প্রকল্পে ইউরোপিয়ান ইউনিয়নের তহবিল পেল এআইইউবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ইউরোপিয়ান ইউনিয়নের তহবিল পেয়েছে। ইরাসমাস স্ট্র্যান্ড-২ প্রকল্পের আওতায় এই তহবিল পেয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান-রোমানিয়া, ফ্রান্স, ইতালি, মালয়েশিয়া, ভিয়েতনাম ও বাংলাদেশের অন্য আটটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে ‘এসওএইচও স্মার্ট, অপটিমাইজড, উচ্চমান এবং চাহিদা অনুযায়ী পর্যটন উদ্ভাবনী শিক্ষা’ ইরাসমাস-ইডু-২০২৩-সিবিএইচই-২০২৩-স্ট্র্যান্ড-২ এর আওতায় এই তহবিল পেয়েছে এআইইউবি।

এসওএইচও প্রকল্পটি দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ ভিয়েতনাম, মালয়েশিয়া ও বাংলাদেশের উচ্চ শিক্ষার উৎকর্ষের জন্য জ্ঞান ও সক্ষমতা কেন্দ্র (কেসিসি) স্থাপন করবে। এটি আঞ্চলিক উন্নয়ন এবং উদ্ভাবনে অবদান রাখতে এবং জড়িত অঞ্চলগুলোর কৌশল এবং তাঁদের মধ্যে বহুজাতিক এবং আন্তর্জাতিক সহযোগিতার কৌশলগুলোকে উৎসাহিত করবে। কেসিসির উন্নয়নের পাশাপাশি, প্রকল্প অংশীদাররা স্মার্ট পরিবহন, টেকসই বাসস্থান এবং নবায়নযোগ্য শক্তির উৎসগুলির একীকরণের উৎসাহিত করতে কোর্স কারিকুলাম এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) তৈরি করবে। এই কোর্সগুলোর প্রধান লক্ষ্য পর্যটন খাতে শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের জন্য নতুন নতুন চাকরির সম্ভাবনা তৈরি করা।

এসওএইচও প্রকল্পের জন্য এআইইউবি থেকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আব্দুর রহমান। গত ১ ডিসেম্বর থেকে তিনবছর মেয়াদি এই প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে।