আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

লেবাননে ইসরায়েলি হামলায় হামাসের উপপ্রধান নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল–আরোরি নিহত হয়েছেন। এ হামলায় হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের দুজন কমান্ডারও নিহত হয়েছেন। হামাস জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ে তাদের কার্যালয়ে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে উপপ্রধান সালেহ আল-আরোরিসহ ওই তিনজন রয়েছেন।সালেহ আল-আরোরি হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান। তিনি এই গোষ্ঠীর সামরিক কর্মকাণ্ডেও গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন হামাসের নেতা ইসমাইল হানিয়ে। এক বিবৃতিতে ইসরায়েলের হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে তিনি বলেছেন, ইসরায়েল লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ও চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে।হামলার নিন্দা জানিয়েছে ইরান। লেবানন ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করার ঘোষণা দিয়েছে। সূত্র: প্রথম আলো

ইউক্রেনকে ব্রিটেনের দেওয়া জাহাজগুলো আটকে দেবে তুরস্ক

রস্ক মঙ্গলবার বলেছে, তারা ইউক্রেনকে ব্রিটেনের দেওয়া দুটি মাইন শিকারি জাহাজকে তার জলপথ দিয়ে কৃষ্ণ সাগরের পথে ট্রানজিট করার অনুমতি দেবে না। কারণ এটি প্রণালিতে যুদ্ধকালীন চলাচলসংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করবে। রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ব্রিটেন গত মাসে বলেছিল, তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের সমুদ্র অভিযানকে শক্তিশালী করতে সহায়তায় ইউক্রেনের নৌবাহিনীতে তাদের রয়াল নেভির দুটি মাইন শিকারি জাহাজ হস্তান্তর করবে।প্রতিবেদন অনুসারে, তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, ন্যাটো সদস্য তুরস্ক মিত্রদের জানিয়ে দিয়েছে, যত দিন ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকবে তত দিন তারা জাহাজগুলোকে তার বসফরাস ও দারদানেলিস প্রণালি ব্যবহার করতে দেবে না। সূত্র: কালের কণ্ঠ

গাজায় নিহত ২২ হাজার ছাড়াল
তিন মাস ধরে ইসরায়েলি হামলা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ২২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক শিশু এবং নারী। ইসরায়েলের তিন মাস ধরে লাগাতার হামলার ফলে সেখানে প্রবল খাদ্যসংকটের দেখা দিয়েছে। তার মধ্যে খানিকটা স্বস্তির খবর হলো, শিশুদের ভ্যাক্সিন ঢোকার অনুমতি পেয়েছে। ইউনিসেফ জানিয়েছে, অন্তত ৬ লাখ টিকা গাজায় ঢুকেছে। এর মধ্যে পোলিও জাতীয় রোগের ভ্যাকসিনও আছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ টিকা ওয়েস্ট ব্যাংকে কিনেছে। এর পর জাতিসংঘের মাধ্যমে তা গাজায় পাঠানো হচ্ছে। রুবেলা, মাম্পসের মতো অসুখের টিকাও আছে এর মধ্যে। তবে ভ্যাকসিন দেওয়া সহজ নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের বক্তব্য, অধিকাংশ মানুষ বাড়ি ছেড়ে ক্যাম্পে গিয়ে বসবাস করছেন। ফলে কোন অঞ্চলে এর আগে কত টিকাকরণ হয়েছে, সেই হিসাব এখন পাওয়া মুশকিল।এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার সর্বত্র ভ্যাকসিন নিয়ে পৌঁছানোও এখন প্রায় অসম্ভব। কারণ, বিভিন্ন অঞ্চলে প্রবল সংঘাত চলছে। এক দিনে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২৪৬। ২৯ ইসরায়েলি সেনার মৃত্যু : ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত ২৯ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে গাজা অভিযানে। যার অর্থ, প্রতি ছয়জনে একজন সেনার মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন সেনার মৃত্যু হয়েছে দুর্ঘটনা অথবা নিজেদের ছোড়া গুলি বা বোমায়। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

জাপানে ভূমিকম্প: জীবিতদের উদ্ধারে চলছে সময়ের বিরুদ্ধে যুদ্ধ

নতুন বছরের প্রথম দিনের ভূমিকম্পে জাপানে অনেক ঘরবাড়ি ধ্বংস ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির মধ্যাঞ্চলে উৎপত্তি হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৪৮ জনে পৌঁছেছে। এখনও অনেক মানুষ বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে ‘সময়ের বিরুদ্ধে যুদ্ধ’ করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। খবর দ্য গার্ডিয়ানের। এক জরুরি দুর্যোগবিষয়ক বৈঠকে কিশিদা বলেন, আমাদের যত দ্রুত সম্ভব সবাইকে উদ্ধার করতে হবে, বিশেষ করে যারা ধসে পড়া কাঠামোর নিচে আটকে আছেন। কর্মকর্তারা হেলিকপ্টারে করে উপদ্বীপটি পর্যবেক্ষণ করে রাস্তা ক্ষতিগ্রস্ত, ভূমিধস ও বড় অগ্নিকাণ্ডের কথা জানিয়েছেন।ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির প্রত্যন্ত নোটো উপদ্বীপে এক হাজার সেনা সদস্য পাঠানো হয়েছে। কিন্তু ধ্বংসস্তূপে রাস্তা অবরুদ্ধ থাকায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। রানওয়ে ফাটলের কারণে ওই এলাকার একটি বিমানবন্দর বন্ধ করা হয়েছে। সূত্র: সমকাল

হামাস নেতা নিহত, ইসরাইলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ হিজবুল্লাহর

লেবাননে থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা সালেহ আল-অরৌরিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। সালেহ আল অরৌরি ছিলেন হামাসের পলিটব্যুরোর উপপ্রধান। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ড্রোন হামলা চালিয়ে তাকে ও আল-কাসেম ব্রিগডসের দুই কমান্ডারসহ সাতজনকে হত্যা করে ইসরাইল। ওই হামলার পরই প্রতিশোধ ও ‘শাস্তি’ দেওয়ার হুমকি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ দাবি করেছে- ইসরাইলের দখলকৃত মার্জ এলাকায় ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়েছে।তারা আরও জানিয়েছে, সালেহ আল-অরৌরিকে হত্যার পর প্রতিশোধ নেওয়ার যে কথা তারা দিয়েছিল, সেই কথা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তীতে আরও পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: যুগান্তর

ভিসা ছাড়া প্রবেশে স্থায়ী সুবিধা পাচ্ছে থাইল্যান্ড-চীনের নাগরিকেরা

আগামী মার্চ থেকে থাইল্যান্ড ও চীনে প্রবেশে দুই দেশের নাগরিকদের লাগবে না কোনো ধরনের ভিসা। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন জানান, নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা স্থায়ীভাবে বাদ দিচ্ছেন তারা। খবর রয়টার্স। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ড ব্যাপকভাবে পর্যটনের ওপর নির্ভর করে। নতুন ঘোষণার আগেই চীনের জন্য বিশেষ সুবিধা দিয়ে রেখেছে ব্যাংকক। গত সেপ্টেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চীনা পর্যটকদের দেশটিতে প্রবেশে ভিসা লাগছে না।প্রধানমন্ত্রী স্রেথা জানান, ভিসা উঠে যাওয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। সূত্র: বণিক বার্তা ।

ইহুদি রাষ্ট্রকে সমর্থন জানিয়ে ইসরায়েলের সংসদে ভাষণ দেবেন এক ইরানি

ইরানের বিরোধী ব্যক্তিত্ব এবং অধিকারকর্মী ভাহিদ বেহেশতি ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দেবেন। এই ভাষণে তিনি ইহুদি রাষ্ট্রের প্রতি সমর্থন জানাবেন বলে মঙ্গলবার জেরুজালেম পোস্টসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে।
ভাহিদ বেহেশতি একজন স্বাধীন সাংবাদিক হিসেবে বর্তমানে লন্ডনে বসবাস করছেন এবং সেখানে ইরানি মানবাধিকার কর্মী হিসেবে নানা কর্মকাণ্ডে যুক্ত আছেন। সম্প্রতি তিনি ৭২ দিনের একটি অনশন কর্মসূচি সম্পন্ন করেছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে ব্রিটিশ সরকারকে তিনি রাজি করানোর চেষ্টা করছেন। ইরানের বর্তমান শাসনব্যবস্থার ঘোর বিরোধী তিনি। সূত্র: আজকের পত্রিকা ।

