নারী ত্রিদেশীয় সিরিজ, পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দারুণ ফর্ম অব্যাহত থাকলো পাকিস্তানের বিপক্ষেও। ব্যাটে-বলে দুর্দান্ত খেলে শনিবার (২৭ জানুয়ারি) ৩৬ রানে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ পায় বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে পাকিস্তান। এতে ৩৬ রানের বিশাল জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

এর আগে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও অধিনায়ক সুমাইয়া আক্তারের ৩২ রানের সঙ্গে অরভিন তানির ৩১ ও সুমাইয়া আক্তার সুবর্ণার ২৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে আনুশা নাসির ২২ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ১৩ রান খরচায় ১ উইকেট উইকেট নিয়েছেন মাহাম আনিস।