আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ দশ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৪

গাজীপুরে যে সড়কের ১২ কিলোমিটারে ছিনতাই–আতঙ্ক
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ১১টি ছিনতাই স্পট বা ঝুঁকিপূর্ণ এলাকার কথা জানা গেছে।
ছিনতাই বা বিপদ এড়াতে রাতে কারখানা ছুটির পর শ্রমিকেরা দল বেঁধে হাঁটেন।

আড়াই মাসের শিশুসন্তানকে দেখে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছিলেন নয়ন মৃধা (৩৬)। গাজীপুরের টঙ্গীতে মার্স স্টিচ লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার অফিস সহকারী ছিলেন তিনি। গত ১০ জানুয়ারি ভোর পৌনে পাঁচটায় টঙ্গী পৌঁছান নয়ন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নেমেই ছিনতাইকারীর কবলে পড়েন। মুঠোফোন ও নগদ টাকার সঙ্গে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন তিনি।এ ঘটনায় নয়ন মৃধার চাচাতো ভাই ছিদ্দিকুর রহমান বাদী হয়ে ওই দিনই টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন। তিনি জানান, নয়ন যেখানে বাস থেকে নেমেছিলেন, জায়গাটি ছিল নির্জন, অন্ধকারাচ্ছন্ন। এর মধ্যেই একটি মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী তাঁর ব্যাগ, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা নয়নকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মারা যান নয়ন।ছিদ্দিকুর রহমান বলেন, ‘নয়ন মৃধারা দুই ভাই। নয়নই বড়। তাঁর তিন ছেলে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাঁর মৃত্যুতে পুরো পরিবার এখন পথে বসার দশা।’ এক বছরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯৪ জন।শুধু নয়ন মৃধা নন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের এমন ঘটনা। কখনো রাতের অন্ধকারে পথ আটকে, কখনোবা থেমে থাকা বাসের জানালা দিয়ে ছিনিয়ে নেওয়া হচ্ছে যাত্রী-পথচারীদের মূল্যবান জিনিসপত্র। কেউ বাধা দিলে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়াসহ প্রাণ হারাতে হচ্ছে অনেককে। সূত্র: প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ
ব্যাংকে জালিয়াতি শূন্যে নামানোই লক্ষ্য
২০২৬ সালের জুনের মধ্যে খেলাপি ঋণ ৮ শতাংশের নিচে নামানো * স্বচ্ছতা আনা হবে পরিচালকদের কর্মকাণ্ডে * নিশ্চিত করা এমডিদের কাজের জবাবদিহিতা

ব্যাংক খাতে জাল-জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে ঋণ বিতরণ একেবারে বন্ধ বা শূন্যে নামাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সংস্থাটি খেলাপি ঋণ কমিয়ে ৮ শতাংশের নিচে নামিয়ে আনতে চায়। ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তির আওতায় আনা, ঋণখেলাপি হলে নতুন ঋণ পাওয়া বন্ধ করা, বেনামি ঋণ ও সীমার অতিরিক্ত ঋণ দেওয়া বন্ধ করার মাধ্যমে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে চায়। ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনার মাধ্যমে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক এসব লক্ষ্য অর্জন করতে চায়। এসব লক্ষ্য অর্জনে রোববার কেন্দ্রীয় ব্যাংক একটি রোডম্যাপ ঘোষণা করেছে। একই দিনে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ রোডম্যাপটি অনুমোদন করা হয়েছে। এর আলোকে এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন নির্দেশনা জারি করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মুদ্রানীতি ঘোষণার সময় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমাতে ও সুশাসন প্রতিষ্ঠা করতে রোডম্যাপ তৈরির ঘোষণা দেয়। একই সঙ্গে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করা ও ঋণ আদায় বাড়ানোর কথা বলা হয়। এর আলোকে সম্প্রতি ব্যাংকার্স সভায়ও কেন্দ্রীয় ব্যাংক এমন বার্তা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের দিয়েছে। সুত্র: যুগান্তর

শান্তি কামনায় আখেরি মোনাজাত
আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগ তীর

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। গতকাল সকাল ৯টা ১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং সকাল ৯টা ২৩ মিনিটের সময় শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। আরবি, উর্দু ও বাংলা মিলিয়ে তিনি ২২ মিনিটে মোনাজাত শেষ করেন। মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ। এ সময় ছিল পিনপতন নীরবতা। ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশের বিশেষ মঞ্চ থেকে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হিদায়াত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকালের শান্তি ও পরকালের মুক্তি এবং দীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। দুই হাত ওপরে তুলে লাখো মুসল্লি সব ধরনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষীর সংখ্যা বেড়ে ৯৫