জাপান যেভাবে ভূমিকম্পকে সঙ্গে নিয়ে বেঁচে থাকতে শিখল
১৩ বছর আগে জাপানে হওয়া শক্তিশালী ভূমিকম্পে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় ফুকুশিমার পারমাণবিক চুল্লি। সেই দুর্ঘটনার দুঃসহ স্মৃতি এখনও জাপানিদের তাড়িয়ে বেড়ায়। সোমবার (১ জানুয়ারি) জাপানের ইশিকাওয়াতে হওয়া আরেকটি ভূমিকম্পের পর সুনামির সাইরেনের শব্দ তাদের মনে আবার উদ্বেগ তৈরি করে — আগের বারের সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো!ভূমিকম্প জাপানের নিত্যনৈমিত্তিক ব্যাপার। আমি যখন প্রথম এখানে আসি তখন মৃদু ভূমিকম্পেও সতর্ক হয়ে ভবনের বাইরে চলে যেতাম। ঘুমন্ত অবস্থায় আতঙ্কে থাকতাম কখন ভূমিকম্প হয়। কিন্তু এখন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছি। তবে তারপরও একটি চিন্তার কারণ থেকেই যায়। শক্তিশালী ভূমিকম্প হলে এর পরিণতি কী হবে কিংবা আমার বিল্ডিং কি আদৌ ভূমিকম্প সহ্য করার মত ক্ষমতা রাখে কি না — এসব চিন্তা ভাবায় আমাকে। ২০১১ সালের ১১ মার্চে হওয়া ভূমিকম্পের ভয়াবহতা পুরো বিশ্ববাসী দেখেছে, এই প্রজন্মের জাপানিদের মনে তখন থেকেই ভয় কাজ করে। ওইদিন মাত্র দুই মিনিটের ভূমিকম্পে ধ্বংসযজ্ঞে পরিণত হয় পুরো জাপান। ভূমিকম্পের ৪০ মিনিটের মধ্যেই প্রথম সুনামি আঘাত হানে, জাপানের উত্তরপূর্ব উপকূল বরাবর শহরগুলোকে গ্রাস করে। সেন্ডাইয়ের ওপর দিয়ে চলা একটি হেলিকপ্টারের মাধ্যমে সেদিন পুরো ঘটনার সরাসরি সম্প্রচার করা হয়। সূত্র: বিজিনেস স্ট্যান্ডার্ড।

বিশ্বে কী আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর প্রভাব কমতে শুরু করেছে?

আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে গত এক বছরে বেশ কিছু বাধা বিপত্তির মুখোমুখী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য পশ্চিমা শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলো।এখনও পর্যন্ত এই বিপত্তি চরম বিপর্যয়ের আকার না নিলেও, এগুলো দীর্ঘদিন ধরে চলে আসা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত পশ্চিমা মূল্যবোধের প্রভাব বলয় থেকে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে।একাধিক ক্ষেত্রে পশ্চিমা স্বার্থের ঠিক বিপরীতে হাওয়া বইছে।দেখে নেওয়া যাক কেন এই পরিবর্তন আর এর ভবিষ্যতই বা কী?=ইউক্রেনকৃষ্ণ সাগরে সাম্প্রতিক কিছু সাফল্য পাওয়া সত্ত্বেও, এই যুদ্ধ ইউক্রেনের পক্ষে যায়নি। অর্থাৎ যুদ্ধ যদি আরো চলতে থাকে তাহলে তা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। ইতিমধ্যে তারা (নেটো এবং ইউরোপীয় ইউনিয়ন) ইউক্রেনকে যুদ্ধ চালাতে এবং ওই দেশের অর্থনীতিকে লক্ষ লক্ষ ডলার ঢেলেছে।অথচ গত বছর এই সময় পর্যন্তও নেটো ইউক্রেনের বিষয়ে বেশ আশাবাদী ছিল।তারা ভেবেছিল, আধুনিক যুদ্ধাস্ত্র এবং পশ্চিমা প্রশিক্ষণ পেলে ইউক্রেনের সৈন্যরা রাশিয়াকে হারিয়ে তাদের দখলে থাকা অংশ ফিরিয়ে আনতে পারবে, ঠিক যেমনটা আগে পেরেছিল।তবে বলা বাহুল্য, এবারে ইউক্রেনের পক্ষে তা সম্ভব হয়নি।সমস্ত সমস্যার মুলে ছিল সময় নির্ধারণের বিষয়টা। সূত্র: বিবিসি বাংলা।

ইতালির সবচেয়ে বয়স্ক ব্যাক্তির মৃত্যু

ইতালির সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন। ১১১ বছর বয়সী ওই ব্যক্তির নাম ত্রিপোলি জিয়ান্নি। ইতালির তাসকানি প্রদেশের লিভোর্নো কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ‘লা স্ট্যাম্পা’ সংবাদপত্র এই খবর জানিয়েছে। খবর তাস’র। ৩১ ডিসেম্বর সেসিনা কমিউনিটিতে নিজ বাড়িতে মারা যান জিয়ান্নি। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদপত্রের এক খবরে বলা হয়, তিনি ১৯১২ সালে সেসিনায় জন্মগ্রহণ করেন। ইতালীয় সেনাবাহিনীর বারসাগ্লিয়েরি পদাতিক দলের সদস্য ছিলেন তিনি। জিয়ান্নি দুটি বিশ্বযুদ্ধ এবং ১ ডজন পোপের নির্বাচনসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তিনি ইতালির রাজতন্ত্র এবং প্রজাতন্ত্রও প্রত্যক্ষ করেন। সূত্র: দৈনিক বাংলা ।