সুলভে মোবাইল হ্যান্ডসেট নিশ্চিত করতে হবে: বিটিআরসি চেয়ারম্যান

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ।

দেশের মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় মোবাইল ফোনসেটের মূল্য নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি’র প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “VoLTE সক্ষম মোবাইল হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক অপটিমাইজেশন” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, আমরা গ্রাহকের জন্য ৪জি প্রযুক্তিকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা উন্নত বিশ্বের দিকে এগুতে চাই, তাঁদের সাথে সমানতালে তাল মিলিয়ে চলতে চাই- এ বিষয়টি বিবেচনায় রেখে কর্মশালায় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি। নিজস্ব প্রয়োজনীয়তার উর্ধ্বে থেকে দেশের জনগণের কল্যানে কাজ করার জন্য মোবাইল হ্যান্ডসেট প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরসহ খাত সংশ্লিষ্ট সকলকে তিনি নির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্যে স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেঃ জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল বলেন, ২০১৭ সালে বিটিআরসির তত্ত্বাবধানে দেশে মোবাইল ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়। বর্তমানে দেশে ১৭টি প্রতিষ্ঠান মোবাইল হ্যান্ডসেট প্রস্তুত করছে। যার মাধ্যমে দেশের চাহিদার শতকরা ৯৯ ভাগ হ্যান্ডসেট দেশীয় উৎপাদন থেকেই পাওয়া যাচ্ছে। এর প্রেক্ষিতে এ শিল্পে দেশীয় বিনিয়োগসহ সরাসরি বিদেশী বিনিয়োগও হয়েছে। তিনি আরো বলেন, বিটিআরসির যে স্পেকট্রাম রোডম্যাপ রয়েছে তার একটি প্রধান অনুষঙ্গ হলো, ২০২৯-২০৩০ সালের মধ্যে দেশ থেকে ২জি নেটওয়ার্ক/প্রযুক্তি যাতে পুরোপুরি বন্ধ যাতে করা যায়। তাহলে এখন থেকে ক্রমান্বয়ে বাজার হতে ২জি ডিভাইস/হ্যান্ডসেটগুলো ধীরে ধীরে ৪জি সক্ষম স্মার্ট/ফিচার ফোন দ্বারা প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপনের বিষয়টি বিবেচনায় বস্তুত এই কর্মশালার আয়োজন।

পরবর্তীতে VoLTE এর গুরুত্ব ও সুযোগ, কারিগরী পদ্ধতি ও কার্যনীতি এবং কৌশল বাস্তবায়নের বিষয়ে বিশদ উপস্থাপনা করেন কমিশনের স্পেকট্রাম বিভাগের পরিচালক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ।

কর্মশালায় আগত সংশ্লিষ্ট কর্মকর্তা/বিশেষজ্ঞগণ চারটি গ্রুপে (ক) নেটওয়ার্ক মূল্যায়ন (খ) উৎপাদক (গ) মান নিয়ন্ত্রণ ও (ঘ) VoLTE সেবা ইত্যাদিতে বিভক্ত হয়ে আলোচনা, কর্মপদ্ধতি বিশ্লেষণ ও ফলাফল নির্ধারণে অংশগ্রহণ করেন। যেখানে, বর্তমান নেটওয়ার্ক পরিকাঠামো মূল্যায়ন, VoLTE প্রস্তুতি মূল্যায়ন ও VoLTE-এর জন্য নেটওয়ার্ক KPIs সংজ্ঞায়িত করা, VoLTE ডিভাইসের জন্য প্রযুক্তিগত বিবেচনা, সহযোগিতা এবং অংশীদারিত্ব, গুণগতমান নিশ্চিতকরণ ব্যবস্থা, ডিভাইস সার্টিফিকেশন মান, নেটওয়ার্ক-ডিভাইস ইন্টিগ্রেশন টেস্টিং, VoLTE পরিষেবার ট্যারিফ এবং সচেতনতা, VoLTE সামর্থ্য এবং গ্রাহক অভিজ্ঞতা বিষয়ে বিশদ আলোচনা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

Nagad

কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ VoLTE অভিযোজনে সকল অপারেটরের সমান প্রস্তুতির বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া, অদ্যাবধি যে সকল অপারেটর থ্রিজি সানসেট (উপযোগী নেটওয়ার্ক বন্ধকরণ) করেনি, তারা শীঘ্রই তা করে নিবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কর্মশালার বিষয়টিকে প্রাধান্য দিয়ে সংশ্লিষ্ট প্রক্রিয়ায় যে কোনো ধরণের রেগুলেটরি সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

ইন্ডাস্ট্রি-একাডেমীয়া, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি যেন সঠিক সময়ে গ্রাহকের নিকট পৌঁছায়- এ বিষয়ে কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী গুরুত্বারোপ করেন।

এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) মহাসচিব লেঃ কর্নেল (অবঃ) মোহাম্মদ জুলফিকার তাঁর বক্তব্যে বলেন, VoLTE হচ্ছে প্রযুক্তি প্রয়োজনীয়তা এবং প্রযুক্তির এ পরিবর্তনের সাথে অভিযোজন ঘটাতে মোবাইল অপারেটরসমূহ পুরোপুরি প্রস্তুত। যেহেতু নেটওয়ার্ক এবং ডিভাইস পরিপূরক তাই উভয়কে উন্নত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (MIOB) এর মহাসচিব জনাব জাকারিয়া শাহীদ VoLTE সক্ষম মোবাইল হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক অপটিমাইজেশন বিষয়ে বিশেষভাবে মোবাইল অপারেটরদের সহযোগিতা কামনা করেন। মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ যতটুকু সম্ভব গ্রাহকের জন্য সুলভে মোবাইল ফোন উৎপাদন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভয়েস ওভার লং টার্ম ইভ্যালুয়েশন (VoLTE) হচ্ছে মোবাইল ফোনে ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে গ্রাহক 2G বা 3G নেটওয়ার্ক ব্যবহার না করে সরাসরি 4G নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে। VoLTE এর সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কোয়ালিটি, দ্রুত কল কানেক্ট করার ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বিটিআরসি’র বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রতিনিধিবৃন্দ, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা/সংযোজনকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এবং টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠানসমূহ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।