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিজিবির জনযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে পবিন্দ্র ধর নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: কালবেলা

সংঘাতে অস্থির মিয়ানমার সীমান্ত
মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েক দিন ধরে চলা সশস্ত্র সংঘাত এখন বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছেছে। বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে দেশটির সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) সদস্যদের অনেকেই পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। সীমান্তচৌকিগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি।সংঘাতে অস্থির মিয়ানমার সীমান্তগতকাল রবিবার মিয়ানমার থেকে আসা গোলার আঘাতে অন্তত তিন বাংলাদেশি আহত হয়েছে।ঝুঁকি এড়াতে সীমান্তবর্তী অন্তত সাতটি স্কুল এবং কিছু সড়কে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আতঙ্কে সীমান্ত এলাকার অনেকে বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল রবিবার রাত ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারের অন্তত ৬৮ জন সশস্ত্র বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ অবস্থায় এসেছেন। আরো অনেকেই বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন। সূত্র; কালের কণ্ঠ

প্রকাশকরা খুশি ক্রেতা পাঠকের উপস্থিতিতে

বইমেলায় অনুপম প্রকাশনীর ৬ নম্বর প্যাভিলিয়ন। গতকাল রোববার দুপুরে মনোযোগ দিয়ে সেখানে বই দেখছিলেন নাজমা বেগম। শেষে ‘জহির রায়হান রচনাসমগ্র’ কিনলেন তিনি। নাজমা বলেন, ‘জহির রায়হানের বই আগেও পড়েছি। তাঁর লেখা পছন্দ করবে না, এমন লোক পাওয়া যাবে না বোধ হয়। এবার তাই জহির রায়হানের রচনাসমগ্রই কিনেছি।’ প্রথমা প্রকাশনে কথা হয় সম্পর্কে মামা-ভাগনে আরিফ হাসান ও সোহরাব আসিফের সঙ্গে। দু’জনে মিলে পছন্দ করেন রকিব হাসানের ‘মহাকাশের আতঙ্ক’ বইটি। মামা আরিফ হাসান বলেন, ভাগনেকে সায়েন্স ফিকশন কিনে দেব, বলেছি। এ বিষয়ে রকিব হাসান তো ভালো লেখে। মহাকাশের আতঙ্ক বইটি ইন্টারেস্টিং লেগেছে।ইউনিভার্সিটি প্রেস লিমিটেডে (ইউপিএল) তাত্ত্বিক বইয়ের সংখ্যাই বেশি। প্রখ্যাত অর্থনীতিবিদ নুরুল ইসলামের ‘বাংলাদেশ: জাতি গঠনকালে এক অর্থনীতিবিদের কিছু কথা’ বইয়ের ছবি ফোন থেকে দেখিয়ে কিনলেন বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি জানান, বইটি কিনবেন বলে ছবি তুলে এনেছেন। আরেক দর্শনার্থী সাখাওয়াত হোসেন মেলায় এসেছিলেন স্ত্রীকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের মহুয়া কাব্যগ্রন্থটি নেবেন কিনা ভাবছিলেন। শেষে স্ত্রীর পছন্দে সমরেশ মজুমদারের সাতকাহন, মহুয়াসহ বেশ কয়েকটি বই তারা কেনেন। সূত্র: সমকাল

শঙ্কা উড়িয়ে রেকর্ড রপ্তানি

টানা তিন মাস নেতিবাচক প্রবৃদ্ধির পর দেশের রপ্তানি পরিস্থিতি নিয়ে বড় ধরনের শঙ্কায় ছিলেন ব্যবসায়ীরা। ডলার ও জ¦ালানি সংকটে উৎপাদন যখন সংকটে, ঠিক তেমন সময়ে রেকর্ড রপ্তানির দেখা পেল বাংলাদেশ। জাতীয় নির্বাচনের প্রথম মাস জানুয়ারিতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৭২ কোটি ডলার, যা বাংলাদেশের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ছিল বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি আয়।এদিকে রপ্তানি পণ্যে নগদ সহায়তা কমানোর মাসেই রেকর্ড রপ্তানি এলেও এ মাসের জন্য নগদ সহায়তা কম পাবেন রপ্তানিকারকরা। গত ৩০ জানুয়ারি প্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে আগের নগদ সহায়তার হার ১ শতাংশ থেকে শূন্য দশমিক ৫ শতাংশে নামিয়ে এনে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া অপ্রচলিত বাজারের জন্য দেওয়া নগদ সহায়তার হার কমানো হয়েছে ১ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। ওই প্রজ্ঞাপনে ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার মতো অপ্রচলিত বাজারগুলোকে প্রচলিত বাজারের ক্যাটাগরিতে আনা হয়েছে। গতকাল রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাসিক হালনাগাদ তথ্যে দেখা যায়, দেশের পণ্য রপ্তানি করে জানুয়ারিতে আয় হয়েছে ৫৭২ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। এটি একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রপ্তানি আয়। এর আগে সর্বোচ্চ রপ্তানি আয় ছিল ২০২২ সালের ডিসেম্বরে, ৫৩৭ কোটি ডলার। সূত্র; দেশ রুপান্তর

