: প্রথম আলো

ঝুঁকি এড়াতে ট্রেনের যাত্রা বাতিল হচ্ছে

ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী ট্রেন। গত আট দিনে অনির্দিষ্ট সময়ের জন্য তিন জোড়া ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। আরো দুই জোড়া ট্রেনের চলাচলের পথ সংক্ষিপ্ত করা হয়েছে। তবে কোনো পথেই একেবারে ট্রেন চলাচল বন্ধ করা হয়নি। রাতের ট্রেনের যাত্রা বাতিল করা হলেও দিনের যাত্রা স্বাভাবিক আছে।ঝুঁকি এড়াতে ট্রেনের যাত্রা বাতিল হচ্ছেপাশাপাশি রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রীবাহী মূল ট্রেনের আগে ডামি ট্রেন চালাচ্ছে রেলওয়ে। প্যাট্রলিং ও ডামি ট্রেন চালাতে অতিরিক্ত লোকোমোটিভের প্রয়োজন হচ্ছে। যাত্রা বাতিল করা ট্রেনগুলোর ইঞ্জিন প্যাট্রলিংয়ে ব্যবহার করা হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ

কিয়েভে ব্যাপক ড্রোন হামলা
চলতি মাসে কিয়েভে ষষ্ঠ দফা ড্রোন হামলার ঘটনা এটি

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার সকালে রাজধানী কিয়েভ এবং আশপাশের এলাকায় এসব হামলা হয়। এতে কোনো প্রাণহানি না ঘটলেও দুজন আহত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকোসহ অন্য কর্মকর্তারা আবাসিক এলাকাগুলোতে হামলার কথা জানিয়েছেন। চলতি মাসে কিয়েভে এ নিয়ে ষষ্ঠ দফা ড্রোন হামলার ঘটনা এটি। মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে লিখেছেন, শহরের কেন্দ্রের দক্ষিণে অবস্থিত সোলোমিয়ানস্কি এলাকায় বহুতল আবাসিক ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ভবনের ওপরের তলায় আগুন ধরে যায়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা কর্তৃপক্ষ টেলিগ্রামে জানিয়েছে, হামলার শিকার ভবনের ২৪, ২৫ এবং ২৬ তলায় বেশ কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুজন আহত হয়েছে এবং তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র: কালের কণ্ঠ

Nagad

গাজা ইসরায়েল সংঘাত
অবশেষে যুদ্ধ থামাতে ইতিবাচক যুক্তরাষ্ট্র
প্রস্তাবটিতে ‘বিরতি’ শব্দটি নিয়ে আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের। তাই শব্দটি বাদ দিয়ে এর পরিবর্তে ‘শত্রুতা বন্ধ’ লেখা হয়

৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ২০ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার পর অবশেষে জাতিসংঘে যুদ্ধ থামানোর প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা বাড়ানোবিষয়ক প্রস্তাবে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড উপত্যকাটিতে মানবিক সহায়তা বাড়ানোবিষয়ক প্রস্তাবে সমর্থন করতে প্রস্তুত রয়েছেন বলে জানান। বৃহস্পতিবার তিনি বলেন, প্রস্তাবটি মানবিক সহায়তা নিশ্চিত করবে এবং গাজায় মানবিক সহায়তার জন্য মিসর যে ভূমিকা পালন করছে সেটিকে সমর্থন করবে। এর আগে গাজায় যুদ্ধ বন্ধ ও মানবিক সহায়তা বাড়ানোবিষয়ক প্রস্তাবে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু প্রাথমিকভাবে প্রস্তাবটিতে ‘বিরতি’ শব্দটি নিয়ে আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের। তাই ‘বিরতি’ শব্দটি বাদ দিয়ে এর পরিবর্তে ‘শত্রুতা বন্ধের’ বিষয়টি তুলে ধরা হয়। এর পরও আরও কিছু বিষয়ে সম্মত ছিল না যুক্তরাষ্ট্র। এ কারণে প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদের ভোটাভুটিও বারবার পিছিয়ে যাচ্ছিল। সূত্র: বিডি প্রতিদিন ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজা প্রস্তাব’ পাস

অবশেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানোর এ প্রস্তাবটি ১৩-০ ভোটে পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের মোট ১৫ দেশের মধ্যে ১৩টি ভোট দিলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোটদানে বিরত ছিল। খবর আল-জাজিরার-গত শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত প্রথম প্রস্তাবটি উত্থাপন করে। এক সপ্তাহ ধরে ঝুলে থাকার পর প্রস্তাবটি পাস হলেও; এতে যুদ্ধ থামানোর কোনো কথা না বলায়, এর মাধ্যমে গাজায় ইসরায়েলের বর্বর হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নিবানজিয়া বলেছেন, এই প্রস্তাবে যুদ্ধবিরতির ব্যাপারে বলা হয়নি। এর বদলে এটির মাধ্যমে ‘মুক্ত হস্তে’ ইসরায়েলকে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার সুযোগ দেওয়া হয়েছে। সূত্র: সমকাল

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজা
মানবিক সহায়তা অব্যাহত থাকবে : পুতিন

দুর্ভিক্ষের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে যুদ্ধবিধ্বস্ত গাজা। অবরুদ্ধ এই অঞ্চলের প্রতিটি মানুষ আগামী ৬ সপ্তাহের মধ্যে উচ্চমাত্রার খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হবে। বৃহস্পতিবার জাতিসংঘের ক্ষুধা পর্যবেক্ষণ ব্যবস্থার একটি প্রতিবেদনে ভয়াবহ এ শঙ্কার কথা বলা হয়েছে।জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস এক্সের একটি পোস্টে বলেন, ‘গাজায় প্রতিদিনের এসব ধ্বংসযজ্ঞ আর বঞ্চনায় জনগণের জন্য আরও ক্ষুধা, রোগ ও হতাশা নিয়ে আসবে।’ এএফপি।গাজায় পঞ্চম স্কেলে খাদ্য নিরাপত্তাহীনতার আশঙ্কা করে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি জানিয়েছে, নতুন বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে গাজা উপত্যকার সমগ্র জনসংখ্যা অর্থাৎ প্রায় ২২ লাখ মানুষ আরও খারাপ পর্যায়ে পৌঁছাবেন। উচ্চমাত্রার তীব্র অপুষ্টি ও অতিরিক্ত মৃত্যুহারের মুখোমুখি হয়ে ‘জরুরি’ অবস্থায় থাকবেন গাজার প্রায় ৫০ শতাংশ মানুষ। গাজায় চার পরিবারের মধ্যে একটি অর্থাৎ পাঁচ লাখেরও বেশি মানুষ পঞ্চম স্তরের বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। সূত্র: যুগান্তর

গাজায় ২০০০ পাউন্ডের হাজারো বোমা ফেলেছে ইসরায়েল, ক্ষতপূরণে লাগবে কয়েক যুগ

গত ৭ অক্টোবর থেকে গাজা-ইসরায়েল সংঘাত শুরুর পর প্রথম মাসেই কয়েক হাজার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। যার ওজন ২০০০ পাউন্ডেরও বেশি। এই বোমাগুলো ইরাকের মসুলে আইএসআইএস দমন করতে গিয়ে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ যেসব বোমা ব্যবহার করেছিল সেগুলোর চেয়ে অন্তত ৪ গুণ বেশি বড়। বিশেষজ্ঞরা বলছেন, এসব বোমার সার্বিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গাজাবাসীর অন্তত কয়েক যুগ লেগে যাবে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএএনএন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গাজায় ইসরায়েলি বোমা হামলার বিষয়ে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গাজায় ইসরায়েল এমন সব বোমা ব্যবহার করেছে—সেগুলো যেখানে পড়েছে তার আশপাশের অন্তত ১০০০ ফুটের মধ্যে যারা ছিল তারা সবাই হয় নিহত হয়েছে কিংবা গুরুতর আহত হয়েছে। যুদ্ধের শুরুর দিকের স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে, গাজায় ইসরায়েল যুদ্ধের প্রথম মাসেই হাজারো ২০০০ পাউন্ডের বোমা ব্যবহার করেছে। এই বোমাগুলো ভিয়েতনাম যুদ্ধের পর আর কোথাও কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে, এসব বোমা গাজায় এমন সব গর্ত তৈরি করেছে যার ব্যস ১২ মিটার বা প্রায় ৪০ ফুট। সূত্র: আজকের পত্রিকা ।

নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
যুক্তরাষ্ট্রের কারণে যুদ্ধবিরতি বাদ পড়ায় অসন্তুষ্ট হামাস

ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় ‘মানবিক সহায়তা’ প্রবেশ বিষয়ক একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। তবে এই প্রস্তাবের যুদ্ধবিরতির কথা না বলায় ইসরায়েলি হামলা চলতে থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। তাই এ প্রস্তাব নিয়ে নিজেদের অসুন্তষ্টি প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ করে দিতে সংঘাতে লিপ্ত সবপক্ষের প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২২ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়। এ নিয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, ‘গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির যে কথা বলা হচ্ছে, সেটি সাধারণ মানুষের প্রয়োজনীয়তা মেটাতে পর্যাপ্ত নয়। সূত্র: দেশ রুপান্তর

