‘প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করবো’

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪

জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য আমি চেষ্টা করব-বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন- প্রান্তিক ওটা করতে পারলে ঢাকা শহরে সুয়ে (ফ্লোরে) চিকিৎসা নিতে হবে না।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রী মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নতুন স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি প্রত্যেকটা হাসপাতালে যাবো। কি কি সমস্যা আছে, জানবো। তারপর আমি একটা কর্মপরিকল্পনা করবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি মেডিকেল কলেজ খুললেই হবে না। সেখানে চিকিৎসক লাগবে। আমি সবগুলো বিষয় দেখবো।

গ্রামে ডাক্তার কেন থাকে না তার কারণ বের করতে হবে। তাদের সাথেও কথা বলতে হবে। সব দেখে আমি ব্যবস্থা নেবো, জানান তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সমস্যা হল দুর্নীতি। এটি দূর করতে আপনি কি করবেন-এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি চেষ্টা করবো। দুর্নীতির বিষয় নিয়ে আমার জিরো টলারেন্স থাকবে।

Nagad