শিগগির বড় কর্মসূচি দিচ্ছে না বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির এক দফার আন্দোলন বড় ধাক্কা খেয়েছে। তৃণমূলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও হতাশ। তাঁদের চাঙা করার মতো কর্মসূচিও নেই। দলীয় সূত্র বলছে, মহাসচিবসহ বিপুলসংখ্যক নেতা কারাগারে থাকায় নেতৃত্বের দুর্বলতার কারণে বড় কোনো কর্মসূচি দেবে না দল। আপাতত বিক্ষোভ-সমাবেশের মতো কর্মসূচি চলবে।
অবশ্য বিএনপির নীতিনির্ধারকদের দাবি, দলে নেতৃত্বের দুর্বলতা নেই, দল আন্দোলনেই আছে। দলটির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সময়ক্ষেপণ করছি না। আমাদের লাইনেই চিন্তা করছি। আমাদের ভাবনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।’ সূত্র: আজকের পত্রিকা।

ঢাকার বায়ু আজ ‘ঝুঁকিপূর্ণ’, স্কোর ৪০৮
রাজধানী ঢাকার বায়ু আজ সকালে খুবই বিপজ্জনক। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণ করা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বায়ুদূষণে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩১ মিনিটে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে। আইকিউএয়ারের বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ঢাকার স্কোর ৪০৮ অর্থাৎ বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে।এ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। এর স্কোর ৩৩৫ এবং এই শহরের বায়ুর মানও বিপজ্জনক পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। এই শহরটির বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে নেপালের কাঠমাণ্ডু। তারপর মিয়ানমারের ইয়াঙ্গুন। সূত্র: বণিক বার্তা্

ভাই ভাই গ্রুপের কবজায় রাজউকের ১২১ প্লট
দখলের বরপুত্র কাউন্সিলর জাহাঙ্গীর

সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়, সরকারের বিভিন্ন সংস্থা ও এলাকার মানুষের প্রায় হাজার বিঘা সম্পত্তিও এখন তার কবজায়। পাশাপাশি সিটি করপোরেশনের আওতাধীন সুতিভোলা খালে বাঁধ দিয়ে গড়েছেন মাছের খামার। এরই মধ্যে এলাকাবাসীর কাছে ‘দখলের বরপুত্র’ হিসেবে পরিচিতি পেয়েছেন এই কাউন্সিলর। দখল বাণিজ্যের জন্য বাবা, ভাই, বোনজামাই ও নিকট আত্মীয়দের নিয়ে গড়ে তুলেছেন একটি গ্রুপ। ‘ভাই ভাই গ্রুপ’ নামে পরিচিত এই গোষ্ঠী বছরের পর বছর ধরে দখলের সাম্রাজ্য গড়ে তুললেও কর্তৃপক্ষ নির্বিকার বলে অভিযোগ ভুক্তভোগীদের। রাজউক সূত্রে জানা যায়, ডিআইটি প্রকল্প নামে পরিচিত বাড্ডা পুনর্বাসন এলাকায় মোট প্লটের সংখ্যা ১১৪১। তবে এর মধ্যে বেদখল হয়ে আছে দেড় শতাধিক, যার ১২১টি প্লটই দখলে নিয়েছেন কাউন্সিলর জাহাঙ্গীর। এরই মধ্যে এসব প্লটে গড়ে তুলেছেন সুবিশাল মাছের আড়ত, বরফকল, ওয়ার্কশপসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। যদিও নিজের পরিবার ও স্বজনদের নামে পুনর্বাসন প্রকল্পে ত্রিশেরও বেশি প্লট বরাদ্দ নিয়েছেন জাহাঙ্গীর।জানা গেছে, প্রকল্পের আওতাধীন ‘সি’ জোনে কাউন্সিলর জাহাঙ্গীরের দখলে থাকা ১২১টি প্লটে মোট জমির পরিমাণ রাস্তাসহ ৬ একর। নথিপত্র ঘেঁটে দেখা যায়, এই জমির দখল পেতে আমিন উল্লাহ নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট পিটিশন (নং-১৮৯৬/১৯৯৯) দাখিল করেছিলেন। তবে আদালত রিট খারিজ করে রাজউকের পক্ষে রায় দেন। সূত্র: কালবেলা