অর্থনীতির কঠিন সময়ে চীন ভারত রাশিয়ার সহায়তার প্রতিশ্রুতি শূন্য

একদিকে টাকার অবমূল্যায়ন, অন্যদিকে ডলার সংকট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বিপিএম৬ পদ্ধতিতে করা হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের হাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ২০ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। নিয়ন্ত্রিত আমদানির পাশাপাশি ব্যাংকগুলোও এলসি খুলছে না প্রয়োজনমতো। ফলে কাঁচামাল সংগ্রহ করতে গিয়ে নানা বিপত্তিতে পড়তে হচ্ছে শিল্পোদ্যোক্তাদের। শ্লথ হয়ে পড়েছে উৎপাদন। রেমিট্যান্সে প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম। ঋণ পরিশোধসহ নানা খাতে ব্যয় বাড়ছে সরকারের। যদিও এর সঙ্গে সংগতি রেখে বাড়ছে না রাজস্ব আহরণ। নগদ অর্থের সংকটে ভুগছে ব্যাংক খাত। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রায় পুরোটা সময় মূল্যস্ফীতির হার রয়েছে ৯ শতাংশের ওপরে। সব মিলিয়ে আশঙ্কা তৈরি হয়েছে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য নিয়ে। এমন কঠিন সময়েও ঋণ প্রতিশ্রুতি বা আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসছে না বাংলাদেশের ঘনিষ্ঠতম মিত্র হিসেবে পরিচিত দেশগুলো।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ঘনিষ্ঠতম মিত্র হিসেবে পরিচিত তিন দেশ ভারত, চীন ও রাশিয়া। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ তিন দেশের কাছ থেকে কোনো ঋণ সহায়তার প্রতিশ্রুতি মেলেনি। এ সময় দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের অনুকূলে কিছু অর্থ ছাড় হলেও তা মূলত আগে প্রতিশ্রুত ঋণের অর্থ। সূত্র: বণিক বার্তা।

গাজায় ইসরায়েলি বর্বরতা: আরও ৪০০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। গত দুই দিনে ইসরায়েলি হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭৩৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বন্ধ রয়েছে গাজার যোগাযোগব্যবস্থা। এদিকে গাজায় মানবিক সহায়তা পাঠানো নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি আবারও পিছিয়েছে। অন্যদিকে গাজার উত্তরাঞ্চলে হামাসের পাল্টা আক্রমণে ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজায় প্রায় ছয় লাখ ফিলিস্তিনি ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে। গাজার সরকারি অফিস জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তা ছাড়া হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছেন।হামাসের বিরুদ্ধে অভিযানের নামে সেখানে প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনির ওপর বর্বর হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজায় খাদ্যসংকট ও বাস্তুচ্যুত লোকজনের মধ্যে বড় আকারে মানবিক সহায়তা সরবরাহের জন্য বর্তমান পরিস্থিতির উন্নতি করতে হবে। যুদ্ধক্ষেত্রে নিহতদের সঠিক সংখ্যা গণনা করা একটি বড় চ্যালেঞ্জ।গাজার চিকিৎসকরা বলছেন, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বা অনেক মৃত দেহই হাসপাতালে নেওয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে। সূত্র: দৈনিক বাংলা

নতুন বছরের প্রযুক্তি: কৃত্রিম বুদ্ধিমত্তা আর ইলেকট্রিক বাহনে থাকছে চমক

প্রযুক্তি দুনিয়া ২০২৩ সালকে সম্ভবত মনে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা মূল ধারায় যুক্ত হওয়ার বছর হিসেবে। কোডিং থেকে আর্ট, রচনা, এআই- সিস্টেম খুব দ্রুতই বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে দিতে পারে, যা হয়তো একেবারে নিখুঁত নয় তবে নানান পেশা ও শিল্পের সঙ্গে জড়িতদের জন্য দরকারি অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে সৃষ্টিশীল এসব এআই।
মাইক্রোসফট, চ্যাটজিপিটি- ২০২২ সালের শেষদিকে এসব কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসার পর থেকে, প্রতিদ্বন্দ্বী আরো অনেক কোম্পানিই এমন এআই নিয়ে কাজ করছে।ডিসেম্বরে সবচেয়ে বড় চমক দিয়েছে অ্যালফাবেট; গুগলের মালিক এই কোম্পানি জেমিনিকে হাজির করেছে, এই এআই সমস্ত গুগল পণ্য, চ্যাটবট এবং সার্চ ইঞ্জিনেও যুক্ত হবে।
অ্যালফাবেট দাবি করছে তাদের জেমিনি বর্তমান চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে যাবে। তবে চ্যাটজিপিটি নিয়ে আসা ওপেনএআই বলছে তারাও বসে নেই। নতুন বছরে তাদের সফটওয়্যারের আরও একটা শক্তিশালী ভার্সন নিয়ে আসার ঘোষণা তাদের। সূত্র: বিবিসি বাংলা।

পাকিস্তানে গুম-হত্যার বিচার চেয়ে নারীদের পদযাত্রা, গ্রেপ্তার ২০০

পাকিস্তানের ইসলামাবাদে নারীদের পদযাত্রা ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। পদযাত্রাটি রাজধানীতে পৌঁছে গিয়েছিল। পুলিশ অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাহরাং বেলুচও গ্রেপ্তার হয়েছেন। বেলুচিস্তানে পুরুষদের জোরপূর্বক গুমের শিকার হওয়া নিয়ে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে। সম্প্রতি এক বেলুচ পুরুষের মৃত্যুর পর ক্ষোভ বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, ওই পুরুষ পুলিশ হেফাজতে থাকার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সূত্র: বাংলানিউজ