আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ, পদক ফিরিয়ে দিলেন ভারতীয় নারী কুস্তিগির

নারী খেলোয়াড়দের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতের শীর্ষস্থানীয় এক কুস্তিগির তাঁর দুটি জাতীয় পদক ফিরিয়ে দিয়েছেন। ভিনেশ ফোগাত নামের ওই নারী গতকাল শনিবার একটি সড়কের পাশে পদকগুলো ফেলে আসেন। ভারতে কুস্তিগিরদের আন্দোলনের শুরু হয় ২০২৩ সালের জানুয়ারি থেকে। ফোগাত ও আরও কয়েক কুস্তিগির অভিযোগ করেন, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রধান ব্রিজ ভূষণ সিং বছরের পর বছর ধরে নারী কুস্তিগিরদের যৌন হয়রানি করেছেন।তবে ব্রিজ ভূষণ সিং সেসব অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রতি ফোগাত তাঁর খেল রত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন। দুটি পুরস্কারই তিনি ভারত সরকারের কাছ থেকে পেয়েছিলেন।ফোগাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে পুরস্কারগুলো ফিরিয়ে দিতে চেয়েছিলেন, তবে পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি। গতকাল শনিবার ফোগাত দিল্লিতে সড়কের পাশে পদকগুলো ফেলে আসেন। তিনি আরও বলেন, কুস্তিগিরেরা যখন ন্যায়বিচার পাওয়ার জন্য সংগ্রাম করছেন, তখন এ ধরনের সম্মাননা ধরে রাখাটা অর্থহীন। সূত্র: প্রথম আলো

ইসরায়েল-গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা
হামাসকে নির্মূলে চলমান গাজায় অভিযানের মধ্যে ইসরায়েল-লেবানন সীমান্তে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ইসরায়েলের জন্য একটি নতুন সম্ভাব্য প্রতিপক্ষকে মোকাবেলার শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও মার্কিন শক্তির বিরুদ্ধে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সর্বশেষ হামলার ঘটনা এটি। ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর লেবাননে শতাধিক মানুষ নিহত হয়েছে।অন্যদিকে ইসরায়েলের চার বেসামরিক নাগরিক ও ৯ সেনা নিহত হয়।
তবে ইসরায়েল-লেবানন সীমান্তে হিজবুল্লাহর তৎপরতা অব্যাহত থাকলে ইসরায়েল হাত গুটিয়ে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের দপ্তরবিহীন মন্ত্রী বেনি গ্যান্টজ। তিনি বলেছেন, হামলা অব্যাহত থাকলে লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহকে সরিয়ে দিতে মাঠে নামবে ইসরায়েলের সেনাবাহিনী। তাঁর সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র ইলন লেভি গত বুধবার বলেছেন, ‘আমরা এখন একটি বিভক্ত অবস্থায় আছি। সূত্র: কালের কণ্ঠ

ফিরে দেখা ২০২৩
নয়া পাকিস্তানের স্বপ্ন পুড়ে ছাই
ইমরান ইনিংস শেষ, মাঠে নওয়াজ

সারা বছরই রাজনৈতিক অস্থিরতায় কাটল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির (পিটিআই) নেতা ইমরান খানের। শুরুটা ছিল তাকে ঘিরেই-শেষটাও তিনিই। পাকিস্তানে ২০১৮ সালের সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন বিগত নির্বাচনে ‘নয়া পাকিস্তান’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বনন্দিত এই ক্রিকেটার। তবে ক্রিকেট মাঠের ২২ গজে বরাবর দুর্দান্ত সফলতা দেখিয়ে আসলেও রাজনীতির ইনিংসে হেরে তিনি এখন জেলে। পরিবর্তে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আর এই উত্তাপেই পুড়ে ছাই ইমরান খানের নয়া পাকিস্তান গড়ার স্বপ্ন! ডন, জিইও নিউজ। জাতীয় পরিষদে আনা আলোচিত এক অনাস্থা প্রস্তাবে গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। এ বিষয়ে এক কূটনৈতিক তারবার্তার বরাত দিয়ে ইমরানের খানের অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এ কাজে সায় ছিল সামরিক বাহিনীর। এরপরই সেনাবাহিনীর সঙ্গে ক্রমশ সম্পর্ক খারাপ হতে থাকে ইমরানের। বিভিন্ন সভাসমাবেশে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক বক্তব্য দিতে থাকেন তিনি। এরই মধ্যে সেনাবাহিনীর নতুন প্রধান হিসাবে দায়িত্ব নেন আসিম মুনির। ক্ষমতায় থাকাকালে তাকে কোণঠাসা করে রাখার অভিযোগ আছে ইমরানের বিরুদ্ধে। সূত্র: যুগান্তর

