রাজধানীর মেহেরাব প্লাজার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর তোপখানা রোডে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে আসছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়- তোপখানা রোডে মেহরাব প্লাজার ১৫ তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া ২ জন পুরুষ ও ১ জন মহিলাকে নিরাপদে উদ্ধার করে। তবে এ ঘটনায় কোন হতাহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ।


বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করছে সংস্থাটি।