খান ইউনিসে তীব্র লড়াই
একদিনে নিহত প্রায় ২০০ ফিলিস্তিনি

Nagad

ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর ভূখন্ডটির দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাংক ও যুদ্ধ বিমানগুলো শুক্রবার রাতভর খান ইউনিসে তীব্র গোলাবর্ষণ ও বোমা হামলা চালিয়েছে। গোলাগুলির শব্দে ইঙ্গিত পাওয়া গেছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের যোদ্ধাদের লড়াই হচ্ছে। ফিলিস্তিনি সাংবাদিক ও চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, গাজার মধ্যাঞ্চলে নুসেরাত শরণার্থী শিবিরেও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ধারাবাহিক হামলা চালিয়েছে। ডিসেম্বরের প্রথমদিকেই ইসরায়েলি বাহিনী খান ইউনিসের কিছু এলাকা দখল করে নিয়েছিল। এবার নগরীর আরও ভেতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে তারা। এ উদ্দেশ্যে নগরীটির কেন্দ্রস্থলে ব্যাপক হামলা চালাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট জানিয়েছেন, ইসরায়েলি সেনারা হামাসের কমান্ড সেন্টার ও অস্ত্র গুদামগুলোতে হাজির হচ্ছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, গাজা সিটিতে গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের এক বাড়ির নিচে একটি টানেল কমপ্লেক্সও ধ্বংস করেছে তারা। ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে প্রাণঘাতী হামলা চালানোর ১২ সপ্তাহের মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার অধিকাংশ স্থান ধ্বংসস্তূপে পরিণত করেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে গাজায় অবিরাম ভয়াবহ হামলা চালাচ্ছে তারা। ইতোমধ্যে গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ অন্তত একবারের জন্য হলেও তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে আর অনেকে ক্রমাগত এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হওয়া গাজার বহু বাসিন্দা খোলা জায়গায় তারপলিন ও প্লাস্টিকের শিট দিয়ে তৈরি অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এতে গাজাজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ২১৫০৭ জনে দাঁড়িয়েছে, এটি গাজার মোট জনসংখ্যার এক শতাংশ। আরও কয়েক হাজার মৃতদেহ গাজার ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর আবর্জনার নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন।

দ্বিতীয় দফায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে গত এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এবার পৌনে ১৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করা হচ্ছে। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল শুক্রবার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। খবর আল জাজিরার-পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন মার্কিন কংগ্রেসকে বলেছেন, এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় ইসরায়েলকে জরুরি ভিত্তিতে অস্ত্র সরঞ্জাম দেওয়া হচ্ছে। এবার ইসরায়েলের কাছে ১৪ কোটি ৭৫ হাজার ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এসব অস্ত্র যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্যই হুমকি মোকাবিলায় ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা নিশ্চিত করা অত্যাবশ্যক। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এবারের সামরিক প্যাকেজের মধ্যে ট্যাংকের গোলা বানানোর সরঞ্জাম রয়েছে। চলতি মাসের শুরুতে ইসরায়েলের কাছে ট্যাংকের ১৩ হাজার গোলা বিক্রি করে যুক্তরাষ্ট্র। যার মূল্য ছিল ১০ কোটি ৬০ লাখ ডলার। এবারের প্যাকেজে থাকছে ফিউজ, চার্জ এবং প্রাইমারসহ আনুষঙ্গিক সরঞ্জাম। এসব সরঞ্জামগুলো ইসরায়েলের আগে কেনা ১৫৫ মিলিমিটার শেল তৈরিতে ব্যবহৃত হবে। সূত্র: সমকাল

নতুন বছরে তিন পরিণতির আভাস

ইউক্রেনে সংঘাত তৃতীয় বছরে গড়াতে যাচ্ছে। গত কয়েক মাসে যুদ্ধক্ষেত্রে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। ২০২৪ সালে এই যুদ্ধ কোন দিকে গড়াবে? যুদ্ধের গতি পরিবর্তন হওয়ার কী কোনো লক্ষণ দেখা যাচ্ছে? এ বিষয়ে তিনজন সামরিক বিশ্লেষকের সঙ্গে আলোচনা করে বিবিসি একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছে। তাতে আগামী বছর যুদ্ধের তিনটি সম্ভাব্য পরিণতির কথা বলা হয়েছে। যুদ্ধ চলবে, তবে অনির্দিষ্টকালের জন্য নয় : লন্ডনের কিংস কলেজের ওয়ার স্টাডিজ বিভাগের শিক্ষক বারবারা জানচেত্তা বলেছেন, ইউক্রেনে যুদ্ধ শিগগিরই থেমে যাবে, এমন সম্ভাবনা এখন আগের চেয়ে দুর্বল। গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করলে, ভøাদিমির পুতিন এখন আগের চেয়েও শক্তিশালী। শুধু সামরিক শক্তির বিচারেই নয়, রাজনৈতিকভাবেও গত বছরের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট। অবশ্য যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখনো অনিশ্চিত। ইউক্রেনের শীতকালীন অভিযান সম্প্রতি থেমে গেছে বলেই প্রতীয়মান হচ্ছে। আবার রাশিয়ার দিক থেকেও তেমন কোনো অগ্রগতি নেই। সূত্র: দেশ রুপান্তর

রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত অন্তত ২১ বেসামরিক, আহত শতাধিক

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী শহর বেলগোরদে ইউক্রেনের বিমান হামলায় অন্তত ২১ জন বেসামরিক রুশ নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ক্রেমলিন। এ ছাড়া আহতের সংখ্যা শতাধিক। নিহতের মধ্যে তিনজন শিশুও রয়েছে বলে দাবি করেছেন বেলগোরদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দিয়েছে এ খবর। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এই হামলাকে ধরা হচ্ছে কিয়েভের পক্ষ থেকে রাশিয়ায় চালানো সবচেয়ে ভয়াবহ আক্রমণ হিসেবে। তবে কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে কিয়েভ। গত শুক্রবার ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত হয়েছিল ৩৯ জন ইউক্রেনীয়। সেই হামলাকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে বর্ণনা করেছিল কিয়েভ। তার পরদিন পাল্টা আক্রমণ হিসেবে বেলগোরদে হামলা করার কথা স্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনের একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে বলেছে যে, ইউক্রেনীয় শহর এবং বেসামরিকদের ওপর রাশিয়ার সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসেবে রুশ লক্ষ্যবস্তুতে ৭০টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছে। বেলগোরদে বেসামরিকদের হতাহতের জন্য রুশ বিমানবাহিনীর ‘অযোগ্যতাকে’ দায়ী করেছেন ইউক্রেনের সেই নিরাপত্তা সূত্র। মস্কোর অভিযোগ, ইউক্রেনে নির্মিত ওলখা ও চেক প্রজাতন্ত্রে নির্মিত ভ্যাম্পায়ার রকেটসহ একাধিক ধরনের অস্ত্র ব্যবহার করেছিল ইউক্রেন। বেলগোরদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বেলগোরদে শনিবার একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে সব বাসিন্দাকে বিমান হামলার আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেন।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই হামলার বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানায় ক্রেমলিন। ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল এবং জরুরি মন্ত্রণালয়ের উদ্ধারকারীদের বেলগোরদে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: আজকের পত্রিকা।

২০২৩ সালে আন্তর্জাতিক যে ১০টি ঘটনা আলোচনায় ছিল

আন্তর্জাতিক পর্যায়ে ২০২৩ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলা যায় ইসরায়েলে হামাসের হামলা এবং এরপর গাজায় ইসরায়েলের পাল্টা আক্রমণের ঘটনা।ই অক্টোবর ইসরায়েলে স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। রকেটের পর রকেট হামলা ছাড়াও হামাস যোদ্ধারা শক্তিশালী সীমানা প্রাচীর ভেঙ্গে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে। ইসরায়েলের ১২০০ জন নিহত হয়, ২৪০ জনকে জিম্মি করা হয়।প্রশ্ন ওঠে ইসরায়েলের সুনিপুণ নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা তৎপরতা নিয়ে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু করেন তার নিজের ভাষায় ‘ভয়ংকর প্রতিশোধ।’ইসরায়েল এরপর গাজায় পাল্টা হামলা করতে শুরু করে। পরের তিনমাস জুড়ে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ১৪

রাশিয়ার বেলগোরদ শহরে ইউক্রেনের গোলাবর্ষণে দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং আহত হন ১৫০ জনেরও বেশি। হামলার পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানান, ২০২২ সালের ফেব্রুয়ারিতে অভিযান শুরুর পর থেকে এই প্রথম এত বড় মাত্রার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালালো রুশ বাহিনী।ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ, লভিভ, ডিনিপ্রো, ওডেসা, খারকিভ, খমেলনিটস্কি এবং অন্যান্য ইউক্রেনীয় অঞ্চলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এর মধ্যে একটি শপিং সেন্টার, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং একটি মেট্রো স্টেশন রয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, শুক্রবারের প্রথম দিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ডিনিপ্রোর একটি মাতৃসদন হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে। হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: বাংলানিউজ

বছরের শেষ দিনে বিশ্বে সবচেয়ে দূষিত ঢাকার বাতাস

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। চলতি বছরের শেষ দিন রোববার (৩১ ডিসেম্বর) সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৪৮ নিয়ে শীর্ষে ছিল শহরটি।এসময় রাজধানী ঢাকার বাতাসের মান ছিল ‘খুব অস্বাস্থ্যকর’। ভারতের রাজধানী দিল্লি, চীনের সাংহাই এবং বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো যথাক্রমে ২৪৩, ২৩৫ এবং ২২৭ এর একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। সূত্র: ঢাকাপোস্ট